রেকর্ড পতন টাকার
সংবাদসংস্থা • মুম্বই |
রিজার্ভ ব্যাঙ্কের শত চেষ্টা সত্ত্বেও পতন রোখা যাচ্ছে না টাকার। শুক্রবারও ডলারের সাপেক্ষে তার দাম পড়ল ৬৭ পয়সা। ফলে তা পেরিয়ে গেল ৬১ টাকার গণ্ডিও। দেখা গেল, এক ডলারের বিনিময়ে এ বার গুনতে হবে ৬১.১০ টাকা। এর আগে লেনদেন শেষের সময়ে কখনও ডলারে এতটা নামেনি টাকা। এই পতন এ দিন টেনে নামিয়েছে শেয়ার বাজারকেও। টাকার তলিয়ে যাওয়া বাজারকে এতটাই বিষণ্ণ করেছে যে, তাকে চাঙ্গা করতে পারেনি বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসা, টেলিকম-সহ একাধিক ক্ষেত্রে বিদেশি লগ্নির পথ প্রশস্ত করা নিয়ে গতকাল করা কেন্দ্রের ঘোষণাও। এ দিন ১৫৩.১৭ পয়েন্ট পড়ে সেনসেক্স থামে ১৯,১৬৪.০২ অঙ্কে। টাকার হাল ফেরাতে কেন্দ্র ও শিল্পের চাপ কার্যত অগ্রাহ্য করেই সুদ না-কমানোর রাস্তায় অনড় রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এ দিনও টাকার পতন রুখতে হস্তক্ষেপ করে তারা। কিন্তু তা-ও তার তলানি ছোঁয়া যে আটকায়নি, অর্থনীতির গভীর অসুখই (বিশেষত চলতি খাতে বাণিজ্য ঘাটতি) তার কারণ বলে বিশেষজ্ঞদের দাবি। এ দিকে, ব্রোকারদের কাছে ন্যাশনাল স্পট এক্সচেঞ্জে (এনএসইএল) লেনদেন সংক্রান্ত সব তথ্য চাইল বাজার নিয়ন্ত্রক সেবি। শুক্রবার নিয়ে টানা দু’দিন অনেকখানি পড়েছে এন এস ই এলের প্রোমোটার এফ টি আই এলের শেয়ার দর। এফটিআইএলের আর এক শাখা সংস্থা এমসিএক্সের দরও নেমেছে। তা নিয়ে তদন্তের জন্যই ওই তথ্য চেয়েছে সেবি। স্পট এক্সচেঞ্জের সমস্যা যাতে শেয়ার বাজারে না-ছড়ায় তা নিশ্চিত করতে চায় তারা।
পুরনো খবর: দিনভর ওঠা-পড়া অস্থির শেয়ার বাজারে
|
রুগ্ণ সংস্থার জন্য
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবির নিয়ম মেনে ছ’টি রুগ্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থার ন্যূনতম ১০% শেয়ার সাধারণ লগ্নিকারীদের হাতে তুলে দেওয়ার পথ প্রশস্ত করল কেন্দ্র। এ ব্যাপারে সংস্থাগুলিকে সাহায্য করতে শুক্রবার একটি স্পেশ্যাল ন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড (এসএনআইএফ) তৈরিতে সায় দিয়েছে মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। সংস্থাগুলি হল, এইচএমটি, আইটিআই, স্কুটার্স ইন্ডিয়া, অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড ইয়ুল কোম্পানি, ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল (ত্রাভাঙ্কোর), হিন্দুস্তান ফোটো ফিল্মস ম্যানুফ্যাকচারিং কোম্পানি। অর্থমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, এই প্রক্রিয়ায় কোনও শর্ত ছাড়াই প্রতিটি সংস্থার ১০% শেয়ার এসএনআইএফ-এ হস্তান্তরিত হবে। এবং সেটির ফান্ড ম্যানেজাররা ওই শেয়ার পাঁচ বছরের বেশি সময় ধরে ধীরে ধীরে মূলধনী বাজারে বিক্রি করবে। এর থেকে ফান্ডটির হাতে যে অর্থ আসবে, তা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
|
ছোট-মাঝারি শিল্পে রফতানি বাড়াতে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ছোট ও মাঝারি শিল্পের রফতানি বাড়াতে এ বার একগুচ্ছ প্রস্তাব দিল আন্তঃমন্ত্রক কমিটি। যার মধ্যে রয়েছে এই ক্ষেত্রে ঋণের উপর সুদে ভর্তুকি বাড়িয়ে ৪% করা, সংস্থাগুলিকে বিভিন্ন আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়া ইত্যাদি। চলতি খাতে বাণিজ্য লেনদেন ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যেই রফতানি বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্র (গত অর্থবর্ষে যা ছিল মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৪.৮%)। এরই অঙ্গ হিসেবে ছোট ও মাঝারি শিল্পে স্বল্প ও দীর্ঘ মেয়াদে নানা সুবিধা দেওয়ার সুপারিশ করেছে ওই কমিটি।
|
রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করে শুক্রবার ৩৯৫ কোটি টাকা ঘরে তুলল কেন্দ্র। নেভেলি লিগনাইট কর্পোরেশনের ৩.৫৬%, এসটিসির ১.০২% এবং আইটিডিসির ৫% শেয়ার বেচে এই টাকা তুলেছে তারা। বিক্রির জন্য বাজারে ছাড়া তাদের সব শেয়ারের জন্যই আবেদনপত্র জমা পড়েছে বলে খবর। ফলে সেবি-র নিয়ম মেনে সংস্থা তিনটিতে সাধারণ লগ্নিকারীদের হাতে গেল অন্তত ১০% শেয়ার। আর এই বিলগ্নিকরণের মাধ্যমে চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত কেন্দ্রের ঘরে এল ১,৩২৩ কোটি টাকা।
|
পরিষেবা কর ফাঁকি, ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগে পরিষেবা কর ফাঁকি দিলেও ধরপাকড় হতো না। চলতি বছরের বাজেটের পরে নতুন নিয়ম চালু হয়। তার পরেই শুক্রবার পরিষেবা কর শাখা সুদীপ দাস নামে এক কুরিয়ার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযোগ, তিনি ৬৭ লক্ষ টাকা পরিষেবা কর দেননি। ওই কর বাবদ গ্রাহকের কাছ থেকে বিলের ১২% টাকা নেওয়া হয়। অভিযোগ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে।
|
শস্যঋণে সুবিধা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
চাষিরা যাতে ৭% সুদে স্বল্পমেয়াদি শস্যঋণ পান, তার জন্য সুদে ভর্তুকির প্রস্তাবে সায় দিল মন্ত্রিসভা। সময়ে শোধ দিলে আরও ৩% সুদ কম দিতে হবে। এর জন্য ১৫,৩৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্য দিকে, সেবির নিয়ম মেনে ছ’টি রুগ্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থার অন্তত ১০% শেয়ার সাধারণ লগ্নিকারীর হাতে দেওয়ার পথও এ দিন প্রশস্ত করেছে কেন্দ্র। |