টুকরো খবর
দুর্ঘটনায় জখম ৫০ পুলিশকর্মী
পঞ্চায়েতের ভোট গণনার কাজে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ৫০ জন পুলিশ কর্মী জখম হয়েছেন। রবিবার বিকেল চারটে নাগাদ মালদহের কালিয়াচক থানার সুজাপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। গুরুতর জখম ১০ জন পুলিশ কর্মীকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি জখম পুলিশ কর্মীদের কালিয়াচকের সিলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম পুলিশ কর্মীদের দেখতে জেলা পুলিশ সুপার মালদহ মেডিক্যাল কলেজে যান। পুলিশ সুপার বলেন, “ট্রাকের সঙ্গে মুখোমুখি সর্ংঘষে যে ৫০ জন পুলিশ কর্মী জখম হয়েছে তাদের প্রত্যেকের চিকিৎসা চলছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার জেলার ১৫টি ব্লকে ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনার কাজ হবে। সেই উপলক্ষে রবিবার সকালে বেলা সাড়ে চারটা নাগাদ মালদহ শহরের পুলিশ লাইন থেকে একটি বাসে ৫০ জন পুলিশ কর্মী কালিয়াচকে ভোট গণনা কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে সুজাপুরের কাছে উল্টো দিক থেকে আসা মালদহমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশকর্মীদের বাসে ধাক্কা মারে। তাতে প্রায় সকলেই জখম হন। জখম পুলিশ কর্মীদের কারও মাথা ফেটে গিয়েছে, কারও হাতে বা পায়ে গুরুতর চোট রয়েছে। বিকেলে ওই দুর্ঘটনার পর জাতীয় সড়কে প্রায় আধ ঘণ্টা যান চলাচল ব্যহত হয়ে পড়ে। পরে দুর্ঘটনায় পড়া বাস এবং ট্রাকটি সরানো হলে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্লীলতাহানি, নালিশ
জমি নিয়ে বিবাদে সরকারি কর্মীকে মারধর এবং তাঁর বোনের শ্লীলতাহানির অভিযোগ উঠল ইসলামপুর পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে কাউন্সিলর এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। রবিবার দুপুরে ইসলামপুরর শহরের তিনপুল মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের করেছেন প্রহৃত ওই সরকারি কর্মী সুকুমার দাস। মহকুমাশাসকের দফতরের তিনি কাজ করেন। তাঁর দাবি, তিনপুল সংলগ্ন এলাকাতে প্রায় ৪০ বছর ধরে পরিবার নিয়ে তিনি বসবাস করছেন। অভিযোগ, তাঁর জায়গা দখলের চেষ্টা করছে এলাকার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা ওই ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হাজি মুজাফ্ফর হুসেন ও তাঁর অনুগামীরা। এ দিন লোকজন নিয়ে তারা চড়াও হয়। বাধা দিতে গেলে সুকুমার দাস এবং তার পরিবারের লোকদের মারধর করা হয়। কাউন্সিলর এবং তাঁর লোক সুকুমারবাবুর বোনের শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। সুকুমারবাবু এবং তার পরিবারের ৫ জন জখম হয়ে ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ অস্বীকার করে হাজি মুজাফ্ফর হুসেন বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। কাউন্সিলার হওয়ায় গোলমালের খবর পেয়েই এলাকাতে গিয়েছিলাম।” তাঁর দাবি, ৪২ লক্ষ টাকা দিয়ে ওই জমিটি কিনেছেন এলাকার দুই মহিলা। এ দিন সুকুমারবাবুই জমি দখল করতে গেলে বচসা বাঁধে। মারধর করা হয়নি।

সন্ত্রাসে মিছিল, পাল্টা মিছিলও
চেচাখাতায় গোলমালের জেরে মিছিল পাল্টা মিছিলে উত্তেজনা ছড়াল। গত শুক্রবার রাতে স্থানীয় তৃণমূল নেতা তপেন করের নেতৃত্বে এলাকায় বাম ও কংগ্রেসের কর্মীদের উপর হামলা হয় বলে অভিযোগ। রবিবার বিকেলে আলিপুরদুয়ার জংশন ডিআরএম চৌপতি থেকে অসম গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল বার করে কংগ্রেসে। প্রায় একই সময় অভিযুক্ত তৃণমূল নেতা তপেন করের বাড়ির পাশ দিয়ে মিছিল করে সিপিএম। তপনবাবুও কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন এলাকায়। সিপিএমের জেলা সম্পাদকমন্ডলী সদস্য সুনীল ঘোষ বলেন, “পুলিশকে অভিযুক্তদের ধরতে ৪৮ ঘণ্টা সময় দিয়েছি। কর্মী সমর্থকদের প্ররোচনায় পা দিতে বারণ করেছি।” প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেন, “মিছিল করে দোষীদের ধরার দাবি তোলা হয়েছে।” তৃণমূল নেতা তপেন কর বলেন, “বামেরা ক্ষমতা চলে যাওয়ায় অশান্তি সৃষ্টি করছে।”

দেহ উদ্ধার
জাতীয় সড়কের ধার থেকে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে মালদহের নারায়ণপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধার থেকে বস্তাবন্দি ওই কিশোরীর মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বস্তাবন্দি দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “বস্তাবন্দি মৃত কিশোরীর পরিচয় এখনও জানা যায়নি। বয়স ১৪ বছরের মতো। মনে হচ্ছে অন্য কোথাও খুন করে এখানে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.