টুকরো খবর
খোঁজ নেই ভোটকর্মীর
ভোট গ্রহনের কাজে বেরিয়ে নিখোঁজ হয়েছেন এক ভোটকর্মী। ঝালদার তুলিন গ্রাম পঞ্চায়েতের চতুর্থ শ্রেণির ওই কর্মীর নাম বরণ মাঝি। ১১ জুলাই প্রথম দফার ভোটে তাঁর ডিউটি পড়ে কোটশিলা থানার টাটুয়াড়া প্রাথমিক স্কুলে। ভোটগ্রহণ শেষ হয়ে যাওয়ার আড়াই সপ্তাহ পরেও বাড়ি ফেরেননি তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার জয়পুরের তুলতা গ্রামের বাসিন্দা ৫৮ বছরের বরণবাবু কর্মসূত্রে পরিবার নিয়ে থাকেন তুলিনে। তাঁর ছেলে দীপক মাঝি বলেন, “ভোটের আগের দিন বাবাকে তুলিন স্টেশনে ট্রেনে তুলে দিয়ে আসি। কিন্তু ভোট শেষ হওয়ার একদিন পরেও বাবা বাড়ি না ফেরায় আমরা ঝাড়খণ্ড-সহ বিভিন্ন এলাকায় আত্মীয়দের বাড়িতে খোঁজ করি। বাবা মোবাইল ফোনও ব্যবহার করেন না। তাই ফোনেও আমরা যোগাযোগ করতে পারিনি।” তিন দিন পরে কোটশিলা থানায় তাঁরা নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ জানিয়েছে নির্বাচনের কাজ শেষ করে ওই কর্মী রাতে কোটশিলায় সেক্টর অফিসে নথিপত্র জমা করে রিলিজ অর্ডার নিয়েছিলেন বলে খোঁজ নিয়ে জানা গিয়েছে। কিন্তু তারপর তিনি কোথায় গিয়েছেন কোনও তথ্য পাওয়া যাচ্ছে ন।। তাঁর ছবি-সহ বিবরণ বিভিন্ন থানায় পাঠিয়ে সন্ধান করা হচ্ছে।

নারী-নিগ্রহ রোধে লড়াই রঘুনাথপুরে
এলাকায় নারী-নিগ্রহ রোধে কমিটি গড়ে লড়াই করার সিদ্ধান্ত নিলেন রঘুনাথপুর শহরের মহিলারা। রবিবার রঘুনাথপুর শহরে মহকুমা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে নারী-নিগ্রহ রোধে নাগরিক কনভেনশন হয়। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট আইনজীবী, চিকিত্‌সক ও শিক্ষকেরা। রঘুনাথপুর শহরে ‘মদ উচ্ছেদ ও নারী সুরক্ষা সমিতি’ নামের সংগঠন গড়ে এলাকায় মদের ঠেক উচ্ছেদ ও নারী নিগ্রহের বিরুদ্ধে আন্দোলন করছে একটি অরাজনৈতিক মঞ্চ। এ দিন তাদেরই উদ্যোগে ওই নাগরিক কনভেনশন হয়। উপস্থিত ছিলেন শহরের শতাধিক মহিলা। কনভেনশনে ৬৩ জনের কমিটি গঠন করা হয়েছে। সম্পাদিকা হয়েছেন নীলিমা ভদ্র। সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামাপদ বন্দ্যোপাধ্যায়। শহরের বিভিন্ন পেশার বিশিষ্টজনদের কনভেনশনের মাধ্যমে পাশে পাওয়ায় তাদের আন্দোলন আরও জোরদার হবে বলে নীলিমাদেবীর আশা।

মন্ত্রীর কাছে নালিশ
নিহত তৃণমূল নেতার শহিদ স্মরণ অনুষ্ঠানে গিয়ে মৃতের ছেলের কাছে ক্ষোভের কথা শুনলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিন বছর আগে ২৮ জুলাই বোরো থানার দিঘি গ্রামে মানবাজার ২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য হলধর মাহাতো বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন। সেই থেকে তাঁর বাড়িতে শহিদ স্মরণ অনুষ্ঠান হয়ে আসছে। নিহতের ছেলে মহিতোষ মাহাতো মন্ত্রীর কাছে অনুযোগ করেন, “খুনের পরে তিন বছর কেটে গিয়েছে, কিন্তু অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেনি। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরেও অভিযুক্তেরা ঘুরে বেড়াচ্ছে।” মন্ত্রী তাঁকে বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলব।”

তিন মহিলার দেহ
পর পর দু’দিনে বাসস্ট্যান্ড ও রেল স্টেশনের কাছে মিলল দুই মহিলার দেহ। শনিবার পুরুলিয়া বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় উদ্ধার হয় বছর চল্লিশের এক মহিলার দেহ। রবিবার কোটশিলা স্টেশন লাগোয়া এলাকায় বছর ২৫-র অন্য এক মহিলার দেহ উদ্ধার হয়। দেহে আঘাতের চিহ্ন মেলেনি। তবে পুলিশ তাঁদের পরিচয় জানাতে পারেনি। অন্য দিকে, শনিবার সকালে বলরামপুর থানার জোসুডি গ্রামে বাড়ি থেকে রাধানাথ মাণ্ডি (৪৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে।

বাজ পড়ে মৃত্যু
কাজ সেরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হল এক সরকারি কর্মীর। ওই ব্যক্তির নাম তপনকুমার ঘোষাল (৫৭)। বাড়ি রঘুনাথপুর শহরের নন্দুয়াড়াতে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে রঘুনাথপুরে মহকুমাশাসকের কার্যালয়ের কাছে। তপনবাবু কাশীপুর ব্লকের কর্মী ছিলেন। বাজের আঘাতে প্রথমে তিনি জখম হন। রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.