সিপিএম সদস্য নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামীর দুটি পুকুরে জলে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের নামে। শুক্রবার চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতে শাহাবাজপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। সিপিএমের অভিযোগ, দুটি পুকুরের প্রায় ২০ লক্ষ টাকার মাছ মরে গিয়েছে। এ দিন পুকুরে মাছ ভেসে উঠতেই বিষয়টি নজরে আসে। অভিযোগ জানানোর পরেও পুলিশ কাউকে ধরতে পারেনি। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। কারা পুকুরের জলে বিষ মিশিয়েছে তাঁদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষের ধরণ জানতে ফরেনসিক দফতরে মৃত মাছ-নমুনা পাঠানো হচ্ছে।” সিপিএম জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “এলাকার গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের হাতছাড়া হয়েছে। ক্ষোভে কংগ্রেসিরা এক পঞ্চায়েত সদস্যের স্বামীর পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে দিয়েছে।” অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জেলা কংগ্রেস সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী বলেন, “পুলিশ তদন্ত করে দোষীদের ধরুক। কারা কোথাও কী করেছে তা না দেখে কংগ্রেসের নামে এই ধরনের অভিযোগ হাস্যকর। আর কেউ যদি আমাদের এতে জড়িত থাকেন, তা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচল ১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত গত ১৫ বছর কংগ্রেসের দখলে ছিল। খরবা গ্রাম পঞ্চায়েতের শাহাবাজপুর গ্রামের বুথে সিপিএমর প্রার্থী ছিলেন পানো মালো। ভোটে তিনি কংগ্রেস প্রার্থীকে হারান। সিপিএমের গ্রাম পঞ্চায়েত সদস্য স্বামী স্বপন মালো এবং স্থানীয় কয়েকজন ১০ বাসিন্দা একটি ৩ বিঘার পুকুর এবং আরেকটি ২ বিঘার পুকুর তিন বছরের লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। দুটি পুকুরে বড় বড় রুই, কাতলা, কালবাউস, মৃগেল মাছের চাষ করা হচ্ছিল। স্বপন মালো বলেন, “পঞ্চায়েত নিবার্চনের জন্য পুকুরের মাছ ধরতে পারেননি। ঠিক হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বার হওয়ার পর মাছ ধরা হবে। এদিন মাছ ধরতে গিয়েছিলাম। পুকুরের ধারে গিয়ে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। পুকুরের জলে ওযুধের গন্ধ। দুটি পুকুরের মাছ মরে গিয়েছে। পঞ্চায়েত নিবার্চনে স্ত্রী কাছে কংগ্রেস হেরে যাওয়ায় পুকুরের জলে বিষ মিশিয়ে সমস্ত মাছ মারা হয়েছে।” সিপিএমের গ্রাম পঞ্চায়েত সদ্য নির্বাচিত সদস্য পানো মালো বলেছেন, “ভোটে দাঁড়ানোর পরেই এলাকার কয়েক জন কংগ্রেস নেতা হুমকি দেওয়া শুরু করেন। আমাকে বলা হয়, কংগ্রেস হারলে আমাদের ভাতে মারা হবে। কংগ্রেসের লোক আমাদের পুকুরে বিষ মিশিয়েছে।” |