টুকরো খবর
প্রসঙ্গ পঞ্চায়েত, নড়ে বসছেন তৃণমূল নেতৃত্ব
পঞ্চায়েত নির্বাচনে শিলিগুড়ি লাগোয়া গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে তৃণমূলের ফল খারাপ হতেই নড়েচড়ে বসলেন জেলা নেতৃত্ব। দীর্ঘদিন ধরে দলের বিরাগভাজন হয়ে থাকা নেতাদের কাছে ডেকে তাদের নিয়ে কোর কমিটি তৈরি করে তা ঘোষণা করা হল। বুধবার দলীয় কার্যালয়ে ওই নতুন কমিটি ঘোষণা করেন কোর কমিটির সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তৃণমূলে থেকেও যারা দীর্ঘদিন দলের বিরাগভাজন হয়েছিলেন, যাদের কোর কমিটিতে রাখা হল তাঁরা হলেন প্রবীণ নেতা প্রতুল চক্রবর্তী, জোৎস্না অগ্রবাল, বেদব্রত দত্ত, মদন ভট্টাচার্য, দীপক শীল। শিলিগুড়ি লাগোয়া চারটি গ্রাম পঞ্চায়েত ডাবগ্রাম-১, ডাবগ্রাম-২, ফুলবাড়ি-১ এবং ফুলবাড়ি-২। তার মধ্যে ১টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জিতলেও বাকিগুলিতে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হয়েছে। এ ক্ষেত্রে কিছু নেতারা এক দিকে যেমন ঠিক মতো দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ, তেমনই পুরনো নেতাদের অনেককে দূরে সরিয়ে রাখা নিয়ে দলের মধ্যেই প্রশ্ন ওঠে। এর পরেই এ দিন দলের দীর্ঘদিন উপেক্ষিত হয়ে থাকা নেতাদের নিয়ে কোর কমিটি ঘোষণা করে দলকে চাঙা করার চেষ্টা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। মোট ২৮ জনকে নিয়ে ওই কোর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুরসভার সংযোজিত এলাকার দুই কাউন্সিলর জয়দীপ নন্দী এবং দুলাল দত্তকেও রাখা হয়েছে। রাখা হয়েছে মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া ব্লকের সভাপতিদেরও।

বধূকে আত্মহত্যায় প্ররোচণা, ধৃত চার
নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শ্বশুরবাড়ির চারজনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। মঙ্গলবার রাতে পূর্ব ফকদই বাড়ির নিচপাড়া এলাকায়। পুলিশ জানায়, রাত সাড়ে আটটা নাগাদ সান্ত্বনা দাস ওরফে বান্টি (২০) কে তাঁর স্বামী পবিত্র দাস (২৬), শ্বশুর বিপ্লব দাস, শাশুড়ি মিনু দাস ও দেওর রাজা দাস মারধর করে বলে অভিযোগ। এরপরেই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে যান তিনি সে। সেখানেই তাঁর ঝুলন্ত দেহ মেলে। তাঁর বাবা গোপাল দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের ধরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের থেকেই অত্যাচার চালাত তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। বারবার বাপের বাড়ি থেকে টাকা, সাইকেল চাওয়া হত। তা দেওয়া হলেও বিক্রি করে জুয়া খেলত। সম্প্রতি তাঁকে ফের টাকা আনতে বলা হয়। তাঁর পরিবারের অভিযোগ, মঙ্গলবার মেয়ের উপর অত্যাচার করার পর সে যখন বাপের বাড়ি চলে আসে তখন সেই বাড়িতে তাঁরা কেউ ছিলেন না। সেই সময়ই গলায় গামছা দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রতিবেশীদের থেকে জানা যায়। পরিজনদের দাবি, মেয়েটি বাপের বাড়ি চলে আসার পরে সেখানে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা এসেছিলেন। তাঁদের অভিযোগ, হয়ত শ্বশুর বাড়ির লোকেরাই তাকে মেরে ঝুনিয়ে দিয়েছেন। এ দিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

কাজ দাবি বক্সাবাসীর
ডুয়ার্সের অন্য জঙ্গলের মতো বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ১৫ জুন থেকে বন্ধ হয়েছে। ১৬ সেপ্টেম্বর জঙ্গলে প্রবেশাধিকার মিলবে। বর্ষার তিন মাস জঙ্গলে পর্যটন অথবা নদী খাত থেকে বালি পাথর উত্তোলনের কাজ বন্ধ। তাই পর্যটন বা পাথর তোলার কাজ করা প্রায় দেড়শ বাসিন্দা বর্ষার তিন মাসে কর্মহীন হয়ে পড়ে বলে অভিযোগ। জয়ন্তীর পাহাড়ি এলাকায় কৃষিকাজের পরিকাঠামো না থাকায়, বর্ষার ৩ মাস বিকল্প কাজের সুযোগ দেওয়ার দাবি তুলেছেন বাসিন্দারা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি জেভি ভাস্কর বলেন, “বর্ষায় শ্রমিকদের কাজের অভাবের কথা সত্যি। কিছু শ্রমিককে অস্থায়ী ভাবে রাস্তার ধারে জঙ্গল সাফাই কাজ দেওয়া হলেও, অধিকাংশকে দেওয়া সম্ভব হয় না।” জয়ন্তীর সুদন ভট্টাচার্য, গোকুল দে, উমাশংকর দুবে, রাজেশ চৌহানরা বলেন, “বর্ষার সময়ে কাজের খোঁজে বাস ভাড়া দিয়ে ২০-২৪ কিলোমিটার দূরে আলিপুরদুয়ার কিংবা কালচিনি যেতে হয়। সেখানেও বেশির ভাগ সময়ে কাজ পাওয়া যায় না। আমাদের যদি একশো দিনের কাজ দেওয়া হয়, তাহলে ভাল হয়।” কালচিনির বিডিও চন্দ্রসেন খাতি বলেন, “জয়ন্তীতে এই সময় পর্যটন ও পাথর উত্তোলন বন্ধ থাকে বলে শুনেছি। এই শ্রমিকরা যদি কাজের জন্য ব্লক অফিস বা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করেন, তাঁরা ১০০ দিনের কাজ পেতে পারেন।”

পাতলাখাওয়ায় পাহারায় পুলিশ
কংগ্রেস সমর্থক খুনের পর উত্তেজনা থাকায় পুলিশ পাহারা বসছে আলিপুর দুয়ারের পূর্ব শিমলাবাড়িতে। সোমবার রাতে এক কংগ্রেস সমর্থককে খুনের অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। জখম হন আরও তিন জন। থানার আইসি মলয় মজুমদার বলেন, “এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পূর্বশিমলা বাড়ি বাজার এলাকায় যেখানে খুন হয়েছে ও পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে দুটি জায়গায় পাহারা বসেছে। ঘটনায় যুক্ত বাকিদের খোঁজা হচ্ছে।” তৃণমূল নেতা জহর মজুমদার দাবি করেন, “তৃণমূলের কর্মী-সমর্থক এই হামলা করেনি। কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ফলেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি দুঃখজনক। নিজেদের কোন্দল তৃণমূলের ঘাড়ে চাপাতে চায় কংগ্রেস। মূল অভিযুক্ত স্বীকার করে সে কংগ্রেস সমর্থক।” জহরবাবুর বক্তব্য উড়িয়ে দিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেছেন, “কংগ্রেসে কোন্দল নেই। তৃণমূল এলাকায় গুন্ডা তৈরি করেছে। তারাই এ সব ঘটনা ঘটাচ্ছে। পুলিশ দুজনকে ধরে চুপচাপ বসে রয়েছে।”

স্ত্রীকে খুন, যাবজ্জীবন
গামছা দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে যাবজ্জীন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুরদুয়ার মহকুমা আদালত। বুধবার আদালতের অতিরিক্ত সেকেন্ড ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারক জ্যোর্তিময় চন্দ এই নির্দেশ দেন। ২০১২-র ৫ ফেব্রুয়ারি শামুকতলা থানার পশ্চিম খোলসামারির সরস্বতী মোহন্তকে খুন করার অভিযোগ ওঠে স্বামী বীরেন মহন্তের বিরুদ্ধে। ঘটনার সময় তাঁদের সাত বছরের ছেলে ঘরেই ছিল, ভয় পেয়ে সে চিৎকার করতেই পড়শিরা আসেন। আদালত সূত্রে জানা যায়, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকার জরিমানা ও ওই টাকা না দিলে আরও ৬ মাসের কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্তের আইনজীবী সঞ্জয় গুপ্তা বলেন, “এই রায়ের বিরুদ্ধে আমরা এই বার উচ্চ আদালতের কাছে আবেদন জানাব।”

টাকা তোলা নিয়ে নালিশ তৃণমূলের
স্কুলে ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে বাড়তি টাকা সংগ্রহ নিয়ে অভিযোগ তুলল তৃণমূলের ওয়ার্ড কমিটি। বুধবার ছেলেদের হিন্দি হাই স্কুল এবং মেয়েদের হিন্দি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্কুল পরিদর্শকের দফতরে তারা এ ব্যাপারে অভিযোগ জানান। তৃণমূলের ৫ নম্বর ওয়ার্ড কমিটির তরফে মিঠু সাহা জানান, ছেলে এবং মেয়েদের উভয় স্কুলেই অব্যবস্থা রয়েছে। নানা ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। সরকারি নিয়মে ভর্তির সময় যে টাকা নেওয়ার কথা তার থেকে অনেকগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। তা ছাড়া বর্ষিক ফি হিসাবেও মোটা টাকা আদায় করা হচ্ছে। পঞ্চাম শ্রেণিতে ভর্তি বন্ধ রাখা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতেই তাঁরা স্মারকলিপি দেন। স্কুল পরিদর্শকের দফতর থেকে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

বর্ষপূর্তি পালন
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক বছর পূর্তি পালন করার উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুলিশ। আগামী ৩০ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ওজি পাল। এই অনুষ্ঠানের মধ্যেই ৪ অগস্ট শিলিগুড়ি পুলিশের নীল-সাদা পোশাক আনুষ্ঠানিকভাবে চালু করা হবে বলে জানান তিনি। খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যশিবির, ইফতারের মত সমস্ত অনুষ্ঠানই তাঁদের কর্মসূচিতে রয়েছে বলে ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন। তিনি জানান, মূলত পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতেই এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্মারকলিপি পেশ
মিড-ডে মিল দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে স্মারকলিপি দিল প্রাথমিক শিক্ষক সংগঠন। বুধবার আলিপুরদুয়ার অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরে ১১ দফা স্মারকলিপি জমা দেন তাঁরা। পরিদর্শক প্রেমকান্ত কামতি বলেছেন, “শিক্ষকরা দাবি করেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানাব।” পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে কাঁকন দত্ত বলেন, “শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে প্রধান শিক্ষকের পদে উন্নতি করার দাবি পেশ করা হয়েছে।”

দুর্ঘটনায় মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার রাত ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে শিলিগুড়ির সেবক রোডে। পুলিশ জানায়, মৃতের নাম মনবীর রাই (৩৩)। কালিম্পঙের বাসিন্দা মনবীর শিলিগুড়ির আশ্রমপাড়ায় থাকতেন। তিনি সেবক রোড ধরে ফিরছিলেন। আনন্দলোক নার্সিংহোমের কাছে একটি ট্রাক পিছন থেকে তাঁকে ধাক্কা মারে।

গ্রেফতার
মঙ্গলবার টহলদারির সময় সন্দেহভাজন যুবককে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। অভিযুক্তের মান বিবেক ছেত্রি (২৮)। সে নকল পিস্তল দেখিয়ে ছিনতাই করত বলে পুলিশ সূত্রে খবর।

পেনশন চালুর দাবি
অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের পেনশন অবিলম্বে চালুর দাবি জানাল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। বুধবার রাজ্য জুড়ে সংগঠনের তরফে বিক্ষোভ দেখান তারা। শিলিগুড়িতেও স্কুল পরিদর্শকের দফতরে বিক্ষোভ হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.