টুকরো খবর |
অভিযুক্ত অধ্যাপককে জিজ্ঞাসাবাদ
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
এক ছাত্রীকে নিগ্রহে কলাভবনের অভিযুক্ত অধ্যাপককে জিজ্ঞাসাবাদ করল বিশ্বভারতীর ‘যৌন নিগ্রহ প্রতিরোধ কমিটি’। শনিবার রতনকুঠি অতিথিশালায় প্রায় দু’ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। ছিলেন কমিটির চেয়ারপার্সন অধ্যাপিকা সবুজকলি সেন, আহ্বায়িকা শ্যামলা রায়-সহ অন্য সদস্যেরাও।
বিশ্বভারতী সূত্রের খবর, ‘নিগৃহীতা’র নির্দিষ্ট কয়েকটি অভিযোগ প্রসঙ্গে ওই অধ্যাপককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত অধ্যাপক কোনও মন্তব্য না করেই বেরিয়ে যান। এ দিনও বিশ্বভারতীর তরফ থেকে ওই ছাত্রীর অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি। দিন কয়েক আগেই কমিটির কাছে কলাভবনের ওই ছাত্রী অভিযুক্তের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নিগ্রহের নালিশ জানিয়েছিলেন। গত মঙ্গলবার কমিটি ওই ছাত্রীর বক্তব্যও শুনেছে।
পুরনো খবর: কলাভবনের অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীর অভিযোগ
|
নদীতে দেহ
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
শালি নদী পার হতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার করলেন ডুবুরিরা। শনিবার সকালে বাঁকুড়ার পাত্রসায়রের নহল্যা গ্রামে নদীর নীচ থেকে দেহটি তুলে আনা হয়। মৃতের নাম আব্দুল কাদের (২৬)। বাড়ি স্থানীয় বাজিতপুর গ্রামে। শুক্রবার সকালে জমিতে সেচ করার জন্য নদী পার হতে গিয়ে তিনি জলের তোড়ে ভেসে যান। |
|