চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কোল ইন্ডিয়ার উত্পাদন সামান্য বাড়লেও কমেছে নিট মুনাফা। ওই সময়ে তা হয়েছে ৩,৭৩১.০৪ কোটি টাকা। যা আগের বছরের থেকে ১৬.৫২% কম। মোট মুনাফাও কমেছে ১০.০৮%। কয়লা উত্পাদনের পরিমাণ ১০ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টন, যা আগের বারের থেকে মাত্র ০.৪১% বেশি। মুনাফা বাড়াতে চলতি বছরে দাম বাড়ানোরও ইঙ্গিত দিয়েছে সংস্থা।
সংস্থার সিএমডি এস নরসিংহ রাও বলেন, ডিজেলের দাম বাড়ায় উত্পাদন খরচ বাড়া ও বেতন বৃদ্ধির জন্য অতিরিক্ত খরচের ভার বহন করতে গিয়েই টান পড়েছে মুনাফায়। এ ছাড়া প্রথম ত্রৈমাসিকে বৈদ্যুতিন নিলাম থেকে আয়ও কম হয়েছে। আগের বারের থেকে প্রথম ত্রৈমাসিকে সংস্থার মোট খরচ বেড়েছে ১০৫০ কোটি। এর মধ্যে ৭৫৮ কোটিই খরচ হয়েছে কর্মীদের বেতন বদ্ধি এবং ডিজেলের দাম বাড়ার কারণে।
চলতি বছরের বাকি সময়ে কী ভাবে চাকা ঘোরাবেন সংস্থা কর্তৃপক্ষ? প্রশ্নের উত্তরে রাও বলেন, উত্পাদন বাড়ানোর উপর বিশেষ জোর দেবেন তাঁরা। এ ছাড়া কয়লার দাম বাড়ানোর কথাও ভাবা হতে পারে বলে তাঁর ইঙ্গিত। চলতি অর্থবর্ষে ৪৮.২০ কোটি টন উত্পাদন লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। এ জন্য বছরের বাকি সময়ে আগের বারের থেকে ৭% বেশি উত্পাদন বাড়াতে হবে।
|
বেঙ্গালুরুতে ‘টাকো বেল’ নামে চটজলদি মেক্সিকান খাবারের রেস্তোরাঁ খুলল ইয়াম! রেস্টুর্যান্টস। ভারতে এটি তাদের ৫০০তম এবং চতুর্থ টাকো বেল রেস্তোরাঁ। উল্লেখ্য, পিত্জা হাট এবং কেএফসি-ও রয়েছে ইয়ামের নিয়ন্ত্রণে। |