গাফিলতিতেই দুর্ঘটনা
সংবাদসংস্থা • মাদ্রিদ |
জানা গেল, চালক ফ্রান্সিসকো হোসে গার্জনের গাফিলতিই স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার মূল কারণ। মঙ্গলবার প্রকাশ হওয়া প্রাথমিক তদন্ত রিপোর্টে এমনটাই জানা গেল। সে সময় ট্রেন চালাতে চালাতেই এক সহকর্মীর সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। ওই দুর্ঘটনায় ৭৮ জন যাত্রীর মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন ফ্রান্সিসকো। ৫২ বছর বয়সী ফ্রান্সিসকোর ৩০ বছর ট্রেন চালানোর অভিজ্ঞতা রয়েছে। মাদ্রিদ থেকে ফেরোলের ওই পথে গত এক বছর ধরে ট্রেন চালাচ্ছেন তিনি। তা সত্ত্বেও কেন দুর্ঘটনা ঘটল তা জানতেই ফ্রান্সিসকোকে আটক করেছিল পুলিশ। ফ্রান্সিসকো স্বাভাবিকের চেয়ে প্রায় তিন গুণ বেশি গতিতে ট্রেন চালাচ্ছিলেন। অনুমান, ফোনে কথা বলতে গিয়েই অন্যমনস্ক হয়ে গতি বাড়িয়ে দিয়েছিলেন তিনি। |
গুরুদ্বারে ভাঙচুর
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
ওক ক্রিক গুরুদ্বারে হামলার বর্ষপূর্তির কিছু দিন আগেই ফের হামলা। আর এ বার লক্ষ্য ক্যালিফোর্নিয়ার আরও একটি গুরুদ্বার। রবিবার রাতে সেখানে হানা দিল জঙ্গিদল। ভাঙচুর চালাল গুরুদ্বার চত্বরে। শুধু তাই নয়, রাতে স্প্রে-পেন্ট করে গুরুদ্বারের দেওয়ালে লিখে দিয়ে গেল ‘টেররিস্ট’। গত ৫ অগস্ট ওক ক্রিক গুরুদ্বারে এক অবসরপ্রাপ্ত মার্কিন সেনার গুলিতে নিহত হন ৬ শিখ ধর্মাবলম্বী। |
শাস্তির মুখে
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
উইকিলিকসে তথ্য ফাঁস করে শত্রুপক্ষকে সাহায্য করার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেন ব্র্যাডলি ম্যানিং। মার্কিন প্রশাসন জানায়, মার্কিন সেনা নিয়মবিধি অমান্য করার অভিযোগে ১৩৬ বছর পর্যন্ত জেল হতে পারে তাঁর। |