ভোটের ডায়রি

চেয়ার কার?
চেয়ার তুমি কার? ঠিক এই প্রশ্নটাই করছেন কাটোয়া ১ ব্লকের সরগ্রাম পঞ্চায়েতের সিপিএম ও তৃণমূল। কারণ চেয়ার যে দিতে হবে, সেই দলই সরগ্রাম পঞ্চায়েতের কুর্সি দখল করবে। এই পঞ্চায়েতের কামাল গ্রামে চেয়ার প্রতীক নিয়ে জিতেছেন অসিত হাজরা। তিনি সিপিএমকে ১১৭ ভোটে হারিয়েছেন। এই আসনে তৃণমূল এ বার ২০টি ভোট পেয়েছে। আর ওই পঞ্চায়েতে সিপিএম ও তৃণমূল সরাসরি লড়াই করে ৫টি করে আসন দখল করেছে। ফলে অসিতবাবুর ‘নির্দল’ চেয়ার এই দুই দলের কাছে দামি। অসিতবাবু বাম-বিরোধী মানুষ। ১৯৯৮ সালে কংগ্রেসের টিকিটে কাটোয়া ১ পঞ্চায়েত সমিতির আসনে দাঁড়িয়ে জিতেছিলেন। এ বার বিধানসভায় কাটোয়া থেকে সরগ্রাম চলে যায় মঙ্গলকোট বিধানসভায়। তৃণমূলের হয়ে তিনি ভোটে খেটেওছিলেন। এ বার পঞ্চায়েত নির্বাচনে দলের কাছে টিকিট চেয়েছিলেন। কিন্তু টিকিট না পাওয়ায় চেয়ার প্রতীক নিয়ে দাঁড়িয়ে পড়েন এবং জেতেন। এ বার তিনি যে দলকে সমর্থন করবেন, সেই দলই পঞ্চায়েত দখল করবে। তাহলে? অসিতবাবুর কথায়, “এমনিতে আমি বাম-বিরোধী। তবে এখনও কিছুই ঠিক করিনি। কর্মীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেব।” তবে ঘনিষ্ঠ মহলে জোর চর্চা, যে দল তাঁকে প্রধান করবে তাঁকেই তিনি সমর্থন করবেন।

কমিটি নেই, নেই জয়
গত পঞ্চায়েত নির্বাচনে কাটোয়ার তাপবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের বিরুদ্ধে গড়ে উঠেছিল ‘কৃষি, কৃষক ও ক্ষেতমজুর বাঁচাও কমিটি’। কার্যত ওই কমিটির উপরে ভর করেই কাটোয়া ১ ব্লকের কোশিগ্রাম ও গোয়াই গ্রাম পঞ্চায়েত দখল নিয়েছিল কংগ্রেস। এখন কমিটি ভেঙে গিয়েছে। তাই ওই দুটি পঞ্চায়েতেই এ বার জয় পেল সিপিএম। সিপিএমের এক নেতার দাবি, “মানুষ বুঝতে পেরে ফিরে এসেছেন।”

জয়ী তুহিন-জায়া
গতবারে না পারলেও এ বারে পারলেন পুলিশের গুলিতে নিহত কংগ্রেস নেতা, কলেজ শিক্ষক তুহিন সামন্তের স্ত্রী নিষাদ সামন্ত। কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে জিতলেন কাটোয়া ২ ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েত সমিতির আসন থেকে। গতবারে তিনি ওই পঞ্চায়েত সমিতিরই অন্য একটি আসন থেকে নির্বাচনে লড়ে হেরে যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.