টুকরো খবর |
পশ্চিমে বাতিল প্রায় ৬৩ হাজার ভোট
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
|
জেলা পরিষদের মতো আসনে যেখানে ১০০-২০০ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নিশ্চিত হয়, সেখানে এ বার সব মিলিয়ে প্রায় ৬৩ হাজার ভোট বাতিল হয়েছে। জেলা পরিষদ আসনে ভোটের নিরিখেই এই পরিসংখ্যান উঠে এসেছে। পশ্চিম মেদিনীপুরে এ বার মোট ভোটার ছিলেন ৩৪ লক্ষ ৭৬ হাজার ৮৪১ জন। এর মধ্যে ভোট দেন ২৯ লক্ষ ৯৬ হাজার ৬৩১ জন। এর মধ্যে আবার ৬৩ হাজার ২৩৪টি ভোট বাতিল হয়েছে। হিসেবে যা প্রদত্ত ভোটের ৪.৭৩ শতাংশ। অথচ, এ বার জেলা পরিষদের একটি আসনে মাত্র ৭৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নিশ্চিত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, এমনটা হয়েছে সবংয়ে। ওই এলাকার জেলা পরিষদের একটি আসনে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোর টক্করে সিপিএম প্রার্থী জেতেন ৭৭ ভোটের ব্যবধানে। জানা গিয়েছে, জেলা পরিষদের এই আসনে (২৫ নম্বর) প্রার্থী ছিলেন মোট ৫ জন। ভোটার ছিলেন ৫৩ হাজার ৯৩০ জন। এর মধ্যে ভোট দেন ৪৭ হাজার ৫০২ জন। ৭৩১টি ভোট বাতিল হয়। কংগ্রেস প্রার্থী পান ১৭ হাজার ২টি ভোট। সিপিএম প্রার্থীর ঝুলিতে যায় ১৭ হাজার ৭৯টি ভোট। অন্য দিকে, বিজেপি ৪৬৭টি, এসইউসি ২২৯টি এবং তৃণমূলের ঝুলিতে আসে ১১ হাজার ৯৯৪টি ভোট। বেশ কিছু আসনে ১ হাজারেরও বেশি ভোট বাতিল হয়েছে।
|
ছেলের হাতে বাবা খুন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ছেলের হাতে খুন হলেন বাবা। বৃহস্পতিবার রাতে ওই ঘটনাটি ঘটেছে রামনগর থানার সাবিত্রাপুরে। মৃতের নিহতের নাম পরমেশ্বর পাত্র (৫৫)। বাবাকে খুনের অভিযোগে পুলিশ তপন পাত্রকে বৃহস্পতিবার রাতেই ধরে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তপন প্রায়ই মদ্যপ অবস্থায় স্ত্রীর উপর অত্যাচার করত। তার বাবা এর প্রতিবাদ করলে সংসারে অশান্তি লেগেই থাকত। অন্য দিনের মত বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তপন মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর শুরু করলে ছেলের অত্যাচারের হাত থেকে বৌমাকে বাঁচাতে এগিয়ে যান পরমেশ্বরবাবু। বাবাকে এগিয়ে আসতে দেখে তপন মশলা বাটার শীল-নোড়া দিয়ে বাবার মাথায় মারে। ঘটনাস্থলেই মারা যান পরমেশ্বরবাবু। রামনগর থানার পুলিশ পরমেশ্বরবাবুর স্ত্রী বাসন্তী পাত্রের অভিযোগের ভিত্তিতে ছেলে তপনকে গ্রেফতার করে।
|
বাসের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাসের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে ময়নার চরণদাসচক গ্রামের কাছে ময়না-মেদিনীপুর রাজ্য সড়কে। মৃতের নাম মিলন ঘোড়াই (৪০)। বাড়ি দক্ষিণ চংরাচক গ্রামে। পেশায় কাঠের মিস্ত্রি মিলনবাবু এ দিন বিকেলে কাজ সেরে ময়না বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। চরনদাসচক গ্রামের কাছে মেদিনীপুর থেকে ময়নাগামী এক বাস তাঁর সাইকেলে ধাক্কা মারলে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ও পরে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার মেচেদা বাজারের এক হলের ভিতরে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই যুবকের দেহে আঘাতের কোনও চিহ্ন ছিল না। অনুমান অসুস্থতার জেরেই তাঁর মৃত্যু হয়েছে।
|
আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন পালন |
|
—নিজস্ব চিত্র। |
আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা আয়োজিত হল এগরায়। শুক্রবার এগরার আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্ম সার্ধশতবর্ষ সমিতি ঝাটুলাল হাইস্কুল ওই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ১৩টি স্কুলের ১৪টি দল যোগ দেয়। এ দিন স্কুল প্রাঙ্গনে প্রফুল্লচন্দ্রের মূর্তিতে মাল্যদান করা হয়। স্মরণসভাও অনুষ্ঠিত হয়। |
|