নিউ টাউনের বাসিন্দাদের অভিযোগ, যানবাহনের অভাব। তাই বহু বাসিন্দা ফ্ল্যাট কিনেও আসতে পারছেন না। পরিবহণ কর্মীদের যুক্তি, লোকসংখ্যা না বাড়লে যানবাহন চালিয়ে কী লাভ? এই চাপান-উতোরের মধ্যেই কয়েক বছর ধরে নিউ টাউনের বাসিন্দারা যানবাহনের সমস্যায় ভুগছেন। মুশকিল আসানে রবিবার নিউ টাউনের নারকেলবাগানের কাছে এলাকার পরিবহণের বিস্তারে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করল রাজ্য সরকার। পাশাপাশি, নিউ টাউন-বারাসত এবং নিউ টাউন-বাগবাজার রুটের আটটি বাতানুকূল বাসেরও উদ্বোধন হল।
এ দিনের অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক সুলতান সিংহ, সুজিত বসু, বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী, পরিবহণ দফতরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এ ছাড়াও ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে অবশ্য ছিলেন না এলাকার বিধায়ক সব্যসাচী দত্ত।
অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে বারাসত ও বাগবাজারগামী আটটি বাতানুকূল বাসের উদ্বোধন করেন মদন মিত্র, ফিরহাদ হাকিমরা। পরিবহণমন্ত্রী জানান, এলাকাবাসী এবং অফিসযাত্রীদের সুবিধার্থে নিউ টাউন-বাগবাজার রুটে দু’টি শিফ্টে ১০টি বাস চলবে। অন্য দিকে, নিউ টাউন-বারাসত রুটে দু’টি শিফ্টে চলবে ছ’টি বাস। বাসগুলি আপাতত নিউ টাউন থানার কাছে ইউনিটেক থেকে ছাড়া হবে। |
উদ্বোধন অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের কয়েক জন মন্ত্রী এবং
স্থানীয় জনপ্রতিনিধিরা। রবিবার, নিউ টাউনে। —নিজস্ব চিত্র। |
এ দিন নিউ টাউনের নারকেলবাগানে একটি আবাসনের সামনে হিডকোর সঙ্গে যৌথ উদ্যোগে নতুন বাস টার্মিনাসেরও উদ্বোধন হয়। এ ছাড়া নিউ টাউন জলবায়ু বিহারের কাছে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের বাস ডিপোর জন্য জমির অধিকারপত্র এবং নিউ টাউনের বিভিন্ন রুটে ২০টি এসি কর্পোরেট বাস চালানোর জন্য অফার লেটার দেওয়া হয়।
ফিরহাদ জানান, নিউ টাউনে ইন্টারসিটি বাস টার্মিনাস প্রকল্পের জন্য হিডকোর থেকে ডিরোজিও কলেজের কাছে ১০ একর জমি নেওয়া হয়েছে। তিনি বলেন, “ইন্টারসিটি বাস টার্মিনাস চালু হলে দূরপাল্লার বাসই শুধু নয়, আন্তর্জাতিক রুট যেমন ঢাকাগামী বাসও এখান থেকে চলবে।” অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী বলেন, “সল্টলেক থেকে বন্ধ হয়ে যাওয়া বেশ কিছু রুটের বাস শীঘ্রই চালু করা হবে। এর ফলে সল্টলেক ও নিউ টাউন দু’জায়গার বাসিন্দারাই উপকৃত হবেন।”
এ দিনের অনুষ্ঠানে মদনবাবু নিউ টাউনে সৌরভের ক্রিকেট অ্যাকাডেমি দ্রুত তৈরি হয়ে যাওয়ার আশ্বাস দিয়ে বলেন, “এক দিকে যেমন নিউ টাউন থেকে শীঘ্রই প্রচুর বাস চলবে, তেমনই আমরা চাই সৌরভের অ্যাকাডেমি থেকে প্রচুর ভাল ক্রিকেটার বেরোক।” সৌরভ জানান, এ দিন তিনি একটি ব্যক্তিগত কাজে ফিরহাদ হাকিমের কাছে এসেছিলেন। ফিরহাদই তাঁকে নিউ টাউনে নিয়ে আসেন। নিউ টাউনের পরিবহণের বিস্তারে রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা করেন সৌরভ। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “নিউ টাউনে শুধু বড় বড় ফ্ল্যাট তৈরি করাই নয়, সে সব ফ্ল্যাটে থাকার জন্য বাসিন্দাদের যাতে পরিবহণ সমস্যার মুখোমুখি না হতে হয়, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” |