বিনোদন হাসনাত-ডায়ানা প্রেমের উষ্ণতা
ধরা দেবে পর্দায়
মৃত্যুর ষোলো বছর পর ফিরছেন যুবরানি ডায়ানা।
ফিরছেন রুপোলি পর্দায়। যুবরানির ছকভাঙা জীবনের ওঠা-পড়া, ভাঙা-গড়া সবটুকু নিয়ে ছবির গল্প। ছবির নাম ‘ডায়ানা’। নামভূমিকায় ব্রিটিশ-অস্ট্রেলীয় অভিনেত্রী নাওমি ওয়াটস। তিনিই জানালেন, রুপোলি পর্দায় ডায়ানা-ম্যাজিক তৈরি করতে ঠিক কতটা পরিশ্রম করতে হয়েছিল তাঁকে। তবে পাকিস্তানি শল্যচিকিৎসক হাসনাত খানের সঙ্গে ডায়ানার ঘনিষ্ঠতা পর্দায় ফুটিয়ে তুলতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন নাওমি।

যুবরানি ডায়ানা
একে ব্রিটেনের যুবরানি তায় মৃত্যুর ষোলো বছর পরও চরম জনপ্রিয়তা তাঁর। আপত্তিকর কিছু দেখালে চটতে পারে ডায়ানার ভক্তকুল। কিন্তু এ কথাও সত্যি যুবরাজ চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে হাসনাতের সঙ্গে ডায়ানার ঘনিষ্ঠ সম্পর্ক যুবরানির জীবনের ছবিটা কিছুটা হলেও বদলে দিয়েছিল। অন্তত তেমনই শোনা গিয়েছে প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা খানের কাছ থেকে। একটি প্রথম সারির বিদেশি ম্যাগাজিনের আগামী সংখ্যায় প্রকাশিত হতে চলেছে তাঁর বয়ান। সেখানেই লিখেছেন জেমাইমা, হাসনাতকে বিয়ে করতে কতটা আগ্রহী ছিলেন ডায়ানা। সম্পর্কে হাসনাত ইমরানের তুতো ভাই। তাই দু দু’বার পাকিস্তানে এসে জেমাইমার সঙ্গে কথা বলে গিয়েছিলেন ডায়ানা। জানতে চেয়েছিলেন, সাংস্কৃতিক ফারাক থাকা সত্ত্বেও কী ভাবে ইমরানের পরিবারে খাপ খাইয়ে নিয়েছিলেন জেমাইমা।
সবটাই হাসনাতকে বিয়ে করে পাকাপাকি ভাবে পাকিস্তানে থেকে যাওয়ার জন্য। তবে এ বিয়েতে বাদ সেধেছিলেন হাসনাত স্বয়ং। যদিও সম্পর্ক ভাঙেন ডায়ানা নিজে। আর তার পরেই ডোড়ি আল ফায়েদের সঙ্গে জড়িয়ে পড়েন নতুন সম্পর্কে। সে সম্পর্কে অবশ্য অনেক বেশি নির্ভরতা ছিল যুবরানির। তবে ডায়ানার ঘনিষ্ঠমহলের কারও কারও ধারণা, আল ফায়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরও হাসনাতকে ভুলতে পারেননি তিনি।

নাওমি ওয়াটস
সেই ঘনিষ্ঠতাকে পর্দায় ফুটিয়ে তোলা বড়সড় চ্যালেঞ্জ বলে মানছেন নাওমি।
হাসনাত-ডায়ানার শরীরী মিলন খুব খোলাখুলি ভাবে পর্দায় দেখানো অসম্ভব। কিন্তু সে সম্পর্কের উষ্ণতা যাতে দর্শকরা অনুভব করতে পারেন, সে দিকটাও ভাবা হয়েছে। কোথাও দেখানো হয়েছে একই চাদরের ভিতরে একে অপরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছেন হাসনাত-ডায়ানা। কোথাও বা আবার দেখানো হয়েছে খাটের উপরে সিগারেট ধরিয়েছেন হাসনাত। পাশেই বিরক্ত ডায়ানার উক্তি, “যৌন সঙ্গমের পরে কেন সব ধূমপায়ীই সিগারেট খায়?” ব্যস, ওটুকুই। বাকিটা দর্শকের অনুমান-ক্ষমতার উপর ছেড়ে দেওয়া হয়েছে।
তবে ভয় কাটছে না কিছুতেই। নাওমির বয়ানে, “কেউ কেউ আমায় বলেছিল তুমি কেন এটা করছ? তোমায় দেখতে ও রকম নয়। তোমার নাক ও রকম নয়। চলন-বলন, উচ্চতা কিছুই মেলে না।” সে সব শুনে প্রথমে ডায়ানার চরিত্র প্রত্যাখ্যান করেছিলেন তিনি। সে উদ্বেগের খানিকটা অবশ্য কেটে গিয়েছে শ্যুটিংয়ের সময়। কিন্তু ৫ সেপ্টেম্বর লন্ডনে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। ২০ সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পাবে সেটি।
পরীক্ষাটা সেখানেই। অস্কারের জন্য মনোনীত অভিনেত্রী প্রথাভাঙা যুবরানিকে ঠিক কতটা ফুটিয়ে তুলতে পারলেন, জানা যাবে তখনই।


পরবর্তী ছবির প্রচারে দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খান। ছবি: পিটিআই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.