তিন মাস ধরে উত্তর দিনাজপুরের ইটাহার থেকে ডালখোলা ৭৫ কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়ক বেহাল। ফলে প্রতিদিনই জাতীয় সড়কে যানজট ও দুর্ঘটনা লেগে রয়েছে। বুধবার রাতে রায়গঞ্জের শিল্পীনগর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় পূর্বাশাপাড়া এলাকার বাসিন্দা ধনঞ্জয় সরকার (৪৫) নামে বাইক আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকালে ট্রাকের ধাক্কায় প্রথম শ্রেণির ছাত্রী এক বালিকার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার রূপাহার এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতার নাম ইয়াসমিনা খাতুন (৬)। তার বাড়ি পূর্ব রূপাহারে। সে এলাকার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করত। স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময়ে মালদহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই বালিকার মৃত্যু হয়। দুর্ঘটনার পর যান নিয়ন্ত্রণ ও জাতীয় সড়ক মেরামতির দাবিতে প্রায় একঘন্টা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ জানায়, এক বেসরকারি সংস্থার কর্মী ধনঞ্জয়বাবু এদিন বাইকে চেপে রায়গঞ্জের দিকে যাচ্ছিলেন। সেই সময় বেহাল জাতীয় সড়কের গর্তে বাইকের সামনের চাকা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত তিনি রাস্তার উপরে ছিটকে পড়েন। একটি ট্রাক তাঁকে পিষে দেয়। সড়ক সারানোর দাবিতে বৃহস্পতিবার ১১টা থেকে বাসিন্দারা শিল্পীনগরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তিন ঘণ্টা পরে পুলিশ-প্রশাসনের কর্তাদের আশ্বাসে অবরোধ ওঠে।
আন্দোলনকারী কৌশিক দে, সজল সরকার বলেন, “এক সপ্তাহের মধ্যে জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু করা না হলে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ করা হবে।” বাস মালিকেরা এ দিন জেলাশাসকের সঙ্গে দেখা করে এক সপ্তাহের মধ্যে জাতীয় সড়ক মেরামতির দাবি জানান। ব্যবসায়ীরাও এ দিন রায়গঞ্জে বৈঠক করে অবিলম্বে জাতীয় সড়ক মেরামতি না হলে জেলা জুড়ে ব্যবসা বনধের ডাক দেওয়ার সিদ্ধান্ত নেন। গত এপ্রিল মাস থেকে ইটাহার থেকে ডালখোলা জাতীয় জাতীয় সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত ও পিচের চাদর উঠে খানাখন্দ তৈরি হয়েছে। তিন মাসে শতাধিক মানুষ জখম হয়েছেন। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দ্রুত রাস্তা মেরামতির কাজ করতে বলা হয়েছে।” জাতীয় সড়কের মালদহ বিভাগে প্রকল্প অধিকর্তা মহম্মদ সইফুল্লা জানান, চার লেন রাস্তারর জন্য জাতীয় সড়ক মেরামতির কাজ বন্ধ। শীঘ্রই এ সমস্যার সমাধান হবে। |