|
|
|
|
বাঘের পর এ বার কুকুর দত্তক নিলেন ধোনি
নিজস্ব প্রতিবেদন |
দেশের ক্রিকেট প্রশাসনে যখন তুমুল দুর্যোগ, তখন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি রীতিমতো ‘বিন্দাস’। রাঁচিতে জমিয়ে ছুটি কাটাচ্ছেন তিনি।
বাঘের পর এ বার পশুপ্রেমী ধোনি দত্তক নিলেন রাস্তা থেকে উদ্ধার করা একটি কুকুরছানা। নাম দিয়েছেন লিয়া। নিজের শহরের ‘হোপ অ্যান্ড অ্যানিমাল ট্রাস্ট’ থেকে নিয়ে এসেছেন এই পুষ্যিকে এবং তার ছবি তুলে তা পোস্টও করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। ধোনি দু’বছর আগে মহিশূরের চিড়িয়াখানা থেকে ন’বছরের একটি বাঘ নিয়ে এসেছিলেন পোষার জন্য। সেই বাঘটির নাম দেন ‘অগস্ত্য’।
|
ধোনি পরিবারের নতুন সদস্য লিয়া। |
এ বার তাঁর বাড়িতে আর এক সদস্য বাড়ল। ছুটি যত রকম ভাবে উপভোগ করা যায়, তা-ই করছেন ধোনি। তাঁর সেই উপভোগ্য ছুটির আভাসও পাওয়া যাচ্ছে টুইটারে। লিয়া ছাড়াও জীবনের প্রথম মোটরবাইকটি নিয়ে আপাতত ব্যস্ত কোটিপতি ধোনি। “এই বাইক আমি সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনেছিলাম”, টুইটারে লিখেছেন ধোনি, “বাইকটা খুব খারাপ অবস্থায় রয়েছে। এটাকে ঠিকঠাক করে নিয়ে কাল বরং এর ছবি পোস্ট করা যাবে।”
এ ছাড়াও টুইটারে নিজের ফলোয়ারদের সঙ্গে খুনসুটিও করছেন ভারত অধিনায়ক। তাঁদের কাছে ধোনির প্রশ্ন, “বলুন তো এমন কীসের ব্যবসা আছে, যাতে হোম ডেলিভারিতে দাম কম, কিন্তু আপনি নিজে গিয়ে কিনলে তা বেশি দামে পাবেন?” নিজেই উত্তর দিয়েছেন, “রাঁচির দুধওয়ালারা বাড়িতে দুধ দিয়ে গেলে তার দাম নেয় ৩২ টাকা। আপনি তার কাছে গিয়ে দুধ নিলে কিন্তু দিতে হবে ৩৪ টাকা।” |
|
|
|
|
|