টুকরো খবর |
‘টসে দেরি করে ক্রিকেটকে অসম্মান করেছিল সৌরভ’
নিজস্ব প্রতিবেদন |
|
সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেরিতে টস করতে নামার সেই ঘটনা এখনও তাঁর স্মৃতিতে ক্ষতের মতোই রয়ে গিয়েছে। ২০০১-এ ঐতিহাসিক ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে স্টিভ ওয়-কে টসের জন্য অপেক্ষা করিয়ে রেখে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সৌরভ। অস্ট্রেলিয়ায় তুমুল সমালোচনাও হয়েছিল তাঁর। ওই ঘটনার পর বেশ কয়েক বার স্টিভ নিজেই সৌরভের নিন্দা করেছিলেন। এখনও যে সেই ক্ষত শুকোয়নি, তা স্টিভের কথাতেই স্পষ্ট। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে সেই ঘটনার প্রসঙ্গ উঠতে স্টিভ সোজাসুজি বলেন, “সত্যি বলতে কী, সৌরভ সেই সিরিজে সব ম্যাচেই দেরিতে টস করতে নেমেছিল। এটা ওর ব্যাপার। আমার মনে হয় ও ক্রিকেটকেই অসম্মান করেছিল। আমাকে কিন্তু সে ভাবে আঘাত করেনি। ম্যাচ রেফারিই ওকে ঠিক সময়ে টস করতে নামতে বলে দিয়েছিলেন।” সে বার অস্ট্রেলিয়ার টানা ১৬ টেস্টে জয়ের দৌড় থামিয়ে ভারত ২-১ সিরিজ জিতে নেয়। সৌরভ চার বছর আগে অবশ্য এক টিভি অনুষ্ঠানে স্বীকার করেছিলেন, “ইচ্ছে করে নয়, যে ব্লেজার পরে টস করতে যাওয়ার কথা ছিল, সেটা খুঁজে পেতে দেরি হয়েছিল বলেই টসে যেতে দেরি হয়ে গিয়েছিল।” পরে স্টিভ তাঁর আত্মজীবনী ‘আউট অব মাই কমফর্ট জোন’-এ সেই ঘটনা প্রসঙ্গে লিখেছিলেন, তাঁর হিসেব অনুযায়ী সেই সিরিজে সৌরভ সাত বার টস করতে নামতে দেরি করেছিলেন।
|
অ্যাসেজে ক্লার্কের সেরা ইনিংস
সংবাদসংস্থা • ম্যাঞ্চেস্টার |
ইংল্যান্ডের বিরুদ্ধে ক্লার্কের সর্বোচ্চ রান (১৮৭)। স্মিথের (৮৯) সঙ্গে ২১৪ রানের পার্টনারশিপ। ১০-এ ‘জীবন’ পেয়ে হাডিনের অপরাজিত ৬৫। ত্রয়ীর দৌলতে ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া ৫২৭-৭ তুলে ডিক্লেয়ার করার পর শেষবেলায় সিডলের (২-৭) জোড়া ধাক্কায় প্রতিপক্ষকে ৫২-২-এ রেখে সিরিজে এই প্রথম স্বস্তিতে। কাঁটা বলতে শুধু বার্মিংহ্যাম বার-এ রুটকে ঘুসি মারা ওয়ার্নার (৫) ব্যাট করতে নামার সময় বিলেতের দর্শকেরা তুমুল টিটিকিরি দিলেন এত দিন ‘নির্বাসিত’ থাকা অস্ট্রেলীয়কে। ইংরেজ বোলারদের মধ্যে স্পিনার সোয়ান সবচেয়ে সফল (৫-১৫৯)। ক্লার্ককে ফিরিয়ে ব্রড টেস্টে ২০০ উইকেট পূরণ করেছেন। কিন্তু নিজের কাউন্টি ল্যাঙ্কাশায়ারের মাঠে চলতি অ্যাসেজ-ত্রাস অ্যান্ডারসন ৩৩ ওভার বল করেও উইকেটহীন (১১৬ রান খরচ করে)। অন্য দিকে ক্লার্কের অজি ক্যাপ্টেন হিসেবে ২৭ টেস্টে দশম সেঞ্চুরি। কেরিয়ার ব্যাটিং গড় (৫২.৫২) থেকে অধিনায়ক হিসেবে ব্যাটিং গড়ও অনেক ভাল (৬৫.১৫)।
পুরনো খবর: অস্ট্রেলিয়াকে টানছেন ক্লার্ক
|
নিজেদের মধ্যে লড়ে প্রস্তুতি সারছে মহাশক্তিরা
নিজস্ব প্রতিবেদন |
ক্লাব মরসুম শুরু হওয়ার আগে ‘ড্রেস রিহার্সাল’ সেরে নিচ্ছে ইউরোপের মহাশক্তিরা। এমনকী নিজেদের মধ্যে লড়ে! ফুটবলারদের ফর্ম, ফিটনেস যাচাই করতে প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যাঞ্চেস্টার সিটি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মিলানকে ২-০ হারিয়ে সেমিফাইনালে চলে গেল হোসে মোরিনহোর চেলসি। তরুণ তারকা অস্কার ও হ্যাজার্ডের গোলের সৌজন্যে নিজের প্রাক্তন ক্লাবকে হারিয়ে মোরিনহো বলেন, “ইন্টারের মতো ভাল দলের বিরুদ্ধে জয় পেয়ে খুব খুশি।” এসি মিলানের বিরুদ্ধে সেমিফাইনাল নিয়ে তাঁর বক্তব্য, “মিলানের অনেক সমর্থক আছে যুক্তরাষ্ট্রে। আশা করছি খুব ভাল একটা ম্যাচ হবে।” অন্য ম্যাচে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ হারিয়ে শেষ চারে উঠল রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ। এক দিকে যখন যুক্তরাষ্ট্রে চলছে মহারথীদের টক্কর, অন্য দিকে তখন নতুন দলের দায়িত্ব নিয়ে প্রথম ট্রফি জয়ের স্বাদ পেলেন পেপ গুয়ার্দিওলা। এলিয়াঞ্জ এরিনায় ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ হারিয়ে অডি কাপ জিতল বায়ার্ন মিউনিখ। ম্যান সিটির নতুন স্ট্রাইকার আলভারো নেগ্রেদোর গোলে বায়ার্ন ০-১ পিছিয়ে গেলেও, মুলার ও মান্ডজুকিচের গোলে প্রাক মরসুমেও ট্রফি ক্যাবিনেটে তোলেন বায়ার্ন কোচ গুয়ার্দিওলা।
|
রেলের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ান কাবেরী
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ভারতীয় রেলের ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলস বিভাগে চ্যাম্পিয়ন উত্তর পূর্ব সীমান্ত রেল। আলিপুরদুয়ার ডিভিশন কোচ প্রাণতোষকুমার দে জানিয়েছেন, ২৯ জুলাই পটনায় ভারতীয় রেলের বিভিন্ন জোনের প্রতিযোগিতাটি হয়। কাবেরী খোকন মহিলা সিঙ্গলসে সেরা হন। শুক্রবার পটনা পাটালিপুত্র কমপ্লেক্সে ফাইনাল হয়। প্রাণতোষবাবু ও আরকে ভদরা ভেটারেন্স ডবলস বিভাগে দ্বিতীয় স্থান পেয়েছেন।
|
শীর্ষ বাছাই দীপ্তায়ন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিধান শিশু উদ্যানে ৬-১৪ অগস্ট জাতীয় সাব জুনিয়র দাবা টুর্নামেন্টে (অনূর্ধ্ব ১৫) শীর্ষ বাছাই দীপ্তায়ন ঘোষ। সদ্য বিশ্ব যুব দাবা অলিম্পিয়াডে সোনাজয়ী দীপ্তায়ন এই টুর্নামেন্টে খেতাব জয়ের অন্যতম দাবিদার। গত বারের চ্যাম্পিয়ন এবং যুব অলিম্পিয়াডের আর এক সোনাজয়ী সায়ন্তন দাস বয়স পেরিয়ে যাওয়ায় এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। ২২টি রাজ্য থেকে মোট ২৫০ জন প্লেয়ার অংশ নেবে এ বারের জাতীয় সাব জুনিয়রে। বাংলা থেকে অংশ নেবে প্রায় ৬০ দাবাড়ু।
|
বন্ধুর কাছে হার সোমদেবের |
‘খুব ভাল বন্ধু’ জন ইসনারের সঙ্গে পেশাদার সার্কিটে প্রথম সাক্ষাৎ হার দিয়ে শেষ হল সোমদেব দেববর্মনের। বিশ্ব র্যাঙ্কিংয়ে ১২১ ধাপ এগিয়ে থাকা ইসনারের কাছে প্রি-কোয়ার্টারে অবাছাই ভারতীয় ৫-৭, ৫-৭ হারলেন। কলেজ টেনিসে ইসনারকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে ওয়াশিংটনে এটিপি টুর্নামেন্টে ছ’টা ব্রেক পয়েন্ট বাঁচালেও পুরনো বন্ধুর উপর চাপটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি সোমদেব।
|
শীর্ষ বাছাই বধ বোপান্নাদের |
মরসুমের অষ্টম পার্টনার আন্দ্রে বেজম্যানকে নিয়ে ওয়াশিংটন সিটি ওপেনে শীর্ষ বাছাইদের হারালেন রোহন বোপান্না। প্রি-কোয়ার্টারে অবাছাই ইন্দো-জার্মান জুটি ৬-২, ৬-৭(৪), ১০-৫ জয় পান আলেকজেন্দ্রা পেয়া ও ব্রুনো সোয়ারেস-এর বিরুদ্ধে। ওয়াশিংটনের প্রায় ১৩ লাখ ডলারের টুর্নামেন্টে বোপান্নাদের চ্যালেঞ্জ এ বার ফিলিপিন্সের ট্রিট হুয়ে আর ব্রিটেনের ডমিনিক ইনগলট-এর বিরুদ্ধে।
|
ব্র্যাডম্যানের ব্যাট নিলামে |
প্রায় কুড়ি বছর জাদুঘরে থাকার পর নিলামে উঠছে স্যর ডন ব্র্যাডম্যানের ব্যাট। ১৯৪৮ সালে অ্যাসেজে ডনের ‘অপরাজেয়’ টিমের সদস্যদের স্বাক্ষর করা এই ব্যাটের দর ১৫ অগস্ট মেলবোর্নে নিলামে ১৮ হাজার ডলার উঠতে পারে। ১৯৪৮-এ ইংল্যান্ড সফরের আগে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচে ডন এই ব্যাট দিয়ে খেলেই ১১৫ রান করেছিলেন।
|
মার্টিনার প্রেরণা লিয়েন্ডার |
|
ছ’বছর পর টেনিস কোর্টে ফিরে আসার কৃতিত্ব লিয়েন্ডার পেজ-কে দিচ্ছেন মেয়েদের প্রাক্তন এক নম্বর মার্টিনা হিঙ্গিস। গত মাসের শেষ দিকে ওয়ার্ল্ড টিম টেনিসে ট্রফি জয়ের হ্যাটট্রিক করা লিয়েন্ডারের টিম ওয়াশিংটন কাসলসে খেলেই কোর্টে ফেরার প্রস্তুতি নেন হিঙ্গিস। স্লোভাকিয়ার ড্যানিয়েলা হান্টুকোভাকে নিয়ে সাদার্ন ক্যালিফোর্নিয়া ওপেনে ম্যাচ জেতার পর এ দিন হিঙ্গিস বলেন, “কোর্টে ফেরাটা সহজ ছিল না। ওয়ার্ল্ড টিম টেনিসে তিন মাস দারুণ কাজে এসেছে। তা ছাড়া লিয়েন্ডারের পাশে খেলাটা বড় অনুপ্রেরণা।”
|
লাজিও অধিনায়ক নির্বাসিত |
ম্যাচ গড়াপেটার দায়ে ছ’মাসের নির্বাসন হল ইতালির ক্লাব লাজিও অধিনায়ক স্টেফানো মাউরি-র। ২০১১ মরসুমে লাজিও-জেনোয়া ম্যাচ গড়াপেটায় আট অভিযুক্ত প্লেয়ারের মধ্যে মাউরি অন্যতম। এর মধ্যে মাউরি ছাড়া আরও দুই প্লেয়ারের নির্বাসন হয়েছে। আর এক অভিযুক্ত ফুটবলার আলেসান্দ্রো জামপেরিনির পাঁচ বছরের নির্বাসনের উপর আরও দু’বছরের সাজা চেপেছে।
|
অন্য খেলায় |
বিটিটিএ প্যাটারসন স্মৃতি আন্তঃস্কুল টিটি চ্যাম্পিয়নশিপ ২৬-৩০ অগস্ট। ভবানীপুর ব্যায়াম সঙ্ঘে। যোগদানের শেষ দিন ১৬ অগস্ট। |
|