বৃষ্টি শুরু হতেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নিকাশির সমস্যা ফের সামনে এসে গিয়েছে। সুষ্ঠু নিকাশি না থাকায় যত্রতত্র জল জমে সমস্যা আরও ভয়ানক আকার নিয়েছে। উপায় না থাকায় নোংরা জমে থাকা জল মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। সমস্যা হচ্ছে যান চলাচলের ক্ষেত্রেও।
স্থানীয় মানুষের অভিযোগ, বাসন্তী বাজার সংলগ্ন আশপাশের কোনও এলাকাতেই নিকাশি নালার ব্যবস্থা নেই। যেটুকু রয়েছে, দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে সেগুলিও জল নিকাশির ক্ষমতা হারিয়েছে। সামান্য বৃষ্টিতেও তাই জল বেরোতে পারছে না। এলাকায় নিকাশির সমস্যা নিয়ে বহুবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। বাসন্তী হাইওয়ে সংলগ্ন মাদার টেরিজা সরণিতে বৃষ্টিতে রাস্তায় এক হাঁটু জল জমে রয়েছে। রাস্তার উপরেই রয়েছে বাসন্তী সেন্ট টেরিজা স্কুল, বাজার, নার্সিংহোম সহ ক্যাথলিক কবরস্থান। |
স্থানীয় বাসিন্দা প্রভুদান হালদার, চিত্ত সাঁতরা, বিপুল পাঁজারা বলেন, “অধিকাংশ জায়গায় নিকাশি নালা নেই। যেগুলি ছিল তাও বুজে গিয়েছে। জমা জল সরতে না পারায় চারদিকে দুর্গন্ধ বেরোচ্ছে। প্রায় ২৫ বছর আগে মাদার টেরিজার অনুরোধে পূর্ত দফতর ইট দিয়ে রাস্তাটি তৈরি করেছিল। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার প্রতি প্রশাসনের কোনও নজর নেই।” বাসিন্দাদের আরও দাবি, কয়েকটি জায়গায় নিকাশি নালা বুজিয়ে বেআইনি ভাবে দোকানপাট গজিয়ে উঠেছে। ওই সব দখলদারি সরাতে প্রশাসনের উদ্যোগ নেই। এই অবস্থায় জমা জল থেকে নানা রোগের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
বাসন্তীর বিডিও সৌম্য চট্টোপাধ্যায় বলেন, “ওই এলাকায় নিকাশির সমস্যা রয়েছে এটা ঠিক। তবে পঞ্চায়েত ভোট না মেটা পর্যন্ত কোনও কিছু করা সম্ভব নয়। ভোটের পরে বেআইনি দখলদার উচ্ছেদ করার জন্যও ব্যবস্থা নেওয়া হবে।” নিকাশি নালাগুলি সংস্কারের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ করার ব্যাপারেও আশ্বাস দিয়েছেন তিনি।” |