অ্যাসেজে ফের ডিআরএস বিতর্ক
অস্ট্রেলিয়াকে টানছেন ক্লার্ক
ডিআরএস বিতর্ক থামাতে তৃতীয় অ্যাসেজ টেস্টে টিভি আম্পায়ারের জন্য বাড়তি প্রযুক্তি বলবৎ করেও ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম দিনই আউট নিয়ে ঝামেলা!
টসজয়ী অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তিনশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে মাত্র তিন উইকেট হারিয়ে। অধিনায়ক ক্লার্ক সেঞ্চুরির পরেও ক্রিজে (১২৫ ন.আ.)। স্টিভন স্মিথের (৭০ ব্যাটিং) সঙ্গে ১৭৪ রানের অবিচ্ছেদ্য চতুর্থ উইকেট পাটর্নারশিপের দৌলতে ক্লার্কের দল ৩০৩-৩।
তবু ক্লার্কদের শিবিরে খোয়াজার বিতর্কিত আউট নিয়ে গরগরানি যাচ্ছে না। এমনকী দেশের প্রধানমন্ত্রী কেভিন রুড পর্যন্ত টুইট করেছেন, “আমার দেখা সবচেয়ে কুৎসিত সিদ্ধান্ত।”

ক্লার্ক: অপরাজিত ১২৫। ম্যাঞ্চেস্টারে বৃহস্পতিবার।
সিরিজে ০-২ পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া মরণবাঁচন টেস্টের প্রথম সেশনেই ডিআরএসের ধাক্কা খায়। যখন লাঞ্চের ঠিক আগে পাক বংশোদ্ভুত উসমান খোয়াজাকে ১৯ বলে ১ রান করে সোয়ানের অনেকটা টার্ন করা বলে কট বিহাইন্ড ঘোষণা করেন আম্পায়ার হিল। ব্যাটসম্যান রিভিউ চান এবং টিভি আম্পায়ার ধর্মসেনা হটস্পট, সাউন্ড রিভিউ ও রিপ্লে দেখে কোনও পরিষ্কার ধারণা না পাওয়া সত্ত্বেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল নেটওয়ার্কের সৌজন্যে ডিআরএসের মুণ্ডপাত শুরু হয়ে যায়। মজার ব্যাপার, সেই প্রাক্তনদের দলে বেশির ভাগ ইংরেজ ক্রিকেটার।
অ্যালেক স্টুয়ার্ট টুইট করেন, ‘ডিআরএসের আরও একটা হাস্যকর সিদ্ধান্ত! ব্যাটসম্যানরা যে কেন এখন মাঠ ছেড়ে বেরোয় না বোঝা যাচ্ছে।’ মাইকেল ভনের পোস্টিং, ‘আম্পায়ারদের একে অপরকে বাঁচানোর চেষ্টাটাই ডিআরএস নিয়ে বিতর্ক বাড়াচ্ছে!’

যে আউট নিয়ে বিতর্ক।
ডিন জোন্স টুইট করেছেন, ‘ধর্মসেনা পরের টেস্টে মাঠের আম্পায়ার থাকবে। ওকে এখনই খারিজ করা উচিত!’ শেন ওয়ার্নের শ্লেষাত্মক টুইট, ‘ভয়ঙ্কর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী!’
সব মিলিয়ে খোয়াজার আউটে চাপা পড়ে গিয়েছে অনেক টেস্ট পর প্রথম উইকেটে অস্ট্রেলিয়ার ভাল রান। ৭৬ রান ওঠার পর তারা প্রথম উইকেট হারায় ওয়াটসনের (১৯)। বাঁহাতি ওপেনার রজার্স জীবনের সর্বোচ্চ টেস্ট স্কোর (৮৪) করে আউট হওয়ার পর থেকেই দলকে টেনে যাচ্ছেন ক্লার্ক-স্মিথ জুটি।

ছবি: রয়টার্স

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.