দ্বাদশ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ধৃত যুবককে জেরা করে পুলিশ দেশি পাইনগান উদ্ধার করল। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের উত্তর চকভবানীর মিলন সঙ্ঘ পাড়া এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম কুন্তল রায়। এলাকার ওই ছাত্রীকে কিছুদিন ধরে সে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। গত মঙ্গলবার সকালে গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফেরার সময় ছাত্রীটির হাত ধরে টানাটানি করে বলে কুন্তলের বিরুদ্ধে বুধবার থানায় নালিশ জানান বাড়ির লোক। আইসি মনোজ চক্রবর্তী বলেন, “অভিযুক্ত কুন্তলকে ধরা হয়। জেরা করে তার কাছে লুকিয়ে রাখা ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।” এ দিন পুলিশ তার বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা করে আদালতে পাঠায়। বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।
|
স্কুল যাওয়ার পথে নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। অপহরণের ছয় দিন পরেও মেয়ের খোঁজ না পেয়ে অপহৃত ছাত্রীর মা ও পরিবারের লোক জন বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। মালদহ থানার কোর্ট স্টেশনের বাসিন্দা সীতারানি পাল অভিযোগে জানান, মালদহে চিন্তামণি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তাঁর মেয়ে সোনালীকে শুক্রবার স্কুল যাওয়ার পথে কে বা কারা তুলে নিয়ে যায়। সীতারানিদেবী মেয়েকে অপহরণের অভিযোগে প্রতিবেশী পরিবারের পাঁচ জনের নামে মালদহ থানায় অভিযোগ দায়ের করেন। এ দিন অপহৃত ছাত্রীর মা সীতারানীদেবী অভিযোগ করেন, “কয়েকদিন আগে এক পড়শি পরিবারের সঙ্গে গাছের শুকনো কাঠ নিয়ে গোলমাল হয়। সে সময় ওরা ‘মেয়েকে তুলে নিয়ে যাব’ বলে হুমকি দিয়ে গিয়েছিল।”
|
পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ইসলামপুর থানার রামগঞ্জ এলাকাতে ঘটনাটি ঘটে। মৃত শিশুর নাম গোবিন্দ দাস (৪)। তার বাড়ি রামগঞ্জের দেশবন্ধুপাড়ায়। সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তায় খেলার সময় পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে।
|
চশমার দোকানের টিন কেটে চুরি হল ইসলামপুরে। বুধবার রাতে ইসলামপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার তা বুঝতে পারেন দোকানের মালিক সৌমেন মজুমদার। অধিকাংশ চশমা চুরি হয়ে গিয়েছে জানিয়ে তিনি এ দিন পুলিশে অভিযোগ দায়ের করেন। |