হড়পা বানে ভেসে গেল পাকিস্তানের কিছু এলাকা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কয়েক দিন ধরে টানা বৃষ্টির ফলে শুক্রবার ও শনিবার খাইবার পাখতুনখোয়া-সহ বেশ কয়েকটি উপজাতি-অধ্যুষিত এলাকায় বন্যা ও ধস নামে। এতে মৃত্যু হয়েছে অন্তত ২৯ জনের। আহত ৫০-এর ওপর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, শনিবার সকাল থেকে করাচিতে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
|
বাবার পেশা ব্রিটেনের রাজকুমার। মা রাজবধূ। শংসাপত্রটি ব্রিটেনের নতুন অতিথি রাজপুত্র জর্জের। ব্রিটিশ সেনাবাহিনীর হেলিকপ্টার পাইলট উইলিয়াম। যদিও শংসাপত্রে শুধু রাজকুমার লিখতেই স্বচ্ছন্দবোধ করেছেন তাঁরা। কেটও সাধারণত নিজেকে রাজবধূ না বলে ‘ডাচেস অফ কেমব্রিজ’ বলেন। বিয়ের সময় দিদিশাশুড়ি রানি দ্বিতীয় এলিজাবেথের থেকে এই উপাধি পেয়েছিলেন। |