|
|
|
|
পুরসভার অনুষ্ঠানে বিরোধীরা ব্রাত্য, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বিরোধী কাউন্সিলারদের আমন্ত্রণ না জানিয়েই বার্ষিক উন্নয়নের খতিয়ান প্রকাশের অভিযোগ উঠল বাম পরিচালিত হলদিয়া পুরসভা বিরুদ্ধে। শুক্রবার পুরসভায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় ষষ্ঠদশ বর্ষের স্মারক পত্রিকা ‘প্রতিবর্ত’। বত্রিশ পাতার ওই পত্রিকায় মূলত ২০১২-১৩ অর্থবর্ষে পুর এলাকার নানা উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে মোট ৬২ কোটি ২৭ লক্ষ ১ হাজার টাকা খরচ দেখানো হয়েছে।
এ দিকে ওই পুস্তিকা প্রকাশের অনুষ্ঠানে তাঁদের ডাকা হয়নি বলে দাবি বিরোধী তৃণমূল কাউন্সিলরদের। প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন পুরসভার চতুর্থ বোর্ড গঠনের দিন থেকে বিভিন্ন সময়ে অস্থির হয়েছে পুরসভা। শাসক-বিরোধী উভয়পক্ষের তরফেই চলছে অসৌজন্যের রাজনীতি। ভাষা দিবসের দিনে তা কিছুটা মিটলেও পরে আবারও ফিরে এসেছে সেই রাজনীতি। পুরসভার একের পর এক বোর্ড মিটিং ঘিরে উত্তাল হয়ে ওঠে পুরসভা চত্ত্বর। তৃণমূলের লাগাতার আন্দোলনে পুরসভার কাজ বন্ধ থেকেছে দিনের পর দিন। চিঠি পেয়েও অধিকাংশ বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকেননি বিরোধী কাউন্সিলাররা। এ দিনও সে ভাবেই পুস্তিকা প্রকাশের অনুষ্ঠানে দেখা যায়নি কোনও তৃণমূল কাউন্সিলারকেই। পুস্তিকাটির প্রকাশ করেন বাম পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ। সঙ্গে ছিলেন উপ-পুরপ্রধান নারায়ণ প্রামাণিক-সহ অন্য বাম কাউন্সিলাররা। বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডলের দাবি, “আমাদের কোনও কাউন্সিলারকেই জানানো হয়নি। মনে হয় কারচুপি ঢাকতে ও আমাদের প্রশ্নের জবাব এড়াতেই ওই অনুষ্ঠানে আমাদের ডাকা হয়নি।” আমন্ত্রণ না জানানোর বিষয়টি স্বীকার করে পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ বলেন, “পুস্তিকাটি প্রতি বছর ৯ জুন আমরা প্রকাশ করি। তবে এ বছর নানা অস্থিরতায় দেরি হয়েছে। এ দিনের অনুষ্ঠানটি প্রতীকি মাত্র। কোনও কাউন্সিলারকেই আগে থেকে আমন্ত্রণ করা হয়নি।” |
|
|
|
|
|