টুকরো খবর |
সরকারি জমি দখলের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জাতীয় সড়কের ধারে সরকারি জায়গা দখল করা ঘিরে রবিবার উত্তেজনা ছড়ায় মেদিনীপুরে। ধর্মার পাশ দিয়ে চলে গিয়েছে ৬০ নম্বর জাতীয় সড়ক। এ দিন সকালে ধর্মা থেকে হোসনাবাদ পর্যন্ত এলাকায় জাতীয় সড়কের দু’ধারের জায়গা বাঁশ পুঁতে, দড়ি বেঁধে ঘেরা শুরু হয়। স্থানীয় কয়েকজনই এ ভাবে সরকারি জায়গা দখল করা শুরু করে বলে অভিযোগ। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। বাঁশগুলো সরিয়ে ফেলা হয়। ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, সরকারি জায়গা দখল করার অভিযোগ এলেই উপযুক্ত পদক্ষেপ করা হবে।
|
গাড়ির যন্ত্রাংশ চুরি, ধৃত তিন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
চুরির ঘটনায় তিন যুবককে ধরল কোতয়ালি থানার পুলিশ। রবিবার মেদিনীপুর সিজেএম আদালত ধৃতদের ৮ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের পাঠিয়েছে। ধর্মায় একটি ফ্ল্যাটের সামনে শনিবার রাতে জড়ো হয় একদল দুষ্কৃতী। দলে ৬ জন ছিল। তারা গাড়ি চুরি করতে এসেছিল। একটি গাড়ির কাচ ভেঙে যন্ত্রাংশ চুরি করে তারা। শব্দে কয়েকজন আবাসিকের ঘুম ভাঙে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ৩ জনকে ধরে ফেলে। বাকিরা পালিয়েছে।
|
শ্লীলতাহানি, ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক বধূর শ্লীলতাহানির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। মেদিনীপুরের কুইকোটায় শনিবার সন্ধ্যায় ওই বধূর স্বামীকে মারধর করা হয় বলেও অভিযোগ। রাতে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে। ঘটনার তদন্ত শুরু হয়। রবিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতদের ৮ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়। পুলিশ জানিয়েছে, তিন জন যুবকের নামে অভিযোগ দায়ের হয়েছিল। বাকি একজন পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
|
জলে তলিয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জলে তলিয়ে মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রের। মৃত তপন মাহাতোর (১৫) বাড়ি খড়্গপুরের শালিকায়। শনিবার সকালে বন্ধুদের সঙ্গে পাশের গ্রাম পরিডিহার এক খালে স্নান করতে গিয়েছিল তপন। জলে নামার পরই তলিয়ে যায়। পরে দেহ ভেসে ওঠে।
|
নেতার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা নেতা স্বাধীন দাসের। তাঁর বয়স হয়েছিল ৬৬। তিনি আইএনটিটিইউসি অনুমোদিত বাস পরিবহণ শ্রমিক সংগঠনের জেলা সভাপতি ছিলেন। শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। |
|