টুকরো খবর
শ্মশান থেকে দেহ তুলে সুরতহাল
দাহ করার আগে শ্মশান থেকে বধূর দেহ তুলে সুরতহাল করল পুলিশ। ঘটনাটি পুরুলিয়া মফস্সল থানার মাগুড়িয়া গ্রামের। বুধবার রাতে গ্রামের পাশের শ্মশান থেকে পূর্ণিমা সহিস (১৯) নামে ওই বধূর দেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার থানাতেই সুতরহাল করেছেন প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের এক আধিকারিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ মাস আগে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার ভাঁওরা কোলিয়ারি এলাকার বাসিন্দা ভরত সহিসের মেয়ে পূর্ণিমার সঙ্গে বিয়ে হয়েছিল মাগুড়িয়ার বাসিন্দা মণিরাম সহিসের।বুধবার সন্ধ্যায় পূর্ণিমাকে অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয় পুরুলিয়া সদর হাসপাতালে। রাতে মৃত্যু হয় তাঁর। পরে শ্বশুরবাড়ির লোকেরা হাসপাতাল থেকে দেহ নিয়ে শ্মশানে দাহ করার প্রস্তুতি শুরু করেছিল। ইতিমধ্যে ঘটনার কথা জানতে পেরে ভরতবাবু পুলিশকে জানান, তাঁর মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়। এর পরেই পুলিশ শ্মশান থেকে দেহ নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন অসুখে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই বধূর। কিন্তু, তাঁর বাবা চেয়েছিলেন দেহের সুরতহাল ও ময়নাতদন্ত করা হোক। এ দিন পূর্নিমার দেহের ময়নাতদন্ত হয় সদর হাসপাতালে।

লাঠিপেটা করার নালিশ
কংগ্রেস কর্মীদের উপরে বিনা প্ররোচনায় লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঝালদা ১ ব্লকের ইলু গ্রামের। কংগ্রেসের অভিযোগ, বুধবার রাতে এলাকায় বিজয় মিছিল সেরে দলীয় কার্যালয়ে কর্মী-সমর্থকরা বসেছিলেন। সেই সময় ঝালদা থানার পুলিশ এসে বিনা প্ররোচনায় লাঠি চালায়। বনমালী মাহাতো নামে এক কংগ্রেস কর্মীকে ভর্তি করানো হয়েছে পুরুলিয়া সদর হাসপাতালে।ইলু-জারগো গ্রাম পঞ্চায়েতটি এ বার ফরওয়ার্ড ব্লকের হাত থেকে দখল করেছে কংগ্রেস। বুধবার বিকালে ওই এলাকায় বিজয় মিছিল করেছিল তারা। স্থানীয় সূত্রের খবর, ইলু গ্রামে কংগ্রেস কর্যালয়ের পাশেই এক তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে পটকা ফাটানোর ঘটনা ঘটে। ব্লক কংগ্রেস সভাপতি বাহাদুর মাহাতোর অভিযোগ, “আমাদের কর্মীরা পটকা ফাটায়নি। তবু কিছু পরেই ঝালদা থানা থেকে পুলিশ এসে আমাদের এক কর্মীকে লাঠিপেটা করে। ঘটনার প্রতিবাদ করলে থানা থেকে আরও পুলিশ এসে আমাদের কর্মী-সমর্থকদের উপরে লাঠি চালায়। ঘটনাটি আমরা বিধায়ক নেপাল মাহাতোকে জানিয়েছি।” জেলা পুলিশের এক কর্তা অবশ্য বলেন, “এলাকায় উত্তেজনা ছিল। পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। লাঠি চালানো হয়নি।”

স্ত্রীকে খুনের অভিযোগ
স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বাঁকুড়ার পাত্রসায়র থানার বালসি গ্রামের নবকিশোর পাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম টুকটুকি গরাই (২০)। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়িতে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। বুধবার পাত্রসায়র থানায় জামাই রঞ্জিত গরাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতার বাবা ধ্রুবকুমার বৈরাগ্য। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। মাস পাঁচেক আগে বালসির বাসিন্দা রঞ্জিতের সঙ্গে হুগলির বৈঁচির বাসিন্দা টুকটুকির বিয়ে হয়েছিল। পুলিশের কাছে ধ্রুবকুমারবাবু অভিযোগ করেছেন, জামাইয়ের সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক ছিল। সেটা জানতে পেরে টুকটুকি প্রতিবাদ করেছিলেন। সে জন্যই রঞ্জিত তাঁকে খুন করেছে। যদিও রঞ্জিতের পরিবারের দাবি, টুকটুকি নিজেই ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের এক আধিকারিক বলেন, “বিষ্ণুপুর হাসপাতালে মৃতদেহ ময়না-তদন্ত হয়েছে। তার রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। আপাতত মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করা হয়েছে।”

মাঠে মিলল নিখোঁজের দেহ
গ্রামের অদূরে মাঠ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম মলয় রায় (৪৫)। পুরুলিয়ার বাড়ি রঘুনাথপুর থানার আড়রা গ্রামে। বুধবার সকালে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পেশায় দিনমজুর মলয়বাবু মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। ওই দিন সকালে গ্রাম থেকে বেশ কিছু দূরে পাচুডাঙা গ্রামের কাছে মাঠে একটি গাছের সঙ্গে গামছায় ফাঁস লাগানো তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন মলয়বাবু। সেই কারণে তিনি আত্মহত্যা করেছেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে নরেন্দ্রনাথ মাহাতো (৩৮) নামে এক যুবকের। বাড়ি ঝালদা থানার পাটুড় গ্রামে। বুধবার সন্ধ্যায় বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন তিনি। তড়িদাহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর।

ট্রেনের ধাক্কায় মৃত্যু
রেললাইন পের হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক তরুণীর। রেলপুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম খড়ি বাউরি (১৯)। বাড়ি পুরুলিয়ার পাড়া থানা এলাকার আমলাতলা গ্রামে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে আদ্রা ডিভিশনের আনাড়া স্টেশনের কাছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.