জাতীয় সাব-জুনিয়র র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ হল রবিবার। দুর্গাপুরের সিধো কানহো ইন্ডোর স্টেডিয়ামে গত ২২ জুলাই থেকে এই প্রতিযোগিতার আসর বসেছিল। যোগ্যতা নির্ণায়ক পর্বে নানা অব্যবস্থার অভিযোগ উঠেছিল। তবে শেষ পর্যন্ত নির্বিঘ্নেই জাতীয় স্তরের এই প্রতিযোগিতা শেষ করা গিয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। |
সিধো-কানহু ইন্ডোর স্টেডিয়ামে চলছে খেলা।—নিজস্ব চিত্র।
|
তবে ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে পারল না বাংলার প্রতিযোগীরা। এ দিন আটটি বিভাগের ফাইনাল আয়োজিত হয়। তার মধ্যে বাংলার একমাত্র প্রতিনিধি ছিলেন অরিন্তাপ দাসগুপ্ত। তিনি অনুর্দ্ধ ১৫ বালক বিভাগের সিঙ্গেলসে অন্ধ্রপ্রদেশের শ্রীল ভার্মা এএসএসের কাছে হেরে যান। বেশি রাতে অনুর্দ্ধ ১৫ বালক ডাবলসেও তিনি ও তাঁর সঙ্গী দিল্লির কার্তিকেয় গুলশান কুমার পরাজিত হয় অন্ধ্রপ্রদেশের শ্রীল ভার্মা এএসএস ও উত্তরাখন্ডের লক্ষ্য সেনের কাছে। অন্য বিভাগের খেলাগুলির মধ্যে অনুর্দ্ধ ১৫ বালিকা সিঙ্গলসে দিল্লির কনিকা কানওয়াল হারিয়েছে অসমের অস্মিতা চলিহাকে। অনুর্দ্ধ ১৩ বালক সিঙ্গলসে অসমের অঙ্গদ বরচেটিয়া হারিয়েছে দিল্লির আকাশ যাদবকে। অনুর্দ্ধ ১৩ বালিকা সিঙ্গলসে কর্ণাটকের শিবানি পথিক হেরে গিয়েছেন অন্ধ্রপ্রদেশের অক্ষিতা এর কাছে। |
অন্যদিকে, অনুর্দ্ধ ১৩ বালক ডাবলসে উত্তরাখন্ডের চয়নিৎ যোশী ও ধ্রুব রাওয়াতকে হারিয়েছে অরুণাচলের টুকুম লা ও মধ্যপ্রদেশের যশ রায়কোয়ার জুটি। অনুর্দ্ধ ১৩ বালিকা ডাবলসে উত্তরাখন্ডের উন্নতি বিশট ও হিমাংশি রাওয়াত হারিয়েছে অসমের মইনি বড়ুয়া ও সিমরণ কালিতাকে। অনুর্দ্ধ ১৫ বালিকা ডাবলসে উত্তরাখন্ডের অক্ষিতা ভান্ডারি ও কেরালার শ্রেয়া বসুকে হারিয়েছে অসমের অস্মিতা চলিহা ও দিল্লির কনিকা কানোয়াল।
জাতীয় স্তরের প্রতিযোগিতা হলেও প্রচারের অভাবে প্রথম দিন থেকেই ফাঁকা পড়েছিল স্টেডিয়ামের প্রায় সব চেয়ার। ফাইনালের দিনেও উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন দর্শক। |