আকাশ ছোঁয়া দর হাঁকল টটেনহ্যাম হটস্পার। ১০৫ মিলিয়ন পাউন্ড! মরিয়া রিয়াল মাদ্রিদ গ্যারেথ বেল-এর জন্য তাতেও রাজি! এমনটাই দাবি ব্রিটিশ মিডিয়ার। রিয়াল মাদ্রিদ এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। টটেনহ্যাম কর্তারা নাকি বলছেন এখনও চুক্তি পাকা হওয়ার আগে অনেকগুলো বিষয়ে আলোচনা চলছে। যদিও শনিবার মোনাকোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে টটেনহ্যাম বেল-কে নামাবে না বলে ধারণা মিডিয়ার।
চার বছর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-কে কিনতে রিয়াল মাদ্রিদের দর ৮০ মিলিয়ন পাউন্ডই ছিল এত দিন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ট্রান্সফার ফি। বেল-এর জন্য রিয়াল নিজের চার বছর আগের রেকর্ডও ভেঙে দিল বলে দাবি। বার্সেলোনার মেসি-নেইমার জুটির পাল্টা জবাব দিতেই শুধু নয়, ‘ওয়েলস উইজার্ড’কে দলে নিতে রিয়ালের মরিয়া হওয়ার আরও একটা কারণ রয়েছে। সেটা টটেনহ্যাম তারকার সঙ্গে সিআর সেভেনের আশ্চর্য মিল। ‘উইথ দ্য বল’ দৌড় থেকে শুরু করে ফ্রি-কিক, দাঁড়ানো এমনকী রোনাল্ডোর মতো জুতো আর সাদা রিস্ট ব্যান্ড হাতে মাঠে নামেন বেল। অনেকে তো বেলকে রোনাল্ডোর ‘ক্লোন’ বলতে শুরু করেছে। পর্তুগালের মহাতারকা আর তার হুবহু নকল করা ইপিএলের সেরা ফুটবলারের ‘ডাবল ডায়ানামাইট’ যে দুর্দান্ত বোঝাপড়ায় মাঠ মাতিয়ে দেবে সেটা আগেভাগেই আন্দাজ করেছে রিয়াল। |
একই সঙ্গে টটেনহ্যামের দাবি অনুযায়ী লুকা মডরিচ আর অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা আলভারো মোরাতাকেও বিক্রি করতে রিয়াল রাজি হয়েছে কি না সেটা এখনও স্পষ্ট নয়। রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি মডরিচকে ছাড়ার ঘোরতর বিরোধী ছিলেন। এক বছর আগে মডরিচকে টটেনহ্যামের কাছ থেকেই কিনেছিল রিয়াল। বরং ফাবিও কোয়েন্ত্রাও আর অ্যাঞ্জেল ডি মারিয়া-কে ছাড়তে আপত্তি ছিল না রিয়াল প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ-এর। লেফট ব্যাক কোয়েন্ত্রাওকে যে জন্য এলএ গ্যালাক্সির সঙ্গে প্রীতি ম্যাচে মাঠে নামায়নি রিয়াল। টটেনহ্যাম বস আন্দ্রে ভিয়াস বোয়াসের আবার দারুণ পছন্দ মোরাতাকে। তাই বেল-কে বিক্রি করার পাশাপাশি একইসঙ্গে মোরাতার জন্য টটেনহ্যাম ঝাঁপাবে তাতে সন্দেহ নেই। |