ভারতীয় কনসুলেটের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও গুলিবৃষ্টিতে মৃত্যু হল ৮ শিশু-সহ অন্তত ১২ জনের। আজ জালালাবাদের ওই ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েক জন মহিলা ও
তিন জন পুলিশও রয়েছেন। জখম তিরিশেরও বেশি। শনিবার রাত পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠীই এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তির আইএসআই মদতপুষ্ট হক্কানি গোষ্ঠীর জঙ্গিদের দিকে।
শনিবার সকাল ১০টা। জালালাবাদে ভারতীয় কনসুলেটের সামনে ভিসা আবেদনকারীদের লম্বা লাইন। হঠাৎই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দ্রুত গতিতে এসে ধাক্কা মারল কনসুলেট সংলগ্ন চেকপোস্টটিতে। তিন জঙ্গি ছিল সেই গাড়িতে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিস্ফোরণের পাশাপাশি আশপাশ আর এক দল জঙ্গি গুলি চালাতে শুরু করে। ঘণ্টাখানেকের গুলির লড়াইয়ে নিহত হন তিন পুলিশকর্মী।
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবারের এই ঘটনায় কোনও ভারতীয়ের মৃত্যু হয়নি। জখমও হননি কেউ। বিস্ফোরণে কনসুলেট অফিসটিরও সে রকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বরং জঙ্গি হানার শিকার হয়েছেন স্থানীয়রাই। বিস্ফোরণে যে ৮ শিশুর মৃত্যু হয়েছে, সে সময় কনসুলেট সংলগ্ন একটি মসজিদে ধর্মীয় পাঠ নিচ্ছিল তারা। |
এর আগে ২০০৮ ও ২০০৯ সালে কাবুলে ভারতীয় দূতাবাসে দু’-দু’বার হানা দেয় হক্কানি গোষ্ঠীর জঙ্গিরা। ২০০৭ সালে জালালাবাদের কনসুলেটটিতেও হানা দেয় তারা। মৃত্যু হয় বহু মানুষের। সরকারি সূত্রের খবর, ভারতীয় কূটনীতিকদের উপর হামলার আশঙ্কা করে গত সপ্তাহেই দিল্লির এক তদন্তকারী দল কাবুল সফরে গিয়েছিলেন। জালালাবাদ পুলিশকে সতর্কও করেছিলেন তাঁরা।
বিস্ফোরণের জেরে ঘটনাস্থল সংলগ্ন বহু বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত সংলগ্ন মসজিদটিও। জালালাবাদ সিভিল হাসপাতালের ডিরেক্টর হুমায়ুন জাহির জানিয়েছেন, এই মুহূর্তে বিস্ফোরণে জখম প্রায় জনা কুড়ি ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে ফেলেছে আফগান নিরাপত্তা বাহিনী। আশপাশের রাস্তাগুলিও আটকে দেওয়া হয়েছে। শনিবার সন্ধে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র সঈদ আকবরুদ্দিন বলেন, “এই ঘটনা আফগান মাটিতে ভারতীয় স্বার্থের উপরই পরোক্ষ আক্রমণ। পিছু হটার কোনও প্রশ্নই নেই। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে যথাসাধ্য সাহায্যের প্রতিশ্রুতির একটুও নড়চড় হবে না।” আকবরুদ্দিন মনে করেন, জালালাবাদে জঙ্গি হানার ঘটনা ফের মনে করিয়ে দিল, আফগানিস্তানের শান্তির পথে মূল বাধা সন্ত্রাস। পরে ভারতীয় কনসুলেট রক্ষায় আফগান নিরাপত্তাবাহিনীর প্রশংসা করতে আফগান বিদেশমন্ত্রী জালমে রসুলকে ফোন করেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। |