রাঁচি বা গুয়াহাটিতে সরছে না ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পূর্বাঞ্চলীয় বেঞ্চ। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজারহাটেই ওই বেঞ্চের উদ্বোধন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবারের এই নির্দেশের ফলে বাংলা থেকে ওই বেঞ্চ সরে যাওয়ার আশঙ্কা আপাতত কেটে গেল।
পর্যাপ্ত পরিকাঠামো এবং বেঞ্চের সদস্যদের থাকার ব্যবস্থা না-করলে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের পূর্বাঞ্চলীয় বেঞ্চ কলকাতা থেকে সরিয়ে রাঁচি বা গুয়াহাটিতে নিয়ে যাওয়া হতে পারে বলে শীর্ষ আদালত আগে রাজ্যকে সতর্ক করেছিল। পূর্বাঞ্চলীয় বেঞ্চের পরিকাঠামো ও তার সদস্যদের থাকার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেয় পশ্চিমবঙ্গ সরকার। সেই আশ্বাসের ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতি জি এস সিঙ্ঘভি ও বিচারপতি এস জে মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ দিন দেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয়, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই রাজারহাটে পূর্বাঞ্চলীয় বেঞ্চের কার্যালয়ের উদ্বোধন করতে হবে।
সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ওই ট্রাইব্যুনালের জন্য রাজ্য কী কী কাজ করেছে, তা দেখতে পশ্চিমবঙ্গে আসার কথা রাজ্যেরই আইনজীবী মুকুল রোহাতগির। কতখানি কাজ হয়েছে আর কী কী কাজ বাকি, তা খতিয়ে দেখে সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট দেবেন তিনি।
পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেন, “এত দিন শুধু দিল্লিতে জাতীয় গ্রিন ট্রাইবুনালের কার্যালয় ছিল। তাই পরিবেশ দূষণের শিকার হয়েও বহু গরিব মানুষ সুদূর দিল্লিতে গিয়ে তাঁদের অভিযোগ জানাতে পারছিলেন না। রাজারহাটে ট্রাইব্যুনাল চালু হলে তাঁরা সুবিচার পাবেন।”
পুরনো খবর: কলকাতা থেকে গ্রিন ট্রাইব্যুনাল সরানোর নির্দেশ
|
হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধার। চারটি ঘর গুড়িয়ে দেয় বুনোর দল। বৃহস্পতিবার রাতে মালবাজার থানার কুমলাই পঞ্চায়েতের নীচ চালসায়। মৃতার নাম এলিনা মুন্ডা (৬৬)। গ্রামে হাতি ঢুকেছে শুনে বাড়ির উঠোনে বেরিয়ে ছিলেন এলিনা। তাঁকে একটি দাঁতাল শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্য হয়। তিনটি হাতি এলাকায় ঢুকেছিল। |