চেয়ার তুমি কার? ঠিক এই প্রশ্নটাই করছেন কাটোয়া ১ ব্লকের সরগ্রাম পঞ্চায়েতের সিপিএম ও তৃণমূল। কারণ চেয়ার যে দিতে হবে, সেই দলই সরগ্রাম পঞ্চায়েতের কুর্সি দখল করবে। এই পঞ্চায়েতের কামাল গ্রামে চেয়ার প্রতীক নিয়ে জিতেছেন অসিত হাজরা। তিনি সিপিএমকে ১১৭ ভোটে হারিয়েছেন। এই আসনে তৃণমূল এ বার ২০টি ভোট পেয়েছে। আর ওই পঞ্চায়েতে সিপিএম ও তৃণমূল সরাসরি লড়াই করে ৫টি করে আসন দখল করেছে। ফলে অসিতবাবুর ‘নির্দল’ চেয়ার এই দুই দলের কাছে দামি। অসিতবাবু বাম-বিরোধী মানুষ। ১৯৯৮ সালে কংগ্রেসের টিকিটে কাটোয়া ১ পঞ্চায়েত সমিতির আসনে দাঁড়িয়ে জিতেছিলেন। এ বার বিধানসভায় কাটোয়া থেকে সরগ্রাম চলে যায় মঙ্গলকোট বিধানসভায়। তৃণমূলের হয়ে তিনি ভোটে খেটেওছিলেন। এ বার পঞ্চায়েত নির্বাচনে দলের কাছে টিকিট চেয়েছিলেন। কিন্তু টিকিট না পাওয়ায় চেয়ার প্রতীক নিয়ে দাঁড়িয়ে পড়েন এবং জেতেন। এ বার তিনি যে দলকে সমর্থন করবেন, সেই দলই পঞ্চায়েত দখল করবে। তাহলে? অসিতবাবুর কথায়, “এমনিতে আমি বাম-বিরোধী। তবে এখনও কিছুই ঠিক করিনি। কর্মীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেব।” তবে ঘনিষ্ঠ মহলে জোর চর্চা, যে দল তাঁকে প্রধান করবে তাঁকেই তিনি সমর্থন করবেন।
|
গতবারে না পারলেও এ বারে পারলেন পুলিশের গুলিতে নিহত কংগ্রেস নেতা, কলেজ শিক্ষক তুহিন সামন্তের স্ত্রী নিষাদ সামন্ত। কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে জিতলেন কাটোয়া ২ ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েত সমিতির আসন থেকে। গতবারে তিনি ওই পঞ্চায়েত সমিতিরই অন্য একটি আসন থেকে নির্বাচনে লড়ে হেরে যান। |