|
|
|
|
|
|
|
নানা রকম ১... |
|
সঙ্গীত-রূপান্তরে ‘জার্নি’
গানে ও সুরে সমাধানের পথ। জি ডি বিড়লা সভাঘরে। লিখছেন বিপ্লবকুমার ঘোষ। |
সমাজ বিষিয়ে উঠছে। নারী নির্যাতনের নানা ঘটনাও এখন বড় ভাবিয়ে তুলেছে। পৃথিবী জুড়েই বিপর্যয়ের পালা চলছে। এক দিকে খরা বন্যা বা ভূমিকম্প, অন্য দিকে ভ্রষ্টাচার, অশিক্ষা ও দারিদ্র। কিন্তু এমন সমস্যা থেকে পরিত্রাণের কি কোনও পথ নেই? অন্য দিকে পৃথিবী জুড়ে যে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে তার অবসান হবে কবে? এমন প্রশ্নের পাশাপাশি জীবনও যেন বইছে নদীর মতো। কিন্তু ‘ক্রাইসিস’কে উপেক্ষা করে এই স্বাভাবিক বয়ে চলা খুবই কষ্টকর ও কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তার সমাধানের পথ যদি হয় সঙ্গীত, তবে সে তো মানুষেরই হাতের মুঠোয়। ঢাক-ঢোলের আওয়াজ ছেড়ে ক্রমশ এগিয়ে চলা, লঘু সঙ্গীত ছেড়ে শাস্ত্রীয় সঙ্গীতের ভেলায় ভেসে যাওয়া। তারও পরে বিদেশি সঙ্গীতের সুরে নিজেকে ভাসিয়ে দেওয়া। সঙ্গীতের রূপান্তর। তবে রবীন্দ্রনাথকে ভুলে গিয়ে নয়। মূল ভাবধারায় তাঁর সৃষ্টিও সেই ‘জার্নি’কে আরও গতিশীল করবে নিঃসন্দেহে। |
|
রাগ অনুরাগ মিউজিক রিসার্চ অ্যাকাডেমি ‘ক্রাইসিস’ কাটাবার পথ খুঁজতে গিয়ে নিয়ে এসেছেন বিভিন্ন সঙ্গীতের ধারা। কিন্তু অন্য ভাবে। সুরের মূর্ছনায় মানুষের অন্তরে যেটুকু নির্যাস দেওয়া গেছে, এ বার সেই পথেরও পরিবর্তন আনছেন উদ্যোক্তারা। যেমন? এ বারের সুর-বৈচিত্রে সঙ্গী হবে ‘জার্নি’। অর্থাৎ মানসিক পরিবর্তনের জন্য যে যে সঙ্গীতে শ্রোতারা অনেকটা পথ পেরিয়ে এসেছেন, তার সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে আরও কিছু পাশ্চাত্য সুরের ধারা। মূল উদ্যোক্তা স্মৃতি লালার কথায়, “গত কয়েক বছর এক নাগাড়ে দেশ বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে মনে হয়েছে, এর পরিধি আরও বাড়াতে হবে। সমাধানের শেষ সীমানায় পৌঁছতে বিদেশের কিছু প্রচলিত সুরকেও জুড়তে হবে। তাই নাম দিয়েছি জার্নি।”
‘জার্নি’ও কি থেকে যাবে সপ্তসুরের সীমাবদ্ধতায়? না। সপ্তসুরের গণ্ডি পেরোবে আরও। “সুরেরও বৈচিত্র আছে। কী দেশীয় সঙ্গীতে, কী পাশ্চাত্য সঙ্গীতে। কেউ কাউকে ছেড়ে এগোতে পারে না,” দাবি স্মৃতি লালার। তবে সেই প্রয়োগ অত্যন্ত কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। কিন্তু আমাদের দেশে বা এমন পরিবেশে তা কি দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব? ইতিমধ্যেই আশায় বুক বেঁধেছেন উদ্যোক্তারা।
আলো ও মঞ্চের নানা প্রয়োগে এই পরীক্ষামূলক সংগীতালেখ্যটির শুভ সূচনা করবেন রাজ্যপাল এম কে নারায়ণন। ৩১ অগস্ট, শনিবার। জি ডি বিড়লা সভাঘরে। |
|
|
|
|
|