টুকরো খবর
রিভলভার ঠেকিয়ে ছিনতাই হাড়োয়ায়
জনবহুল এলাকায় এক ব্যবসায়ীর মাথায় রিভলভার ঠেকিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বসিরহাটের হাড়োয়া স্টেশনে ওই ঘটনা ঘটে। ব্যবসায়ী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁরে মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিশ জানিয়েছে, শাসনের বাসিন্দা মহম্মদ এমদাদুল হক নামে ওই ব্যক্তির মাছের ব্যবসা রয়েছে। ওই দিন সকালে মাছ কেনার জন্য তিনি সন্ডালিয়া স্টেশন থেকে হাসনাবাদ লোকালে ওঠেন। বেলা সাড়ে ১০টা নাগাদ হাড়োয়া স্টেশনে নেমে একটি ভ্যানরিকশায় হাড়োয়া বাজারের দিকে রওনা হন। সেই সময় স্টেশনের অগূরেই জনা তিনের দুষ্কৃতী তাঁর মাথায় রিভলভার ঠেকিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। বাধা দিলে তাঁকে মারধর করে। ওই ব্যবসায়ীর দাবি, তাঁর বাদে সাড়ে তিন লক্ষ টাকা ছিল। পুলিশকে তিনি দুষ্কৃতীদের একজনের পরিচয়ও জানান। এর পরেই পুলিশ তল্লাশি চালিয়ে তিন দুষ্কৃতীকে পাকড়াও করে। ধৃতদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্রলার ডুবে নিখোঁজ এক
ফের ট্রলার ডুবে নিখোঁজ হলেন একজন মৎস্যজীবী। রবিবার ভোরে জম্মুদ্বীপের অদূরে বোটবয়ার চরে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীর নাম জগন্নাথ সানি (৪৫)। বাড়ি নামখানার হরিপুর গ্রামে। শুক্রবার জম্বুদ্বীপের কাছেই উল্টে যাওয়া ট্রলারটি ও তার চারজন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। মৃত চার মৎস্যজীবীর নাম প্রবীর দাস (৩২), স্বপন দাস (৩০), জয়দেব দাস (২৩) এবং স্বপন দাস (২১)। প্রশাসন সূত্রের খবর, শনিবার সকালে নামখানার দশমাইল ঘাট থেকে এফ বি দীপান্বিতা নামে একটি ট্রলারে ১২ জন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান। রবিরার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ট্রলারটি চরে ধাক্কা মারলে নীচের অংশ ফেটে গিয়ে ডুবে যায়। অন্য একটি ট্রলার ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করলেও একজনের খোঁজ মেলেনি।

গুলি করে খুনের চেষ্টা
ঘুমন্ত অবস্থায় এক যুবককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে রামনগরের দুর্গাপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, জখম ওই যুবকের নাম বাসহরি কর। তাঁর চিকিৎসা চলছে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে বাড়ির বারান্দায় ঘুমাচ্ছিলেন বছর ছাব্বিশের বাসহরি। সেই সময় জানলা থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি মাথার পিছন দিকে লেগে বেরিয়ে যায়। ঘটনাস্থলে যায় পুলিশ। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম ছাত্র
প্রধানশিক্ষক জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে প্রধান শিক্ষক তাকে ধরে ছাদে তুলে দিয়েছিলেন। ছাদে সিঁড়ি ছিল না। ছাদের গা বেয়েই বৈদ্যুতিক তার নীচে নেমে এসেছে। কাজ শেষ হলে প্রধানশিক্ষক চতুর্থ শ্রেণির ছাত্র রাহুল সর্দারকে ওই তার ধরেই নীচে নামতে বলেন। আর তা শুনে নামতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় সে এখন হাসপাতালে ভর্তি। শনিবার দুপুরে হাবরার নিমতলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ছাত্রের বাবা প্রধান শিক্ষক কল্যাণময় দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। জেলার পুলিশ সুপার বলেন, “প্রয়োজনে শিক্ষককে গ্রেফতার করা হবে।”

সিপিএম প্রার্থীর মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সিপিএমের এক পঞ্চায়েত সমিতির প্রার্থীর। রবিবার দুপুরে গোপালনগর থানার চালকী এলাকার ঘটনা। মৃত তপন দত্ত (৪৫) এ বার বনগাঁ পঞ্চায়েত সমিতির ২৫ নম্বর আসনে তৃণমূলের সৌমেন দত্তের (বিদায়ী সভাপতি) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতায় নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। প্রশাসন সূত্রের খবর, তপনবাবু জিতলে ওই আসনে উপ-নির্বাচন করতে হবে।

পুলিশের হাত থেকে পালাল অভিযুক্ত
পুলিশের হাত থেকে পালিয়ে গেল শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত। শনিবার রাতে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার চারঘাট পুলিশ ফাঁড়িতে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই স্বরূপনগর থানার ওসি বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে গেলেও বিশ্বজিৎ সানা নামে ওই অভিযুক্তকে ধরা যায়নি। ওই যুবক কাচদহ গ্রামে প্রতিবন্ধী এক নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

কাফ সিরাপ, ধৃত ৩
৩০০ বোতল কাফ সিরাপ-সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। শনিবার রাতে বনগাঁর জয়ন্তীপুর বাজার থেকে এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত তিন দুষ্কৃতীর নাম স্বপন বাগচী, নরেশ রাম এবং জাহাঙ্গীর বিশ্বাস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.