বাড়ি ভাঙচুর, মহিলাদের মারধরে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পঞ্চায়েত ভোটের ফলাফলের তিন দিন পরেও সংঘর্ষ অব্যাহত রইল জেলায়। সিপিএমের অভিযোগ, মেমারির নিমো ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল বেশ কিছু বাড়ি, দোকান ভাঙচুর করেছে। মারধর করা হয়েছে গ্রামের মহিলাদেরও। এই পরিস্থিতি চলছে মঙ্গলবার থেকে। সিপিএমের মেমারি ১ জোনাল কমিটির সম্পাদক অভিজিৎ কোঙার জেলাশাসকের কাছে পাঠানো চিঠিতে অভিযোগ করেছেন, মেমারির নিমো ২ পঞ্চায়েতে বামফ্রন্ট জেতার পর থেকে তৃণমূল স্থানীয় মহেশডাঙা ক্যাম্পে সন্ত্রাস চালাচ্ছে। তাঁর আরও অভিযোগ, ওই গ্রামে তৃণমূলের প্রায় ২৫ জন কর্মী সন্ত্রাস চালাচ্ছে যাদের অনেকেই সমাজবিরোধী। |
মেমারির নিমো ২ পঞ্চায়েতের মহেশডাঙায় তছনছ দোকান। —নিজস্ব চিত্র। |
ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০-৩২টি বাড়ি। ভাঙচুর করা হয়েছে পাঁচটি দোকানও। প্রহৃত হয়েছেন দুই মহিলা। জেলাশাসক ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “অভিযোগ পাওয়ার পরে অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস সরকারের নেতৃত্বে ওই গ্রামে একটি পুলিশ বাহিনী পাঠিয়েছি। মেমারি থানার ওসি পার্থ ঘোষকেও যেতে বলা হয়েছে। দোষিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া ও ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।”
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হল সুব্রত সরকার (৩২) নামেএক যুবকের। বৃহস্পতিবার সকালের ঘটনা। তাঁর বাড়ি কাঞ্চননগর মন্তেশ্বর তলায়। পুলিশ জানায়, মঙ্গলবার তাঁর দেহ স্থানীয় ডিভিসি সেচখালের পাশে পড়ে ছিল। এলাকাবাসীরা হাসপাতালে নিয়ে যান।
|
কাটোয়া
আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে বিজ্ঞানদিবস পালন ও আলোচনা ‘চক্ষু রোগ
ও চিকিৎসা’। বিজ্ঞান পরিষদ ভবন। বিকাল ৫টা। বিজ্ঞান পরিষদ ও সূজন সন্ধান। |