রোজ ভ্যালিকে টাকা তুলতে নিষেধ সেবি-র
নিজস্ব প্রতিবেদন |
রোজ ভ্যালিকে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলতে নিষেধ করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। বুধবার এক নির্দেশ জারি করে সেবি বলেছে, ‘হলিডে মেম্বারশিপ’ বা অন্য কোনও প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলতে পারবে না রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টস। সেবির অভিযোগ, ওই প্রকল্পের মাধ্যমে রোজ ভ্যালি ১ হাজার কোটি টাকারও বেশি তুলেছে। প্রকল্পের অনুমোদন রোজ ভ্যালির নেই বলেও তাদের অভিযোগ। এই নির্দেশ নিয়ে কোনও বক্তব্য থাকলে রোজ ভ্যালিকে তা ১৫ দিনের মধ্যে জানাতে বলেছে সেবি। তবে রোজ ভ্যালি কর্তৃপক্ষ সেবির এই অভিযোগ অস্বীকার করে জানান, তাঁরা এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করবেন। কর্তৃপক্ষের বক্তব্য, “বাজারে চালু বিভিন্ন ‘হলিডে স্কিম’-এর ধাঁচেই আমাদের প্রকল্প। এটা বেআইনি ব্যবসা নয়। তাই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” এ দিকে, নতুন প্রকল্প আনা ও সংগৃহীত টাকা স্থানান্তরিত করার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে সেবি। তাদের মতে, সংস্থা যে-সব প্রকল্পে টাকা তুলেছে, সেগুলি সবই ‘কালেকটিভ ইনভেস্টমেন্ট’ শ্রেণির। যার জন্য সেবির অনুমতি জরুরি। রোজ ভ্যালির তা নেই।
|
রাজারহাটে ১৭ একর আইটিসি-কে |
রাজারহাটে আইটিসি ইনফোটেক প্রকল্পের জন্য জমি বরাদ্দ করা নিয়ে জট কাটার সম্ভাবনা দেখা দিয়েছে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজারহাট-নিউ টাউনের অ্যাকশন এরিয়া থ্রি-তে দু’ভাগে আইটিসি-কে প্রায় ১৭ একর জমি বরাদ্দ করার সিদ্ধান্ত হয়। রাস্তার দু’পাশের মুখোমুখি ওই দু’টি জমির আয়তন সাড়ে ১২ একর এবং ৪. ৪২ একর। কিছু শর্তও রেখেছে নগরোন্নয়ন দফতর। তার মধ্যে আছে: ৫১ শতাংশ জমি তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য বাবহার করতে হবে। তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য নির্মাণকাজ শুরু করতে হবে জমি পাওয়ার তিন মাসের মধ্যে। পাঁচ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তথ্যপ্রযুক্তি শিল্প নির্মাণ শেষ হলে সংস্থাটি বাকি জমি অন্য বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবে। মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের অধীন রুগ্ণ শিল্প বেলুড়ের নিস্কো-র উদ্বৃত্ত ১০০ একর জমি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে (পিপিপি মডেল) বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ক্ষুদ্রশিল্প দফতরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
|
টাটা মোটরস্-এর প্যাসেঞ্জার গাড়ি ডিলার ভি টি আর মোটর্সের শোরুম এবং ওয়ার্কশপের উদ্বোধন হল বুধবার। খড়্গপুরের চৌরঙ্গির কাছে ও টি রোডের পাশে। এই উপলক্ষে একটা অনুষ্ঠানও হয়।
|
ব্যবসা, শিক্ষা, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে অবদানের জন্য সহারা গোষ্ঠীর কর্তা সুব্রত রায়কে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দিল ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন। সম্প্রতি সুব্রত রায়ের হাতে ওই সম্মান তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য লর্ড গুলাম নুন।
|
পঞ্চাশ বছরে পা রাখল শ্রীনিকেতন। বুধবার সোদপুর বিপণিতে তার আনুষ্ঠানিক সূচনা করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কর্ণধার নিত্যানন্দ আইচ জানান, সোদপুরে মাত্র ২০০ বর্গ ফুট নিয়ে যাত্রা শুরু করে এখন বিপণির আয়তন ২৫ হাজার বর্গ ফুট। বিপণি রয়েছে হাইল্যান্ড পার্ক, শ্যামবাজার ও বারাসতেও। ১৮ জুলাই পর্যন্ত মিলবে কেনাকাটায় উপহার।
|
সুপর্ণ মৈত্র দ্য ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিমেনের ডিরেক্টর জেনারেল হলেন। |