কংগ্রেসের স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
খড়িবাড়ি ব্লক স্বাস্থকেন্দ্রের হাল ফেরানোর দাবি তুলে এদিন ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে গিয়ে তাঁকে স্মারকলিপি দিল ফাঁসিদেওয়া বিধানসভা যুব কংগ্রেস। শুক্রবার বিকেলে বিএমওএইচের দফতরে গিয়ে আটদফা দাবি পেশ করেন প্রায় ৫০ জন যুব কংগ্রেস কর্মী। তার মধ্যে চিকিৎসকের ঘাটতি, চতুর্থ শ্রেণির কর্মচারী বাড়ানো, হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো সহ একাধিক দাবি তুলে ধরেন। বিএমওএইচ জয়ন্ত হাঁসদা বিষয়টি খতিয়ে দেখার ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন। তবে দাবির বিষয়গুলি সবগুলি ঠিক নয় বলে মনে করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক। চিকিৎসক ঘাটতি ও চতুর্থ শ্রেণির কর্মী সংখ্যা কম থাকার বিষয়টি তিনি স্বীকার করে নিয়েছেন। সুবীরবাবু বলেন, “খড়িবাড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বতর্মানে ৫ জন চিকিৎসক রয়েছেন। আরও দুজন দরকার রয়েছে। শূন্যস্থান পূরণের আবেদন রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ করার ব্যপারে সবুজ সংকেত এসে গিয়েছে। খুব শীঘ্রই কয়েকজন কর্মী নিয়োগ করা হবে।” যুব কংগ্রেসের ফাঁসিদেওয়া বিধানসভার সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, “আমরা হাসপাতালের সমস্যার বিষয়গুলি নিয়ে দীর্ঘদিন দাবি জানিয়ে আসছি। ফল না হওয়ায় আজ স্মারকলিপি দিলাম। কাজ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। খড়িবাড়ি স্বাস্থ্যকেন্দ্রের সিক নিউ বর্ন কেয়ার ইউনিট কাজ করছে না বলে অভিযোগ ওঠে। অভিযোগ তোলা হয় হাসপাতালের পরিবেশ নিয়েও। যদিও জেলা স্বাস্থ্য আধিকারিক জানান, এখানে নিউ বর্ন কেয়ার নয় নিউবর্ন স্টেরিলাইজিং ইউনিট আছে। কাজ না করার কথা নয়। অন্য বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।
|
এডস-আক্রান্তদের চিকিৎসায় ক্লিনিক
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
এডস আক্রান্তদের চিকিৎসার জন্য কোচবিহার জেলা হাসপাতালে একটি বিশেষ ক্লিনিক শুরু হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলা এমজেএন হাসপাতালে কয়েকটি ঘর সংস্কার করে ওই ক্লিনিক চালু করা হবে। চলতি সপ্তাহেই রাজ্য স্বাস্থ্য দফতরের যুগ্ম অধিকর্তার নেতৃত্বে এক প্রতিনিধি দল হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরে ওই ক্লিনিক শুরু হতে পারে। কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভাশিস সাহা বলেন, “এইচআইভি আক্রান্তদের উন্নত পরিষেবা দেওয়ার কথা মাথায় রেখে, ওই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার একমাসের মধ্যে ক্লিনিক চালু করা সম্ভব হবে।” অ্যান্টি রেট্রো ভাইরাল থেরাপি ক্লিনিক (এআরটি) নামে পরিচিত ক্লিনিকটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগে থেকেই রয়েছে। এবার কোচবিহারের এমজেএন হাসপাতালে ওই ক্লিনিক চালু হতে চলেছে। ক্লিনিক চালু হলে কোচবিহার ও লাগোয়া কিছু এলাকার এডস আক্রান্তদের চিকিৎসার জন্য শিলিগুড়িতে যেতে হবে না বলেই স্বাস্থ্য দফতর জানিয়েছে। হাসপাতাল সূত্রের খবর এমজেএন হাসপাতালের অব্যবহৃত ছয়টি ঘর সংস্কার করে ওই ক্লিনিক চালুর পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক ভাবে প্রায় তিন লক্ষ টাকার প্রকল্প তৈরি। বরাদ্দ মিললেই সংস্কার শুরু হবে। হাসপাতাল সুপার জয়দেব বর্মন বলেন, “পরিকাঠামো দেখে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন। আশা করছি খুব শীঘ্রই চূড়ান্ত ছাড়পত্র চলে আসবে।”
|
ফের অসুস্থ ৯ স্কুল পড়ুয়া
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফের স্কুলের নলকূপের জল পান করে অসুস্থ হয়ে পড়ল ছাত্রছাত্রীরা। অসুস্থ ৯ জন ছাত্রছাত্রীকে ভর্তি করা হয়েছে সবং হাসপাতালে। সকলেই চিকিত্সাধীন। সবংয়ের বিডিও কৌশিক চট্টোপাধ্যায় বলেন, “জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। কেন এমন হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, উদ্বেগের কিছু নেই।” শুক্রবার সবংয়ের খোড়াই জুনিয়র হাইস্কুলের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যও ছড়ায়। উল্লেখ্য, বৃহস্পতিবার সবংয়েরই আমদা গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে একই রকম ঘটনা ঘটে। স্কুলের নলকূপের জল পান করে অসুস্থ হয়ে পড়ে ৭ জন ছাত্রছাত্রী। শুক্রবার যে ৯ জন অসুস্থ হয়েছে, তাদের মধ্যে রয়েছে সুমিত্রা সামুই, অপর্ণা মাইতি। অপর্ণার বাবা চন্দন মাইতির কথায়, “এমন ঘটনা আগে ঘটেনি। স্কুলের নলকূপের জল পরীক্ষা করে দেখা উচিত।” ঘটনার পর এলাকায় মেডিক্যাল টিম যায়। হাসপাতাল সূত্রে খবর, চিকিত্সাধীন সকলেরই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
পুরনো খবর: স্কুলের জলে অসুস্থ পড়ুয়ারা |