|
|
|
|
খড়্গপুরে পুরপ্রধান নির্বাচন ৫ অগস্ট |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পুরপ্রধান নির্বাচনের জন্য আগামী ৫ অগস্ট খড়্গপুর পুরসভার বোর্ড মিটিং ডাকা হল। মঙ্গলবার থেকে কাউন্সিলরদের কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে। পুরসভার ভারপ্রাপ্ত পুরপ্রধান তুষার চৌধুরী বলেন, “৫ অগস্ট বোর্ড মিটিং ডাকা হয়েছে।” পুরপ্রধান নির্বাচনের দিন ঠিক হওয়ায় শহরের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে ফের জল্পনা শুরু হয়েছে।
গত বছর অগস্টে তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা এনেছিল কংগ্রেস। ভোটাভুটির পর ফল নিয়ে বিস্তর জলঘোলা হয়। পরবর্তীকালে জারি করা রাজ্য সরকারের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল কংগ্রেস। গত ১৫ জুলাই হাইকোর্ট এক নির্দেশে জানায়, তিন সপ্তাহের মধ্যে বোর্ড মিটিং ডেকে খড়্গপুরে পুরপ্রধান নির্বাচন করতে হবে। বিষয়টি দেখভাল করবেন জেলাশাসক। এরপর থেকেই বোর্ড মিটিং ডাকার তত্পরতা শুরু হয় পুরসভার অন্দরে। বোর্ড মিটিং ডাকার জন্য ভারপ্রাপ্ত পুরপ্রধানকে চিঠি দেন জেলাশাসক। অতিরিক্ত জেলাশাসকের মারফত্ এই চিঠি পৌঁছয়। এর মধ্যে মেদিনীপুরে এসে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করেন খড়্গপুরের ভারপ্রাপ্ত পুরপ্রধান তুষার চৌধুরী এবং এক্সিকিউটিভ অফিসার (ইও) বাসুদেব পাল। গত বৃহস্পতিবার তাঁরা অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুমন ঘোষের দেখা করেন। পুরপ্রধান নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার পুর-কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, আগামী ৫ অগস্ট পুরসভার বোর্ড মিটিং হবে। জেলা প্রশাসনকেও তা লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। খড়্গপুর পুরসভা এখন তৃণমূলের দখলে। পুরপ্রধান নির্বাচনের পর পুরসভার দখল তৃণমূলেরই থাকে না, কংগ্রেসের দখলে যায়, সেটাই দেখার। দুই দলই জেতার জন্য ‘ম্যাজিক ফিগার’ নিশ্চিত করতে ব্যস্ত। যুযুধান দুই শিবিরেই চলছে আলোচনা এবং অঙ্ক কষা। পুরপ্রধান নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে যা আরও গতি পেয়েছে। |
|
|
|
|
|