টুকরো খবর |
শিল্পশহরে পথ দুর্ঘটনায় মৃত তিন
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল তিন মোটরবাইক আরোহীর। হলদিয়ার সিটিসেন্টারের কাছে শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। মৃতেরা হলেন সারদানন্দ হাজরা (২১), সুপ্রিয় বেজ (২৭), ও নির্মাল্য পণ্ডা (৩২)। সুপ্রিয়বাবু ও নির্মাল্যবাবু চণ্ডীপুরের বাসিন্দা। আর সারদানন্দবাবুর বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। এ দিন রাতে মঞ্জুশ্রী থেকে সিটিসেন্টারের দিকে যাওয়ার সময় পেট্রোকেমিক্যাল লিঙ্ক রোডের টোলপ্লাজার কাছে একটি গ্যাস ট্যাঙ্কার তাঁদের পিছন থেকে ধাক্কা মারে। সারদানন্দবাবু ও সুপ্রিয়বাবু ঘটনাস্থলেই মারা যান। নির্মাল্যবাবুকে গুরুতর জখম অবস্থায় প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, এ দিন ওই একই সময়ে দুর্গাচকের কলোনি বাজারে মঞ্জুশ্রী থেকে দুর্গাচকগামী একটি দশ চাকার লরির সামনের চাকা হঠাৎ ফেটে যায়। ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের গায়ে নুড়ি পাথর ছিটকে পাঁচ জন জখম হন।
|
জামবনি থেকে গ্রেফতার মাওবাদী
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
|
এক মাওবাদী স্কোয়াড সদস্যকে ধরল ঝাড়গ্রাম জেলা পুলিশ। রবিবার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জামবনি থেকে ধরা পড়েন চুনারাম টুডু ওরফে চাটু। তাঁর বাড়ি ঝাড়গ্রামের বাঁকশোলে গ্রামে। ধৃতের কাছে .৯ এমএম পিস্তল ও চার রাউন্ড কার্তুজ মিলেছে। মাওবাদী নেতা জয়ন্তর স্কোয়াডের সক্রিয় সদস্য চুনারাম দীর্ঘ দিন ফেরার ছিল। তাঁর বিরুদ্ধে খুন, রাষ্ট্রদ্রোহিতা, হামলা, অপহরণের অভিযোগ রয়েছে। ঝাড়গ্রামের পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “জয়ন্তর স্কোয়াডের সদস্যরা ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রামে ঢোকার চেষ্টা করছিল। খবর পেয়ে চুনারামকে ধরা হয়েছে। তাঁকে জেরা করে জয়ন্ত সম্পর্কেও তথ্য পাওয়া গিয়েছে।” ঝাড়গ্রামের লবকুশ জঙ্গলে এ দিনই মাটি খুঁড়ে ১৮ কেজি বিস্ফোরক এবং একটি দেশি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
|
শিশুউদ্যানের উদ্বোধন |
বধির স্কুলের পড়ুয়াদের জন্য উদ্বোধন হল একটি শিশুউদ্যানের। শনিবার হলদিয়ার ব্রজলালচক সংলগ্ন বাড়বাসুদেবপুরে ‘শ্রুতি’ নামে ওই সরকার অনুমোদিত আবাসিক স্কুলের সামনেই উদ্যানের উদ্বোধন হয়। |
|