|
|
|
|
জুনিয়র হকি বিশ্বকাপ |
জার্মানিতে ‘চক দে’ ঘটাচ্ছে মেয়েরা
নিজস্ব প্রতিবেদন |
ঠিক যেন চক দে ইন্ডিয়া-র চিত্রনাট্য। কোচ শাহরুখ খানের নেতৃত্বে হকি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছিল ভারতীয় মেয়েরা। কিন্তু সেটা ছিল রুপোলি পর্দার রূপকথা। জার্মানিতে জুনিয়র হকি বিশ্বকাপে যে রূপকথা অনেকটাই সত্যি করে ফেলল মেয়েদের হকি দল। নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক উপরে থাকা স্পেনকে ৪-২ হারিয়ে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ল ভারতের জুনিয়র মেয়েরা। এই প্রথম এই টুর্নামেন্টের শেষ চারে উঠল ভারত।
আঠারো সদস্যের জুনিয়র টিমের নেপথ্যে রয়েছে চক দে-র মতোই এক একটা গল্প। রানি রামপাল যেমন। পিঠ ব্যথার জন্য টানা জাতীয় দলের বাইরে ছিল আঠারো বছরের প্রতিভাবান এই খেলোয়াড়। চোট সারিয়ে উঠে এখন জুনিয়র টিমের সম্পদ। ৪৮তম মিনিটে তার গোলেই বুধবারের ম্যাচে জয় নিশ্চিত করে ভারত। ২০১০-এর বিশ্বকাপে সেরা তরুণ প্লেয়ারের ট্রফি পাওয়া ফরোয়ার্ড রানি হরিয়ানার এত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, তাকে হকি স্টিক কিনে দেওয়ারই ক্ষমতা ছিল না যাদের।
|
রানির গোলে জয় নিশ্চিত |
কোচই স্টিক থেকে শুরু করে বুট, পোশাক সবই জোগাড় করে দেন তাঁর ছাত্রীকে। টিমকে জিতিয়ে সেই রানি বলছেন, “অসাধারণ ব্যাপার। ভারতীয় হকির জন্য দারুণ দিন।”
শুক্রবার সেমিফাইনাল খেলতে নামা ভারতীয় দলকে অস্ট্রেলিয়া, স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের পাশাপাশি লড়তে হচ্ছে অনভিজ্ঞতার সঙ্গেও। অধিনায়ক সুশীলা চানু, রানি, মিডফিল্ডার বন্দনা কাটারিয়া এবং স্ট্রাইকার পুণম রানি টিমে অভিজ্ঞ প্লেয়ার বলতে এই চার জন। এ দিন ম্যাচের সাত মিনিটে তাই স্পেন ১-০ এগিয়ে যাওয়ায় অনেকেই ভেবে নিয়েছিলেন ভারতের আশা শেষ। কিন্তু মাত্র তিন মিনিটের মধ্যেই ১-১ করে মণিকা। বাকি তিন গোল নবনীত কাউর, বন্দনা এবং রানির। শুক্রবারের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা শেষ কোয়ার্টার ফাইনালের বিজয়ী।
|
|
|
|
|
|