টুকরো খবর
ফের ডোপিং টেনিসে, এ বার চিলিচ
সার্ব ভিক্টর ট্রয়িকির ১৮ মাস নির্বাসনের শাস্তি নিয়ে চাঞ্চল্য থিতিয়ে যাওয়ার আগেই ফের ডোপিংয়ের কালো ছায়া টেনিসে। এ বার কাঠগড়ায় বিশ্বের ১৫ নম্বর, ক্রোয়েশিয়ার মারিন চিলিচ। ক্রোয়েশিয়ার এক সংবাদপত্রের খবর অনুযায়ী চলতি বছরের এপ্রিলে মিউনিখের এক টুর্নামেন্টে ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন চিলিচ। উইম্বলডন চলাকালীন সেই পরীক্ষার রিপোর্ট জানার পরেই হাঁটুর চোটের অজুহাত দেখিয়ে তিনি নিজের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে সরে দাঁড়ান। গোটা বিষয়টি আপাতত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) বিচারাধীন। ২০১২ কুইন্স ক্লাব চ্যাম্পিয়ন আইটিএফের কাছে ইতিমধ্যে নিজের বয়ান দিয়েছেন বলেও জানিয়েছে কাগজটি। ক্রোয়েশিয়ার টেনিস সংস্থার ‘বিশ্বস্ত সূত্র’কে উদ্ধৃত করে ওই কাগজের দাবি, চিলিচের শরীরে গ্লুকোজের মাত্রায় অস্বাভাবিকত্ব পাওয়া গিয়েছে। যা ডোপিংয়ের ইঙ্গিত। ফলে প্রাথমিক ভাবে চিলিচ তিন মাস নির্বাসিত হয়েছেন বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে চিলিচের ম্যানেজার ভিনসেন্ট স্টাভুকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেছেন, “এই মুহূর্তে কিছু বলার নেই।” তবে ক্রোট সংবাদমাধ্যমের দাবি, কয়েক দিনের মধ্যেই আরও তথ্য আসবে। এ দিকে, বিশ্বের ৫৩ নম্বর ট্রয়িকি নির্বাসনের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ডোপ পরীক্ষার জন্য রক্ত দিতে অস্বীকার করায় ট্রয়িকির শাস্তি হয়।

দেশের জার্সিতে রোনাল্ডো বনাম নেইমার
এক দিকে রিয়াল মাদ্রিদের সিআর সেভেন। আর এক দিকে বার্সেলোনার ‘ওয়ান্ডার-কিড’। কিন্তু এল ক্লাসিকোয় নয়, দেশের জার্সিতেই প্রথম মহড়া হতে চলেছে রোনাল্ডো বনাম নেইমারের। একটি ক্রীড়া সংস্থার উদ্যোগে ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে হতে চলেছে ব্রাজিল বনাম পর্তুগাল। “এমন একটা ঐতিহাসিক ম্যাচ আয়োজন করতে পেরে খুব গর্বিত বোধ করছি,” বলেন সংস্থার সিইও চার্লি স্টিলিয়ানো। স্টিলিয়ানোর এই উদ্যোগের প্রশংসা করে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হোসে মারিয়া মারিন বলেছেন, “বস্টন অঞ্চলে অনেক ব্রাজিলীয় আছে। সবাইকে স্বাগত জানাই এই ম্যাচ উপভোগ করতে।” ব্রাজিল এবং পর্তুগাল শেষ মুখোমুখি হয়েছিল ২০১০ বিশ্বকাপে। যার ফল ছিল গোলশূন্য ড্র।

ছয় মেরে জয়
গড়াপেটা বিতর্কেয় ছায়াতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারাল পাকিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৫২-৭। অভিষেক ম্যাচে পাকিস্তানের জুলফিকর বাবর ২৩ রানে নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৪৫ রানে তিন উইকেট হারিয়ে একসময় চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। উমর আমিন (৩৪ বলে ৪৭) আর শাহিদ আফ্রিদি (২৭ বলে ৪৬) ম্যাচে ফেরা পাকিস্তানকে। শেষ বলে ছয় মেরে টিমকে জয় এনে দেন বাবর (১৩ ন. আ.)।

রুনি-জল্পনা
সপ্তাহে দু’লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ডের স্ট্রাইকার ওয়েন রুনিকে নিয়ে আবার নতুন জল্পনা উসকে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ব্রিটিশ মিডিয়ার দাবি রুনিকে প্রথমে অন্য কোনও ক্লাবে ছাড়তে না হলেও এখন কিছুটা হলেও পিছিয়ে এসেছে ম্যান ইউ কর্তারা। রুনি ক্লাব ছাড়তে অনড় থাকলে শেষ পর্যন্ত তাঁকে বিক্রি করে দিতে পারে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। তবে আর্সেনাল বা চেলসি যতই লোভনীয় চুক্তি নিয়ে অপেক্ষা করুক না কেন কোনও প্রিমিয়ার লিগ ক্লাবের কাছে রুনিকে বিক্রি করা হবে না সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ম্যান ইউ এমনটাই দাবি।

বড়রা জিতলেন
বৃষ্টির জেরে মাঠে জল থৈ থৈ করছে। ম্যাচ খেলা প্রায় অসম্ভব। তবু লাল-হলুদের ছোটদের মন রাখতেই এ দিন মাঠে নেমে পড়েছিলেন মেহতাব হোসেন-সৌমিক দে-রা। পুরো নব্বই মিনিট না হলেও, সত্তর মিনিট ইস্টবেঙ্গলের অনুর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলে ফালোপার দল। ছোটদের ২-০ গোলে হারান সুয়োকারা। জোড়া গোল করেছেন বলজিত সাইনি। এ দিন কল্যাণীতে ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন লাল-হলুদের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার ও ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য। এ দিকে রবিবার থেকে আবাসিক শিবিরে যোগ দিলেন গুরপ্রীত সিংহ।

শ্রীলঙ্কা ৩-১
দিলশানের অপরাজিত ১১৫ এবং সঙ্গকারার ৯১ রানের ইনিংসের উপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে আট উইকেটে জিতল শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের সিরিজও ৩-১ জিতে নিল তারা। এ দিন প্রথমে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ রান জেপি দুমিনির (৯৭)। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই স্বচ্ছন্দে রান তুলতে থাকে শ্রীলঙ্কা। ছ’ওভার বাকি থাকতেই ২৩৯-২ তুলে দেন ম্যান অব দ্য ম্যাচ দিলশান এবং সঙ্গকারা।

ফাইনালে ভারত
সাফ কাপের ফাইনালে পৌঁছে গেল অনুর্ধ্ব-১৬ ভারতীয় দল। রবিবার কাঠমান্ডুতে আফগানিস্তানকে টাইব্রেকারে হারায় গৌতম ঘোষের ছেলেরা। ম্যাচের নির্দিষ্ট সময় গোলশূন্য ভাবে শেষ হয়। এরপর সরাসরি টাইব্রেকারে ম্যাচের ফল নির্ধারিত হয়। ৪-৩ গোলে শেষপর্যন্ত ম্যাচ বার করে নেয় ভারত। ভারতের হয়ে গোল করেন বেদেশ্বর সিংহ, প্রসেনজিৎ চক্রবর্তী, সূর্য তির্কে, অ্যারোন রডরিগেজ। মঙ্গলবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ নেপাল।

টিমে কেপি, মন্টি
‘কাফ মাসল’-এর চোট পুরোপুরি না সারলেও তৃতীয় অ্যাসেজ টেস্টে ১৪ জনের দলে কেভিন পিটারসেনকে ফেরাল ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে নামতে হলে কেভিনকে ফিটনেস টেস্ট দিতে হবে। পিটারসেনের বিকল্প হিসেবে রাখা হয়েছে জেমস টেলর-কে। বোলিং বিভাগে দ্বিতীয় স্পিনার হিসেবে মন্টি পানেসর আর পেসার ক্রিস ট্রেমলেট সুযোগ পেয়েছেন স্টিভন ফিন আর গ্রাহাম অনিয়নস-এর জায়গায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.