টুকরো খবর
আইনি প্রক্রিয়াই চূড়ান্ত: মুকুল
নান্টু পালের চেয়ারম্যান এবং কাউন্সিলর পদ খারিজের দাবিতে উচ্চ আদালতে মামলা হয়েছে। সেই মামলা চলছে। ওই প্রক্রিয়া অনুযায়ী যা হবে সেটাই চূড়ান্ত বলে জানালেন তৃণমূল নেতৃত্ব। শুক্রবার শিলিগুড়ির দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে এ কথা জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তিনি বলেন, “নান্টু পালের ব্যাপারে কিছু আইনি প্রক্রিয়া চলছে বলে শুনেছি। সেই অনুযায়ী যা হবে সেটাই চূড়ান্ত।” শিলিগুড়ি পুরসভার চেয়ারমান নান্টুবাবু স্বেচ্ছায় ওই পদ এবং কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ান, এমনটাই চাইছেন দলের একাংশ। তবে দলের তরফে তাঁকে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তিনি বলেন, “দলের নির্দেশ পেলে ছেড়ে দেব।” অবৈধ ভাবে চেয়ারম্যান নির্বাচন নিয়ে অভিযোগ তুলে নান্টুবাবুর পদত্যাগ দাবি করে বামেরা। কংগ্রেসের কাউন্সিলরদের তরফে মেয়র উচ্চ আদালতে মামলাও করেছেন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে কাউন্সিলর পদ খারিজের আবেদন করা হয়। আদালতের নির্দেশে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার উভয়পক্ষের বক্তব্য শুনে নান্টুবাবুর কাউন্সিলর পদ খারিজের নির্দেশ দেন। এর পরেই নান্টুবাবু সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে আবেদন করেন। পুরসচিব জি গোপালিকা ওই নির্দেশে স্থগিতাদেশ দেন। মেয়র তার বিরুদ্ধে ফের উচ্চ আদালতে যান। সেই মামলাও চলছে।

পুরনো খবর:
অধ্যক্ষকে ঘেরাও
নিয়মিত পঠনপাঠন-সহ একাধিক দাবিতে কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার সকাল ১১টা থেকে আলিপুরদুয়ার কলেজের অধ্যক্ষকে তার চেম্বারে ঘেরাও করে রাখে তৃনমূল ছাত্র পরিষদের সদস্যরা। কলেজের অধ্যক্ষ সুব্রত পঞ্চানন জানান, কলেজে নিয়মিত ক্লাসের দাবি, শিক্ষকদের উপস্থিতি ও কলেজের ক্লাস রুমে অসমাজিক কাজ নিয়ে মূলত অভিযোগ ছাত্র সংগঠনটির। শিক্ষকেরা অবশ্য জানিয়েছে, অধিকাংশ সময়ে ছাত্ররাই ক্লাসে থাকে না। বাকি অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সম্পাদক সমীর ঘোষ জানান, গত বুধবার থেকে কলেজের দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু কথা থাকলেও এখনও তা শুরু হয়নি। ছাত্রছাত্রীরা এসে ঘুরে যাচ্ছে। শিক্ষকেরা কলেজের হাজিরা খাতায় মর্জিমত আসছেন। অনেকে কলেজে এসে প্রাইভেট টিউশন করতে চলে যাচ্ছেন। অধ্যক্ষ চুপচাপ বসে থাকছেন। কর্মাস ও কলা বিভাগের অনার্সের ক্লাস হয় না। কলেজে অসামাজিক কাজও হচ্ছে। সম্প্রতি একটি ঘর থেকে মদের বোতাল মিলেছে। যতক্ষণ না অধ্যক্ষ পদক্ষেপ করছেন ততক্ষণ আন্দোলন চলবে।

নিত্য যানজটে ক্ষুব্ধ পুরবাসী
কোথাও রাস্তা দখল করে যানবাহন দাঁড়িয়ে থাকে, কোথাও রাস্তা দখল দোকান বসেছে। ফুটপাত বলেও কিছু নেই শহরে। যানজট নিত্যদিনের ঘটনা তুফানগঞ্জ এলাকায়। যানজটে বিরক্ত বাসিন্দারা অভিযোগ করেন, যানজট সমস্যার সমাধানের পরিবর্তে পুলিশ এবং প্রশাসনের মধ্যে টানাপোড়েনেই সমস্যা আটকে রয়েছে। তুফানগঞ্জ শহরের থানা মোড় থেকে মসজিদ মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় যানজট লেগেই রয়েছে। ব্যস্ততম ওই রাস্তায় নির্দিষ্ট স্টপ ছাড়াও খেয়ালখুশি মতো বিভিন্ন বেসরকারি বাস দাঁড়িয়ে যায় বলে। পাশাপাশি ভুটভুটির এবং রিকশার সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে। সেই তুলনায় রাস্তা সম্প্রসারণ না হওয়ায় যানজট স্বাভাবিক ঘটনা বলে বাসিন্দারা মনে করছেন। শহরের এনবিএসটিসি স্ট্যান্ড লাগোয়া রাস্তা ও হাসপাতাল মোড় থেকে মদনমোহন বাড়ি সংলগ্ন রাস্তারও প্রায় একই অবস্থা। তুফানগঞ্জ শহর থেকে বিভিন্ন বাস মদনমোহন বাড়ি লাগোয়া রাস্তা ধরে জাতীয় সড়কে গিয়ে কোচবিহার বা বক্সিরহাটের দিকে যায়। কিন্তু ওই রাস্তায় শহরের সবচেয়ে বড় সবজি বাজার বসে। সোম এবং বৃহস্পতিবার যানজট তীব্র আকার নেয়। তুফানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির কর্তা সজল সরকার বলেছেন, “মসজিদ মোড়ে ট্রাফিক পুলিশ দিয়ে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে না। শহরের মেইন রোড সম্প্রসারণ করে ডিভাইডার বসানোর দাবি করা হলেও, কাজ হয়নি। পরিকল্পিতভাবে বাজার গড়ার ব্যাপারে পুরসভা উদাসীন। আন্দোলন শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।” পুলিশ এবং পুর কর্তৃপক্ষ সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান সুভাষ ভাওয়াল বলেন, “পুরসভার পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রশাসন উদ্যোগ নিলে আমরা সবরকম সাহায্য করব। শহরের উন্নয়নে প্রায় আড়াই কোটি টাকার পরিকল্পনা হয়েছে। ওই বিষয়ে পুর দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

প্ররোচনায় ধৃত স্বামী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচণা দেওয়ার অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি থানার কিলকোট চা বাগানে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে অঞ্জলি মাহালি (১৯)। তাঁর বাড়ি কিলকোট চা বাগানের মাদ্রাজি লাইনে নিজের বাপের বাড়িতে অগ্নিদগ্ধ হন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ধৃতের নাম সন্দীপ মাহালির। মৃতার মা সঙ্গীতা মাহালি মেয়েকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ দায়ের করেন। সন্দীপ এবং অঞ্জলি দুজনেই ভিনরাজ্যে কাজ করেন। সম্প্রতি হরিয়াণা থেকে ফেরার পর দুজনের মধ্যে পারিবারিক কারণে বিবাদ হয়। অঞ্জলিদেবী বাপের বাড়ি চলে যান।

প্ররোচনায় ধৃত স্বামী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচণা দেওয়ার অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি থানার কিলকোট চা বাগানে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে অঞ্জলি মাহালি (১৯)। তাঁর বাড়ি কিলকোট চা বাগানের মাদ্রাজি লাইনে নিজের বাপের বাড়িতে অগ্নিদগ্ধ হন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ধৃতের নাম সন্দীপ মাহালির। মৃতার মা সঙ্গীতা মাহালি মেয়েকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ দায়ের করেন। সন্দীপ এবং অঞ্জলি দুজনেই ভিনরাজ্যে কাজ করেন। সম্প্রতি হরিয়াণা থেকে ফেরার পর দুজনের মধ্যে পারিবারিক কারণে বিবাদ হয়। অঞ্জলিদেবী বাপের বাড়ি চলে যান।

পুরসভায় একা লড়বে কংগ্রেস
বিগত পুরবোর্ডের উন্নয়নকে সামনে রেখে আসন্ন পুরভোটে একাই লড়বে কংগ্রেস। শুক্রবার আলিপুরদুয়ার কলেজ হল্ট এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ওই ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার। ছিলেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা টাউন ব্লক কংগ্রেসের সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়ও। বিশ্বরঞ্জনবাবু বলেন, “পঞ্চায়েতে কংগ্রেস জেলায় ভাল ফল করেছে। তৃণমূল সেভাবে কিছুই করতে পারেনি। গতবার ২০টি আসনের মধ্যে এককভাবে ৮ এবং কংগ্রেস সমর্থিত নির্দল ১টি আসন জিতেছিলেন। এবার একাই লড়ব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.