পূর্বে ত্রিস্তরেই জয় নিয়ে নিশ্চিত তৃণমূল
প্রায় সাড়ে ১০ হাজার প্রার্থী। গত ১৫ জুলাই তাঁদের ভোট ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। ব্যালট বাক্সে বন্দি সেই ভাগ্য নিয়ে চড়ছিল উত্তেজনার পারদ। আজ, সোমবার অবসান হতে চলেছে যাবতীয় জল্পনা-কল্পনার। বিকেলের মধ্যে স্পষ্ট হয়ে যাবে জেলা পরিষদ-সহ পঞ্চায়েতের নিরঙ্কুশ ক্ষমতা কাদের হাতে থাকছে।
সোমবার সকাল থেকেই জেলার ২৫টি ব্লকের ২৫টি ভোট গণনাকেন্দ্রে কড়া নিরপত্তার মধ্যে গণনার প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পাল বলেন, ‘‘সকাল ৮টা থেকেই গণনা শুরু হবে। প্রথমে পঞ্চায়েতের গণনা হবে। এরপর যথাক্রমে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনা হবে। গ্রাম পঞ্চায়েতে ২ রাউন্ড, পঞ্চায়েত সমিতিতে ২ রাউন্ড ও জেলা পরিষদে ২ রাউন্ড মিলিয়ে মোট ৬ রাউন্ড গণনা হবে। রাতের মধ্যে গণনার কাজ সম্পূর্ণ হবে আশা করা হচ্ছে। গণনা কেন্দ্রের চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গণনাকেন্দ্রের বাইরে চারদিকে ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

এগরায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী।
ভোট গণনার জন্য দু’টি বুথ পিছু একটি টেবিল করা হয়েছে। এ বার পূর্ব মেদিনীপুর জেলায় মোট বুথের সংখ্যা ৩৯৭৭। অর্থাৎ জেলায় মোট গণনার টেবিল হবে ১৯৮৯টি। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণনাকেন্দ্রে রাজ্য সশস্ত্র পুলিশ ছাড়াও এক সেকশন (১০ জন) কেন্দ্রীয় বাহিনী থাকছে। এছাড়াও আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলার উত্তেজনাপ্রবণ এলাকায় পুলিশবাহিনীর টহলদারি চলবে। কাল, মঙ্গলবার পর্যন্ত বিজয় মিছিল বন্ধ রাখার জন্য রাজনৈতিক দলগুলির কাছে আবেদন জানিয়েছে প্রশাসন। অনুমতি ছাড়া বিজয় মিছিল করাও যাবে না।
নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলনের পালে ভর করে গত ২০০৮ সালের পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুরের ত্রিস্তর পঞ্চায়েতেই বিপুল ভাবে জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু গত বারের মতো প্রবল বামবিরোধী হাওয়া এ বার ছিল না। উল্টে রাজ্যে ক্ষমতায় থাকার সুবাদে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কাঠগড়ায় শাসকদল তৃণমূল। ফলে এ বার পরীক্ষাটা তৃণমূলের প্রতি জনসমর্থন অটুট আছে কি না, তার। তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদ-সহ জেলার অধিকাংশ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলি ফের তৃণমূলের দখলে আসবে কি না তা নিয়েই আলোচনা চলছে পাড়ার চায়ের দোকানে, মোড়ের জটলায়।

ডিমারিতে তৈরি গণনাকেন্দ্র।
গত পঞ্চায়েত নির্বাচনে জেলার ২২৩টি গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল ২৮৬৩। ভোট হয়েছিল ২৮৬১টি আসনে। এর মধ্যে তৃণমূল পেয়েছিল ১৪৮৩টি আসন। এ ছাড়া কংগ্রেস ১০০, বিজেপি ৫২, বিএসপি ৩, এনসিপি এক ও নির্দল ১৩৬টি আসনে জেতে। বামফ্রন্ট জেতে ১০৮৬টি আসনে। জেলার ১৬৪টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল একক ভাবে সংখ্যা গরিষ্ঠ হয়। এ ছাড়াও আরও ১৬টি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করে জোট বেধে। একই ভাবে জেলার ২৫টি পঞ্চায়েত সমিতির ৬২৮টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৩৭৪টি আসন, কংগ্রেস ২৫, বিজেপি ৬, নির্দল ১৯। বামফ্রন্ট জেতে ২০৪টি আসনে। জেলার ২০টি পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখলে আসে তৃণমূলের হাতে। পাঁচটিতে সংখ্যাগরিষ্ঠ হয় বামফ্রন্ট। জেলা পরিষদের ৫৩টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ৩৫টি আসনে। এ ছাড়াও তৃণমূল জোটে থাকা এসইউসি জেতে একটি আসনে। আর বামফ্রন্ট ১৭টি আসনে জিতেছিল। জেলা পরিষদে নিরঙ্কুশ ভাবে ক্ষমতা দখল করে তৃণমূল-এসইউসি জোট। এ বার ইতিমধ্যেই পঞ্চায়েতের ৩৬১ ও পঞ্চায়েত সমিতির ৫৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। ফলে ২৩টি পঞ্চায়েত ও ৩টি পঞ্চায়েত সমিতি (খেজুরি ১, ২ ও ভগবানপুর ২) ইতিমধ্যে তাদের দখলে চলে এসেছে। বাকি আসনেও ফল তাঁদের পক্ষে যাবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।
রাজনৈতিক দিক বাদ দিয়েও এ বারের ভোটের ফলাফলে অন্য একটা আগ্রহ রয়েছে। সেটা হল মহিলা প্রার্থীদের ‘পারফরম্যান্স’। এ বারই প্রথম পঞ্চায়েতের তিনটি স্তরে মোট আসনের অর্ধেক সংরক্ষিত হয়েছে মহিলাদের জন্য। ফলে মহিলা প্রার্থীর সংখ্যা একধাপে বেড়েছে অনেকটা। এ বারই প্রথম ভোটে দাঁড়াচ্ছেন, এমন প্রার্থীর সংখ্যাও নেহাত কম নয়। এদের মধ্যে কে-কেমন ফল করল, তা নিয়ে স্থানীয় ভাবে ব্যাপক আগ্রহ রয়েছে। সর্বোপরি এ বার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির পদ তফসিলি মহিলা সংরক্ষিত। তাই মহিলা প্রার্থীদের ফলাফলে বিশেষ নজর থাকছে রাজনৈতিক মহলেরও।
নন্দীগ্রাম ১, ২, খেজুরি ১, ২ ভগবানপুর ২ ও দেশপ্রাণ ব্লকে সন্ত্রাসের পরিবেশে ভোট হয়েছে। ওখানে মানুষের প্রকৃত রায় জানা যাবে না। জেলার বাকি অংশে ফলাফল গত বছরের তুলনায় ভাল হবে।
নিরঞ্জন সিহি | সিপিএমের জেলা নেতা
গত বারের চেয়েও বেশি আসনে জিতব। গত ৫০ বছরে এই জেলায় যা কাজ হয়েছে, দু’বছরে তার চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। জেলাবাসী আমাদেরই ভোট দিয়েছেন, আমি নিশ্চিত।
শিশির অধিকারী | জেলা তৃণমূল সভাপতি

—নিজস্ব চিত্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.