স্ত্রীকে খুনেও অভিযুক্ত
শ্যালক খুনে জেলে বসেই ‘সুপারি’, খুন অন্য শ্যালক
শ বছরে দুই ভাই খুন! খুন তাঁদের বোনও।
প্রথমে কোন্নগরের হারান ব্যানার্জি লেনের বাসিন্দা জগন্নাথ মজুমদার। মাস ছয়েক পরে তাঁর দিদি পূর্ণিমা সরকার। এবং মাস দুয়েক আগে খুন হন জগন্নাথের বড়দা সাধনবাবু। প্রথম খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন জগন্নাথের জামাইবাবু, পূর্ণিমার স্বামী হিন্দমোটরের বাসিন্দা স্বপন সরকার। পূর্ণিমা যখন খুন হন, তখন স্বপন জামিনে মুক্ত ছিল। তার বিরুদ্ধে শাগরেদদের নিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগে এখনও মামলা চলছে। কিন্তু সাধনবাবুকে কারা খুন করল তা নিয়ে প্রথমে ধন্দে ছিল পুলিশ। শেষমেশ, কয়েক জন দুষ্কৃতীকে গ্রেফতার এবং জেরার পরে তদন্তকারীরা দাবি করেন, প্রেসিডেন্সি জেলে বসে ভাড়াটে খুনি লাগিয়ে বড় শ্যালককে খুনের মূল চক্রী স্বপনই। ২০০৩ সালে উত্তরপাড়ার একটি নর্দমার স্ল্যাবের নীচ থেকে জগন্নাথের কোপানো দেহ উদ্ধার করে পুলিশ। শ্বশুরবাড়ি থেকে টাকা চেয়ে না পাওয়ায় আক্রোশে জগন্নাথকে খুনের অভিযোগ ওঠে স্বপনের বিরুদ্ধে। স্বপন ও তার কয়েক জন শাগরেদকে গ্রেফতার করে পুলিশ। স্বামীর এই কাণ্ডে প্রতিবাদ করেছিলেন পূর্ণিমাদেবী। মাস ছয়েক পরে তাঁকেও শ্বাসরোধ করে খুন করে দেহ ঝুলিয়ে দিয়ে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টার অভিযোগ ওঠে স্বপন ও তার দলবলের বিরুদ্ধে। তদন্তকারীদের ধারণা হয়, প্রতিশোধ নিতেই জামিনে ছাড়া পাওয়ার পরে স্ত্রীকে হত্যা করে স্বপন। মামলাটি এখন শ্রীরামপুর আদালতে চলছে।
কিন্তু পুলিশ ধন্দে পড়ে যায় গত ৭ মে। সে দিন সন্ধ্যায় ভদ্রকালীর জিটি রোডে নিজের গয়নার দোকানে দুষ্কৃতীদের গুলিতে খুন হন স্বপনের বড় শ্যালক সাধনবাবু। প্রেসিডেন্সি জেলে থাকা স্বপনের উপরে প্রথমে পুলিশের সন্দেহ হয়নি। কিন্তু মজুমদার পরিবারের অতীত ঘেঁটে তদন্তকারীরা দেখেন, পূর্ণিমা খুনের মামলায় মূল সাক্ষী ছিলেন বছর ছাপ্পান্নর সাধনবাবুই। তখন সন্দেহ গিয়ে পড়ে স্বপনের উপরে। তদন্তকারীদের ধারণা হয়, মামলা থেকে রেহাই পেতেই ‘পথের কাঁটা’ সাধনবাবুকে সরিয়ে দেওয়ার জন্য খুনের ছক কষতে পারে স্বপন।
তদন্তে নেমে সাধনকে খুনের অভিযোগে পুলিশ স্বপনের এক আত্মীয় কবির রায়চৌধুরী-সহ মোট আট জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে যেমন স্থানীয় দুষ্কৃতীরা রয়েছে, তেমনই রয়েছে কলকাতার দুষ্কৃতীরাও। স্বপনের নামও অভিযুক্তের তালিকায় যুক্ত করা হয়। দুষ্কৃতীদের মোটরবাইক এবং খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করে পুলিশ।
তদন্তকারীদের দাবি, ধৃতেরা কবুল করেছে, প্রেসিডেন্সি জেলে থাকা তোলাবাজ এবং দুষ্কৃতীদের সাহায্য নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে তাদের সঙ্গে স্বপন যোগাযোগ করে। ধৃত মহম্মদ ওয়াসিম এবং সাবির আহমেদ নামে পার্ক স্ট্রিট এলাকার দুই দুষ্কৃতী সাধন খুনে প্রত্যক্ষ ভাবে জড়িত। উত্তরপাড়ায় সাধনবাবুর দোকানে ভিড় কমলে তারা ঢোকে। সাধনবাবুকে লক্ষ করে পাইপগান থেকে গুলি চালায়। কিছু দিন আগে বাবার মৃত্যুর বাৎসরিক ক্রিয়াকর্ম উপলক্ষে প্যারোলে ছাড়া পেয়ে বাড়িতে এসে স্বপন শ্রীরামপুর শিল্পাঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী চিকুয়ার মাধ্যমে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ করে। সাধন খুনের জন্য স্বপন ২ লক্ষ ৬০ হাজার টাকা খরচ করে। তার মধ্যে ওয়াসিম এবং সাবিরই ৪০ হাজার টাকা করে পায়। হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “উত্তরপাড়ায় ওই ঘটনার তদন্তে পুলিশ যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছে।” পূর্ণিমা খুনের বিচার চাইতে তাঁর মা মমতা মজুমদার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। তদন্তের অগ্রগতি নিয়ে তৎপর হন মূখ্যমন্ত্রীর দফতরের অফিসারেরা। তার পরেও সাধনবাবু খুন হয়েছেন। মজুমদার বাড়ির চার ভাইবোনের মধ্যে রয়ে গিয়েছেন শুধু মেজো ভাই খোকন। আতঙ্কে দিন কাটালেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.