নজরে ভোটগণনা
• ত্রি-স্তরে মোট আসন: ৪৭১১ (গ্রাম পঞ্চায়েত ৩৮৪৬, পঞ্চায়েত সমিতি ৭৯৮, জেলা পরিষদ ৬৭)
• মোট প্রার্থী: ১০,২৫৭ জন (গ্রাম পঞ্চায়েতের ৮০৭৮, পঞ্চায়েত সমিতি ১৯১, জেলা পরিষদে ২৬৯)
• গণনা কেন্দ্র: ২৯টি
• টেবিল সংখ্যা: ২৪৩৪টি
• গণনায় কর্মী: ৭৩০২ জন

কলেজিয়েট স্কুলে ভোট গণনার প্রস্তুতি। ছবি: সৌমেশ্বর মণ্ডল
• পুলিশ কর্মী (পশ্চিম মেদিনীপুরে): ১৬১১ জন (ইন্সপেক্টর ২৩ জন, এসআই-এএসআই ২২৯ জন, সশস্ত্র পুলিশ ১৮০ জন, টিয়ার গ্যাস নিয়ে ৭২ জন, লাঠি নিয়ে ১৩৫৯ জন, মহিলা কনস্টেবল ১৪০ জন এবং ট্রাফিক পুলিশ ৪২ জন)
• কেন্দ্রীয় বাহিনী: ৩ কোম্পানি (ঘাটাল, খড়্গপুর ও মেদিনীপুরে ১ কোম্পানি করে)
• ঝাড়গ্রাম পুলিশ জেলায়: প্রতিটি গণনাকেন্দ্রের বাইরে ১ সেকশন করে সিআরপি। জঙ্গলমহলের অন্যত্রও, এমনকী জঙ্গলপথেও থাকবে পর্যাপ্ত নিরাপত্তা।
গণনা কেন্দ্র থেকে ২০০ মিটার পর্যন্ত এলাকায় জারি থাকবে ১৪৪ ধারা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.