|
|
|
|
টুকরো খবর |
৫৭ বুথে ফের ভোট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গণনা কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ ওঠায় ৫৭টি বুথের গ্রাম পঞ্চায়েত আসনে কাল, বৃহস্পতিবার পুনরায় ভোট নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ফের ভোট হবে বর্ধমানের মেমারি ২ নম্বর ব্লকের ৫৫টি, মন্তেশ্বর ব্লকের একটি এবং হুগলির জাঙ্গিপাড়ার একটি বুথে। গণনা ৩ অগস্ট। রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে জানান, ওই ৫৭টির সঙ্গে গোনা হবে মেমারি-২ নম্বর ব্লকের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির আসনের ভোটও।
|
বাড়ল বোনাস |
রাজ্য সরকারি কর্মীদের বোনাস ১০০ টাকা বাড়ানো হল। গত বছর বোনাস হিসেবে দেওয়া হয়েছিল ২৫০০ টাকা। অর্থমন্ত্রী অমিত মিত্র সোমবার মহাকরণে জানান, যে-সব সরকারি কর্মীর মাসিক বেতন ২২ হাজার টাকা পর্যন্ত, তাঁরাই ২৬০০ টাকা বোনাস পাবেন। ঈদ ও দুর্গাপুজো উপলক্ষে কর্মীদের বোনাস ছাড়াও উৎসব-অগ্রিম হিসেবে ২৫০০ টাকা দেওয়া হবে। মন্ত্রী বলেন, “গত বছর উৎসব-অগ্রিম বাবদ দেওয়া হয়েছিল ২০০০ টাকা। এ বার তা ৫০০ টাকা বাড়ানো হয়েছে।” অবসরপ্রাপ্ত কর্মীরা পাবেন ১০০০ টাকা করে । গত বার তাঁরা ৯০০ টাকা করে পেয়েছিলেন। |
|
|
|
|
|