বিস্কুট কিনতে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গিয়েছিল দু’বছরের একটি শিশু। তাকে উদ্ধার করে পুলিশের হাতে দেন এক রিকশাচালক। ঘটনাটি পুরুলিয়া শহরের। শনিবার রাতে রেশমি সিংহ নামের ওই মেয়েটিকে চাইল্ড লাইনের মাধ্যমে পরিবারের হাতে দিয়েছে পুলিশ।
রেশমি।
নিজস্ব চিত্র।
|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কানপুরের বাসিন্দা রেশমি সম্প্রতি মায়ের সাথে এসেছিল শহরের পোকাবাঁধ এলাকায় নিজের মামাবাড়িতে। শনিবার দুপুরে এক পড়শির সঙ্গে দোকানে বিস্কুট কিনতে বেরিয়েছিল সে। পরে একাই বাড়ি ফেরার সময়ে রাস্তা হারিয়ে দূরের জেলেপাড়া এলাকায় চলে যায় বাচ্চা মেয়েটি। রাস্তা হারিয়ে একা বসে কাঁদছিল শিশুটি। জেলেপাড়ার বাসিন্দা পিন্টু বাউরি রেশমিকে নিজের রিকশায় চাপিয়ে পাশের সদরপাড়া, মুনসেফডাঙ্গা ও জেলেপাড়ায় বাড়ির খোঁজে ঘোরালেও ফল হয়নি। শেষ পর্যন্ত শনিবার রাতে রেশমিকে পুরুলিয়া সদর থানায় নিয়ে যান পিন্টুবাবু। পুলিশ যোগাযোগ করে পুরুলিয়ার চাইল্ড লাইনের সঙ্গে। তাদের মাধ্যমে যখন রেশমিকে হোমে পাঠানোর তোড়জোড় চলছে, সেই সময়েই থানায় মেয়ের খোঁজে আসেন রেশমির মা বন্দনাদেবী। উপযুক্ত প্রমাণ দেখিয়ে মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান তিনি। তাঁর কথায়, “পুলিশের কাছে এসেছিলাম নিখোঁজ ডায়েরি করতে। ভাবিনি মেয়েকে থানাতেই ফিরে পাব!” আর পিন্টুবাবু বলেন, “বাচ্চা মেয়েটাকে রাস্তায় বসে একা কাঁদতে দেখে বুঝেছিলাম হারিয়ে গিয়েছে। মেয়েটা মাকে ফিরে পাওয়ায় ভাল লাগছে।” |