শহিদ দিবসে বন্ধ কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
এ বছরও বন্ধের মধ্যে দিয়ে শহিদ দিবস পালন করল নকশালরা। রবিবার ২৮ জুলাই শহিদ দিবস উপলক্ষে বন্ধ ডাকা হয়েছিল কালনা মহকুমায় এবং নদিয়া জেলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৮৪ সাল থেকে শহিদ দিবসে কালনা বন্ধের ডাক দিয়ে আসছে নকশালরা। কালনায় মহকুমাশাসকের কার্যালয়, স্টেশন-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বন্ধের সমর্থনে পোস্টার লাগানো হয়। দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় যানবাহন চলাচলও ছিল কম। কোনও বেসরকারি বাসও ছাড়েনি। বাস কম থাকার জন্য অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। মোটরভ্যানে করে যাতায়াত করতে দেখা যায় অনেককে।তবে বন্ধের দিনে বহু টুরিস্ট বাস ছেড়েছে। এক ব্যবসায়ী সুখরাম ঘোষ দিঘা থেকে ফোনে বলেন, “৫০টির বেশি বাস ছেড়েছে শহর থেকে।”
|
বিজ্ঞান শিক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে তিন দিনের বিজ্ঞান শিক্ষা শিবির হয়ে গেল মেমারির কুচুট পি সি ইনস্টিটিউশনে। রবিবার শেষ হওয়া শিবিরের আয়োজক হাটগোবিন্দপুর স্কুল চক্র। জেলার ১০টি ব্লকের ৫০টি স্কুলের ৩০০ ছাত্রছাত্রী এতে যোগ দেয়। সহজ নিয়মে অঙ্ক কষা ও বিজ্ঞানের নানা মডেলের প্রদর্শনের আয়োজন ছিল। উদ্যোক্তাদের পক্ষে সোমনাথ গুপ্ত জানান, গ্রামে বিজ্ঞান শাখার ছাত্রছাত্রী কমছে। স্কুলের ল্যাবরেটরি ব্যবহার হচ্ছে না। তাই বারবার এমন আয়োজন করে পড়ুয়াদের বিজ্ঞানমনস্ক ও কুসংস্কারমুক্ত করে তোলার চেষ্টা করা হবে। |