টুকরো খবর |
টাটা মোটরসের যাত্রী গাড়ি বিক্রি কমলো ৫৯%
নিজস্ব প্রতিবেদন |
জুলাই মাসে দেশে টাটা মোটরসের যাত্রীবাহী গাড়ি বিক্রি কমলো প্রায় ৫৯%। দাঁড়াল ১০,৮২৪টিতে। পাশাপাশি, বাজারে চাহিদা কমায় আগামী কয়েক মাস জুড়ে কারখানা ৬ দিন বন্ধ রাখার কথা জানাল মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রাও। বিশেষজ্ঞদের মতে এটা সার্বিক ভাবে শিল্পে মন্দারই আর একটি দিক। তবে অন্ধকারের নীচেও রুপোলি রেখা, টানা আট মাস পড়ার পর বাড়ল মারুতি-সুজুকির বিক্রি। জুলাইয়ে মূলত ছোট গাড়ির হাত ধরেই দেশের বাজারে মারুতি-সুজুকির বিক্রি প্রায় ৬% বেড়ে হয়েছে ৭৫,১৪৫। অন্য দিকে, অ্যামেজ গাড়ির হাত ধরে হোন্ডা এবং এসইউভি ইকো স্পোর্ট-এর বুকিংয়ের জেরে বিক্রি বাড়িয়েছে ফোর্ড। বিক্রি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে রেনোর। কিন্তু সেখানেই দেশে এসইউভি-র বাজারে প্রতিযোগিতার দৌড়ে এত দিন এগিয়ে থাকা মহীন্দ্রার বিক্রি কমেছে প্রায় সাড়ে ১৯%। এই ধরনের গাড়িতে উৎপাদন শুল্ক বাড়ায় মূল্যবৃদ্ধির চাপ ও প্রতি মাসে ডিজেলের দাম বাড়াই যার কারণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিক্রি কমেছে ফোক্সভাগেন, টয়োটা কির্লোস্কর এবং জেনারেল মোটরসেরও।
পুরনো খবর: মে মাসেও গাড়ি বিক্রি কমলো বেশ কিছু সংস্থার
|
মেয়াদি জমায় সুদ বাড়াল দুই ব্যাঙ্ক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আমজনতাকে কিছুটা স্বস্তি দিয়ে মেয়াদি আমানতে সুদ বাড়াতে শুরু করল বিভিন্ন ব্যাঙ্ক। ব্যাঙ্কিং শিল্প সূত্রের খবর, বাড়তি নগদ সংগ্রহের লক্ষ্যেই এই কৌশল নিচ্ছে তারা। যে পথে হেঁটে বুধবার ইয়েস ব্যাঙ্কের পর বৃহস্পতিবার কয়েকটি মেয়াদি আমানতে ৪% পর্যন্ত সুদ বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্ক। ১৫ দিন থেকে ৬ মাস ১ দিনের মেয়াদি জমায় এইচডিএফসি ব্যাঙ্ক সুদ বাড়িয়েছে ১% হারে। আর মেয়াদ ৬ মাস ১ দিনের বেশি এবং এক বছরের কম হলে আগের থেকে ০.৭৫% বেশি সুদ পাবেন গ্রাহক। গত ২৭ জুলাই থেকেই নতুন সুদ কার্যকর ধরা হবে বলে ওয়েবসাইটে জানিয়েছে ব্যাঙ্কটি। অন্য দিকে, আমানত ১ কোটি টাকার বেশি হলে অ্যাক্সিস ব্যাঙ্ক সুদের হার ৭-১৪ দিনের মেয়াদে ৩.৫% বাড়িয়ে ৭.৫% এবং ১৫-২৯ দিনের মেয়াদে ৪% বাড়িয়ে ৮% করেছে। পাশাপাশি, ২৯ দিনের বেশি কিন্তু এক বছরের কম বিভিন্ন মেয়াদের জমাতেই তারা ০.৫% সুদ বাড়িয়ে ২.২৫% করেছে। নতুন সুদ কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকেই। সংশ্লিষ্ট মহলের আশা আগামী দিনে আরও কিছু ব্যাঙ্ক একই পথে হাঁটতে পারে।
|
আইওসি-র ১০% বিলগ্নিকরণে সায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (আইওসি) ১০% শেয়ার বিক্রিতে বৃহস্পতিবার সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। বর্তমানে আইওসি-তে কেন্দ্রের অংশীদারি ৭৮.৯২%। এই শেয়ার বিক্রি করে কেন্দ্রের ঘরে প্রায় ৩,৭৫০ কোটি টাকা আসবে। এ দিকে, বিলগ্নিকরণের সম্ভাবনায় বৃহস্পতিবার সংস্থার শেয়ার দর প্রায় ৫% পড়ে দাঁড়িয়েছে ১৯৫.৭৫ টাকা। এই অর্থবর্ষে বিভিন্ন সংস্থার শেয়ার বিলগ্নিকরণের মাধ্যমে ৪০ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।
|
রোজ ভ্যালি নিয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টস-এর হলিডে মেম্বারশিপ প্ল্যান-এর আওতায় টাকা তোলার উপর বাজার নিয়ন্ত্রক সেবি নিষেধাজ্ঞা জারি করেছিল গত ১০ জুলাই। কিন্তু গুয়াহাটি হাইকোর্ট বৃহস্পতিবার সেবি-র ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে রোজ ভ্যালি। তবে, গুয়াহাটি হাইকোর্ট রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টস-কে বলেছে, তারা যেন জনগণের কাছ থেকে সংগ্রহ করা কোনও তহবিল সরিয়ে না-নেন। এগুলি তাদের হেফাজতে কিংবা ব্যাঙ্কে রাখা আছে।
পুরনো খবর: রোজ ভ্যালিকে টাকা তুলতে নিষেধ সেবি-র
|
প্রয়াত চা-শিল্পপতি হেমেন্দ্রপ্রসাদ বরুয়া |
শিল্পপতি হেমেন্দ্রপ্রসাদ বরুয়ার জীবনাবসান হয়েছে। গত রাতে ব্যাঙ্ককে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চা-শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হেমেনবাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র হেমেন্দ্রপ্রসাদ চা-পর্যটন ও গল্ফ পর্যটনের ক্ষেত্রেও অন্যতম ‘পথিকৃৎ’ বলে পরিচিত ছিলেন। ২০০০ সালে যোরহাটের বাড়িতে জালুকোনিবাড়ি চা-পর্যটন কেন্দ্র গড়েন। ইংরেজ আমলের দু’টি বাংলো ও চা-বাগানকে কেন্দ্র করে গড়ে তোলেন গল্ফ পর্যটন কেন্দ্র। ৯টি চা বাগানের মালিক ছিলেন হেমেন্দ্রবাবু। সেখানে বছরে ৫৭ লক্ষ কিলোগ্রাম চা উৎপন্ন হয়। চা-শিল্পে তাঁর বিশেষ অবদানের জন্য তাঁকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে সম্মানিত করা হয়। হেমেনবাবুর দীর্ঘদিনের বন্ধু অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, “তাঁর প্রয়াণে চা শিল্পের অপূরণীয় ক্ষতি হল।” রাজ্যের চা শিল্পপতিদের বক্তব্য, আলফা সমস্যার জেরে অসমের চা বাগানগুলি যখন চরম সংকটে পড়েছিল, তখন হেমেন বরুয়ার পরিকল্পনাতেই চা বাগানগুলিতে অশান্তির আঁচ খুব বেশি ছড়াতে পারেনি। না হলে আরও অনেক প্রাণহানি, ক্ষয়ক্ষতি হতে পারত।
|
নতুন নিয়োগ |
লিও পুরী ইউটিআই মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। তিনি ম্যাকিনসে-তে ছিলেন। |
|