টুকরো খবর
সঞ্জুদের ক্লাস নিতে মুম্বইয়ে মর্গ্যান
রহিম নবি, সুব্রত পাল, নির্মল ছেত্রীদের কোচিং করাতে শনিবার ভারতে চলে এলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ট্রেভর জেমস মর্গ্যান। ইস্টবেঙ্গলের শর্ত অনুযায়ী, এ বছর ভারতের কোনও ক্লাবেই কোচিং করানোর ছাড়পত্র পাওয়ার কথা নয় ব্রিটিশ কোচের। তবে মর্গ্যানের অনুরোধ রক্ষা করে তাঁকে মাত্র এক মাসের জন্য আইএমজি রিলায়্যান্সের ফুটবলারদের কোচিং করানোর ছাড়পত্র দিয়েছেন লাল-হলুদ কর্তারা। এ দিন সকালে মুম্বইয়ে পৌঁছলেও সোমবার থেকে সঞ্জু, গৌরমাঙ্গীদের নিয়ে কাজ শুরু করবেন মর্গ্যান। মুম্বইয়ে তাঁকে ফোনে ধরা হলে বললেন, “আইএমজির প্রস্তাব নিয়ে একটু দ্বিধা ছিল। কিন্তু ইস্টবেঙ্গল ছাড়পত্র দেওয়ায় আর সমস্যা নেই। এই এক মাসে ফুটবলারদের ফিট করে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

বোপান্নারা পারলেন না
জার্মান জুড়িদার আন্দ্রে বেগেমানকে সঙ্গী করে আগের রাউন্ডে শীর্ষ বাছাইদের হারিয়েছিলেন। কিন্তু এটিপি সিটি ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে বসলেন রোহন বোপান্নারা। শেষ আটের লড়াইয়ে বোপান্না-বেগেমান জুটি ৪-৬, ৬-৭(১) লড়ে হারলেন ফিলিপিন্সের ট্রিট হুই ও ব্রিটেনের ডমিনিক ইঙ্গলটের অনামী জুটির কাছে। দ্বিতীয় সেটে চারটে ব্রেক পয়েন্ট নষ্ট করার খেসারত দিতে হল রোহন ও তাঁর নতুন পার্টনারকে। সোমদেব দেববর্মন আগেই সিঙ্গলস থেকে ছিটকে গিয়েছিলেন। বোপান্নারাও হারায় টুর্নামেন্টে ভারতীয় চ্যালেঞ্জ শেষ হয়ে গেল।

বাতিল হয়ে গেল শহিদ গোল্ড কাপ ফুটবল
ছবি: বিশ্বরূপ বসাক
পাহাড়ে অনির্দিষ্ট কালের বন্ধের গেরোয় পড়ে বাতিল হয়ে গেল শহিদ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। ফলে সেমিফাইনালে উঠেও দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন বাংলাদেশের চট্টগ্রামের মর্নিং স্টার ক্লাবের খেলোয়াড়রা। চ্যাঙরাবান্ধা সীমান্ত দিয়ে সড়কপথে শনিবারই বাংলাদেশ ফিরে যান তাঁরা। তার আগে শিলিগুড়িতে নরেন্দ্রনাথ ক্লাবের সঙ্গে একটি প্রীতি ম্যাচে যোগ দেন তাঁরা। ২-১ গোলে বাংলাদেশের দলটি জিতলেও কালিম্পঙের ওই টুর্নামেন্টে খেলতে না পারার আফশোস যাচ্ছে না ক্লাবের ম্যানেজার দেবাশিস বড়ুয়া, কোচ নজরুল বাবুদের। তবে পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ তাঁরা। প্রতিশ্রুতি দিয়ে গেলেন, সুযোগ পেলে ফের আসবেন।

প্রসূনের শপথ
ফুটবলের দুনিয়া থেকে দেশের প্রথম সাংসদ হিসাবে শপথ নিতে চলেছেন তিনি। এবং অর্জুন বিজয়ী জানালেন, জাতীয় দলের নীল ব্লেজারটা পরেই সংসদে শপথ বাক্য পাঠ করবেন। হাওড়া উপনির্বাচন জয়ী প্রসূন বন্দ্যোপাধ্যায় শনিবার মহাকরণে গিয়ে দেখা করেন ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী মদন মিত্রের সঙ্গে। জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই শপথ নেবেন বাংলায়। বলছিলেন, “মুখ্যমন্ত্রী আমাকে বাংলায় শপথ পাঠ করতে বলেছেন। তাই বাংলাতেই শপথ নেব। আর পরে যাব ভারতীয় ফুটবলারদের গর্বের নীল ব্লেজার আর সাদা প্যান্ট।”

সফল শিব, ব্যর্থ অর্জুন
শিব কপূর ও অর্জুন অটওয়াল। দ্বিতীয় রাউন্ডে হবহু এক স্কোর করা সত্ত্বেও ভারতীয় গল্ফের দুই তারকার দু’রকমের পরিণতি হল এ দিন। হেলসিঙ্কিতে ফিনিশ চ্যালেঞ্জ গল্ফে এক আন্ডার ৭১ স্কোর করে কাট নিশ্চিত করলেন শিব। কিন্তু নেভাদায় রেনো-টাহো ওপেনে সেই একই এক-আন্ডার ৭১ স্কোর করে কাট না পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অর্জুন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.