টুকরো খবর
সিপিএম কর্মীর বাড়িতে হামলা
এক সিপিএম কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের লোকেদের বিরুদ্ধে। ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়ায় ডেবরা থানার রাধামোহনপুরের পদিমায়। অভিযোগ ওই রাতে আচমকা একদল তৃণমূলের লোক সিপিএম কর্মী রাজু দাসের বাড়িতে চড়াও হয়। ওই সিপিএম কর্মীর স্ত্রী বাধা দিতে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই নিয়ে ডেবরা থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বার ওই এলাকায় গ্রাম পঞ্চায়েতের আসন থেকে জিতেছেন তৃণমূলের সমীর গাঁতাইত। সিপিএমের ডেবরা জোনাল সম্পাদক প্রাণকৃষ্ণ মণ্ডল বলেন, “জয়ী তৃণমূল প্রার্থী নিজে হামলায় নেতৃত্ব দেন। বাড়িতে চড়াও হয়ে আমাদের কর্মীকে মারধর করেন। বাধা দিতে এসে তাঁর স্ত্রীও প্রহৃত হন। মহিলার সঙ্গে খারাপ আচরণ করে তৃণমূলের লোকেরা।” তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের ডেবরা ব্লক সভাপতি রতন দে’র বক্তব্য, “হামলা কিংবা মারধরের কোনও ঘটনা ঘটেনি। স্থানীয় বিবাদ থেকে একটা গোলমাল হয়েছে। গোলমালের সঙ্গে রাজনীতির যোগ নেই।” পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।

দার্জিলিঙের বধূ উদ্ধার দাঁতনের গ্রামে
দার্জিলিঙের বধূ উদ্ধার হল দাঁতনে। দিন তিনেক আগে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বড়া গ্রামে উদ্‌ভ্রান্ত অবস্থায় ঘুরতে দেখা যায় বছর ছাব্বিশের এক তরুণীকে। খবর পেয়ে মঙ্গলবার গ্রামে যান দাঁতন ১ ব্লকের বিডিও জ্যোতি ঘোষ, দাঁতন থানার আইসি মিহিরলাল নস্কর। ওই তরুণী পুলিশকে জানান, তাঁর নাম মঞ্জু মিনজ্‌া। শ্বশুরবাড়ি দার্জিলিঙের মালবাজার থানার বেতগুড়ি চা এস্টেটে। সেখানে যোগাযোগ করে জানা যায়, দিন কুড়ি আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন ওই বধূ। তবে, কী ভাবে তিনি এত দূর এলেন তা জানা যায়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মানসিক অসুস্থতার কারণে মঞ্জুদেবী মাঝে মধ্যেই বাড়ি থেকে পালিয়ে যান। শুক্রবার তাঁকে পরিবারের লোকেদের জিম্মায় দেওয়া হয়।

যানজট নিয়ে স্মারকলিপি
মেদিনীপুর শহরের স্কুলবাজার এলাকা যানজট মুক্ত করার দাবি জানিয়ে মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্তের দ্বারস্থ হল ১৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূলের এক প্রতিনিধিদল তাঁর কাছে স্মারকলিপি জমা দেয়। নেতৃত্বে ছিলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি ব্রজকিশোর কুণ্ডু। শহরে দিনের বেলায় ভারী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তা-ও পুলিশি নজরদারির ফাঁক গলে শহরে অবাধে ভারী গাড়ি চলাচল করে বলে অভিযোগ। ফলে, বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয়। তাই এলাকা যানজটমুক্ত করার পাশাপাশি স্কুলবাজারে শৌচাগার চালু করা, ভ্যাটগুলো নিয়মিত পরিষ্কার করা-সহ আরও কিছু দাবি জানানো হয়। দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেন মহকুমাশাসক।

নিখরচায় পড়ানোর উদ্যোগ শহরে
দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের নিখরচায় পড়ানোর আলাদা ব্যবস্থা করেছিলেন মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতন কর্তৃপক্ষ। অনেক ছাত্রছাত্রী জুটেছিল। নিখরচায় পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষকেরও অভাব হয়নি। তবে কর্তৃপক্ষের বিবাদেই এক সময় সাধু এই উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার স্কুলের সিপাইবাজার ক্যাম্পাসে ১১ জন ছাত্রছাত্রীকে নিয়ে ফের শুরু হল নিখরচায় পড়ানো। উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সম্পাদক প্রভাকর সেনগুপ্ত, প্রাক্তন সম্পাদক প্রবীর সরখেল, আইনজীবী শ্যামলেন্দু মাইতি প্রমুখ। নিখরচার ক্লাসে ছাত্রদের টিফিনের ব্যবস্থাও করা হবে। সব মিলিয়ে বছরে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা। স্কুল সম্পাদক প্রভাকরবাবু বলেন, “বিভিন্ন সংস্থা ও মানুষের থেকে সাহায্য নিয়েই আমরা এগোব।”

বধূর মৃত্যু, ধৃত স্বামী
বধূর অপমৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি খড়্গপুর শহরের ছোট ট্যাংরা এলাকার। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ফুলমণি সাঁতরা (৩০) নামে এক গৃহবধূ। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে গ্রেফতার করা হয় স্বামী রতন সাঁতরাকে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই গ্রেফতার। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নতুন সম্পাদক
মেদিনীপুর শহরের রাঙামাটি কিরণময়ী হাইস্কুলের পরিচালন কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন মধুসূদন গাঁতাইত। মধুসূদনবাবু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের (বালক) শিক্ষক। বুধবার পরিচালন কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.