কড়া নেড়ে ‘মা’ ডেকে ঘরে ঢুকে লুঠপাট করল দুষ্কৃতীরা। অভিনব এই লুঠপাটের কায়দায় অবাক পুলিশের তদন্তকারীরাও। ঘটনাস্থল নৈহাটির দেউল পাড়া।
পুলিশ জানিয়েছে, কমল দাস নামে এক সবজি বিক্রেতার বাড়িতে এ দিন চড়াও হয় চার দুষ্কৃতী। কমলবাবু প্রতিদিনের মতো ভোরবেলা সবজি বিক্রি করতে বাজারে চলে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন তাঁর বৃদ্ধা মা পুষ্পদেবী। পুষ্পদেবী বলেন, “ছেলের গলা নকল করে দরজার বাইরে থেকে কে যেন মা মা বলে ডাকল। আমি ভাবলাম ছেলে বোধহয় কোনও কিছু ভুলে ফেলে গিয়েছে বলে ফিরে এসেছে। দরজা খুলতেই চারজন ঘরে ঢুকে পড়ল। সবার মুখ বাঁধা ছিল। আমাকে ধারালো অস্ত্র দেখিয়ে সোনার কানের দুল আর নগদ টাকা নিয়ে পালাল।” পুলিশ জানিয়েছে, বাড়িতে সবজি কেনার জন্য চার হাজার টাকা ছিল। দুষ্কৃতীরা সেই টাকাই নিয়ে গিয়েছে। ভোরবেলা ঘটনাটি ঘটায় প্রতিবেশীরাও বুঝতে পারেননি। পুষ্পদেবী ভয় পেয়ে যাওয়ায় চিৎকার চেঁচামেচিও করেননি। দুষ্কৃতীরা পালিয়ে যেতে তিনি লোকজনকে ডাকাডাকি করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুষ্কৃতীরা কমলবাবুর পরিচিত। আক্রোশবশত এই ঘটনা ঘটিয়েছে।
|
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মাথা ফাটানোর অভিযোগ উঠল তারই এক সহপাঠীর বিরুদ্ধে। শুক্রবার দুপুরে বনগাঁ হাইস্কুলের ঘটনা। জখম ছাত্রের মা বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন, অভিযুক্ত ছাত্র ক্লাস চলাকালীন ধাক্কা তাঁর ছেলেকে ধাক্কা মারলে দেওয়ালে তার মাথা ঠুকে যায়। তার মাথায় একটি সেলাই পড়েছে। ওই ছাত্রের মায়ের আরও দাবি, বিষয়টি স্কুলে জানাতে গেলে এক পার্শ্বশিক্ষক তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে তাঁদের স্কুল থেকে তাড়িয়ে দিয়েছেন।
স্কুলের প্রধান শিক্ষক দিলীপ ঘোষ বলেন, “ঘটনার পর স্কুলের শিক্ষকেরাই ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যান। শনিবার দুই ছাত্রের অভিভাবককেই স্কুলে ডাকা হয়েছে। আলোচনা করে সমস্যা মেটানো হবে। কোনও শিক্ষক দুর্ব্যবহার করেছেন বলে শুনিনি।”
|
পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ। তাঁর নাম আনসার আলি। বৃহস্পতিবার বিকেলে ছয়ানি গ্রামের ঘটনা। শুক্রবার বসিরহাট এসিজেএম আদালতে বিচারক ধৃতের চোদ্দ দিনের জেল হাজত হয়েছে। পুলিশ জানায়, কয়েক দিন ধরে অসুস্থতার কারণে মেয়েটির মা মিনাখাঁ হাসপাতালে ভর্তি। তাঁকে দেখাশোনার জন্য মেয়েটির মাসি তাঁদের বাড়ি এসেছিলেন। এ দিন বিকেলে মেয়েটিকে একা রেখে তাঁর মাসি দিদিকে দেখতে হাসপাতালে যান। সে সময় মা কেমন আছেন, জানার অছিলায় মেয়েটির বাড়িতে আসে ওই গ্রামেরই বাসিন্দা আনসার। সে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যে মাসি বাড়ি ফিরে আসেন। আনসারকে হাতেনাতে ধরেও ফেলেন তিনি। কিন্তু প্রতিবেশীদের ডাকার সময়েই হাত ছাড়িয়ে পালায় সে। পরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। রাতে পুলিশ আনসারকে গ্রেফতার করে।
|
এক হেরোইন পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে হাবরা থানার পুলিশ স্থানীয় জয়গাছি এলাকা থেকে মধুসূদন পাল নামে এক পাচারকারীকে গ্রেফতার করে। তার বাড়ি বনগাঁর খলিতপুরে। তার কাছ থেকে প্রায় এক লক্ষ টাকার হেরোইন উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, সে চার বছর আগে থেকে জয়গাছিতে থাকতে শুরু করে। বাসিন্দাদের দাবি, ধৃতের স্ত্রী এই ব্যাপারে পুলিশকে সাহায্য করেছেন। তাঁরা অবশ্য এক সঙ্গে থাকতেন না। |
রাজ্য মানবাধিকার কমিশনের তলব পেয়েও সোমবার হাজির হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। কামদুনির ঘটনার পরে সেখানে সামাজিক নিরাপত্তার বন্দোবস্ত করা এবং মানুষের আস্থা ফেরাতে কী করছে রাজ্য সরকার? জবাব চেয়ে সোমবার স্বরাষ্ট্রসচিবকে তলব করেছিল ওই কমিশন। কিন্তু স্বরাষ্ট্রসচিব যাচ্ছেন না। এক সরকারি মুখপাত্র জানান, ৫ অগস্ট বারাসত থানা ভেঙে নতুন তিনটি থানার উদ্বোধন হবে। স্বরাষ্ট্রসচিব সেই কাজে ব্যস্ত থাকবেন। কমিশন যদি অন্য দিন তাঁকে ডেকে পাঠায়, তিনি যেতে পারেন বলে সূত্রের খবর। |