ভাতে পোকা, ঘেরাও শিক্ষিকা
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
জেনেশুনে কৃষ্ণনগরের ঝিটকাপোতা জুনিয়র বেসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভারতী ঘোষ মিড-ডে মিলের জন্য পোকাধরা চাল রান্নার অনুমতি দিয়েছিলেন। এই অভিযোগ তুলে গ্রামবাসীরা ওই শিক্ষিকাকে বুধবার দুপুরে দীঘর্ক্ষণ ঘেরাও করে রাখেন। ঘটনার পর স্কুলে ছুটে যান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অর্চনা ঘোষ সরকার। তিনি দোষী শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার আশ্বাস দিলে উঠে যায় বিক্ষোভ।
অভিযুক্ত ভারতীদেবী ওই ঘটনার দায় চাপিয়েছেন রাঁধুনির ঘাড়ে। তিনি বলেন, “চালের মান খুব খারাপ। রাঁধুনিদের ভালো করে দেখে রান্না করতে বলেছিলাম। ওরা তা না করে উল্টে আমাকে অপমান করেছে।” রাঁধুনি বুলু বিবি বলেন, “চালে পোকা দেখে প্রধান শিক্ষিকাকে জানিয়েছিলাম। উনি সব জেনেও ওই চালই রান্না করতে বলেছিলেন।” |
চিনি চুরি, ধৃত ট্রাক মালিক
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ট্রাক বোঝাই চিনি চুরির অভিযোগে এক ট্রাক মালিককে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে কান্দির আনোখা গ্রামের ঘটনা। ধৃতের নাম অমৃত মণ্ডল। ট্রাকটিকেও আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ২৬ জুলাই শিলিগুড়ি থেকে ট্রাকটি সাড়ে তিনশো বস্তা চিনি বোঝাই করেছিল। ২৭ জুলাই মালদহে এক ব্যবসায়ীর গোডাউনে ট্রাকটি খালি করার কথা ছিল। অভিযোগ, ট্রাকটির মালিক অমৃতবাবু ট্রাকের চালককে মালদহে মাল খালাস না করে তাঁর কান্দির ব্যক্তির বাড়িতে নিয়ে যেতে বলেন। ঠিক সময়ে মাল না পেয়ে অভিযোগ জানান মালদহের ওই ব্যবসায়ী। তার ভিত্তিতেই বুধবার সকালে মাল খালাসের সময় পুলিশ হাতেনাতে ধরে ফেলে অমৃতবাবুকে। পুলিশ জানিয়েছে, ট্রাকটির মালিককে গ্রেফতার করা হলেও চালক ও খালাসি পলাতক থাকায় তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। |
জিতেও ‘হার’
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির একটি আসনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকেই বিজয়ী শংসাপত্র তুলে দিল প্রশাসন। ৪৪ নম্বর আসনে সিপিএম ও তৃণমূলের প্রার্থী ছিলেন যথাক্রমে আজিজুল হক শেখ ও হাসান আলি বিশ্বাস। বুধবার সিপিএম প্রার্থীকে বিজয়ী সংশাপত্র দেওয়া হয়। পরে ভুল ভাঙে প্রশাসনের। হাসান আলি শেখকে বিজয়ী সংশাপত্র দেওয়া হয়। বিডিও হেমন্ত ঘোষ বলেন, “তৃণমূল প্রার্থী জিতেছেন। কিন্তু রেজাল্ট শিটে যোগের ভুলে সিপিএম প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়ে গিয়েছিল। পরে তা সংশোধন করে নেওয়া হয়।” সিপিএমের জেলা সম্পাদক সুমিত দে বলেন, “আমরা অন্যায়ভাবে জিততে চাই না।” গৌরীশঙ্কর দত্ত বলেন, “হারা সত্ত্বেও যারা জয়ী সার্টিফিকেট নিতে যায় তাদের মুখে নৈতিকতার বুলি মানায় না।” |
ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই বন্ধুর
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই বন্ধুর। মঙ্গলবার রাতে চাকদহর বালিয়াডাঙার এই ঘটনায় মৃতদের নাম সুমন দে (২১) এবং শুভজিৎ দেবনাথ (১৯)। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধেবেলা বাড়ি থেকে দুই বন্ধু বেড়াতে বেরিয়েছিল। সুমনের বাবা স্বপন দে বলেন, “ছেলে ফিরতে দেরি হওয়ায় ক্লাবে গিয়ে খোঁজ নিই। জানতে পারি আমার ছেলে আর তার বন্ধুর দেহ রেল লাইনের ধারে পড়ে রয়েছে।” সুমন চাকদহ কলেজের বিকম তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। শুভজিৎ এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই দুই যুবকের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
ধোঁয়াশা কাটেনি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সাগরদিঘির বোখরা-২ গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনের ৬টি তৃণমূল পেয়েছে। কংগ্রেসের দখলে গিয়েছে ৫টি। বামেরা ২টি আসনে জিতেছে। কিন্তু ওই পঞ্চায়েতের প্রধান পদটি সংরক্ষিত ওবিসি মহিলাদের জন্য। একমাত্র সিপিএমেরই ওবিসি মহিলা প্রার্থী রয়েছে। তাই তিনি হবেন প্রধান। |
লরির ধাক্কায় মৃত্যু হল মেহেরনেশা খাতুন (১৬) নামে এক কিশোরীর। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জের খোজারপাড়ায়। পুলিশ জানায়, মঙ্গলবার বাবার সঙ্গে বাইকে করে ফেরার পথে রঘুনাথগঞ্জ-সাগরদিঘি রাজ্য সড়কে লরির ধাক্কায় কিশোরীর মৃত্যু হয়। |