এই প্রথম ভেনিসে
ই বছরটা সত্যি স্পেশাল।
প্রথমে ‘দেখ ইন্ডিয়ান সার্কাস’য়ের জন্য জাতীয় পুরস্কার অ্যাওয়ার্ডে স্পেশাল মেনশন।
তার পর কান চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ‘মনসুন শ্যুটআউট’ ছবিটি অফিশিয়াল সিলেকশনে।
আর এখন ডাক পড়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে। তাঁর অভিনীত ‘সিদ্ধার্থ’ ছবিটি সেখানে দেখানোর জন্য অফিশিয়ালি মনোনীত হয়েছে!
এক বছরের মধ্যে এ রকম তিনটে ঘটনা সচরাচর কোনও বঙ্গতনয়ার কেরিয়ারে হয় না।
তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় আপাতত দিল্লিতে। বাবা-মায়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। বোন এসেছেন আমেরিকা থেকে। ছুটি কাটিয়ে চলে যাবেন বেনারসে। সেখানেই একটা ব্রিটিশ ছবিতে অভিনয় করছেন। শ্যুটিংয়ের মাঝে দু’দিনের জন্য যাবেন ভেনিস। তার পর ফেরত এসে আবার বেনারসেই কাজ শুরু।
অন্যান্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তন্নিষ্ঠা অনেক বার গিয়েছেন। বলছেন, “বার্লিন, কান, টরেন্টো— এই তিনটে ‘এ’ লিস্ট চলচ্চিত্র উৎসবে গিয়েছি আমার ছবি নিয়ে। একমাত্র ভেনিস চলচ্চিত্র উৎসবেই যাওয়া হয়নি। সেই ইচ্ছেটাও আমার এ বার পূর্ণ হল। ওই চলচ্চিত্র উৎসবেই তো বুদ্ধদেব দাশগুপ্তের ‘উত্তরা’ সম্মানিত হয়েছিল। মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ ওখানেই পুরস্কার পাওয়ার পরে অত জনপ্রিয় হয়ে ওঠে।” বার্লিন আর টরেন্টোতে তিন বার তাঁর ছবি দেখানো হয়েছে। কান-য়ে দু’বার। “যেটা আমাকে সব চেয়ে বেশি এক্সাইট করে তা হল যে আমি এই সব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাই কারণ আমার অভিনীত ছবিগুলো সেখানকার অফিশিয়াল সেকশনে থাকে। এটা আমার কাজের স্বীকৃতি,” বলছেন তিনি।
ভেনিস চলচ্চিত্র উৎসব চলবে ২৮ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ‘সিদ্ধার্থ’ ছবিটি দেখানো হবে ভেনিস ডে’জ সেকশনে। পরিচালক কানাডার রিচি মেহতা। ছবিতে দরিদ্র এক দম্পতি তাঁদের বারো বছরের বাচ্চাকে কাজের জন্য বাইরে পাঠিয়েছিলেন। দিওয়ালির দিনে বাচ্চাটার ঘরে ফেরার কথা ছিল। কিন্তু সে ফেরে না। বাড়িতে পড়ে থাকে শূন্যতা। এই দম্পতি কী ভাবে সেই শূন্যতা নিয়ে বেঁচে থাকে তারই গল্প বলা হয়েছে ‘সিদ্ধার্থ’য়ে। ছবিতে তন্নিষ্ঠার বিপরীতে রাজেশ তাইলাং।
“নাসিরুদ্দিন শাহের সঙ্গে একটা ছবি শ্যুট করেছিলেন রিচি। নাম ‘অমল’। ছবির শ্যুটিংয়ের সময় বাসস্টপে এক ভদ্রলোকের সঙ্গে রিচির দেখা হয়। তাঁর ছেলে এই রকম ভাবেই নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই ঘটনার ভিত্তিতেই ‘সিদ্ধার্থ’ বানানো। সাধারণত সিনেমাতে যে সব পাচারের ঘটনা তুলে ধরা হয় তার কেন্দ্রে থাকে বাচ্চা মেয়েরা। কিন্তু এ ক্ষেত্রে ঘটনাটি একটি বাচ্চা ছেলেকে ঘিরে,” বলছেন তন্নিষ্ঠা।
ভেনিসে গিয়ে তন্নিষ্ঠার ইচ্ছে আছে ডেম জুডি ডেঞ্চের অভিনীত ‘ফিলোমেনা’ দেখার। ছবিটি আছে কম্পিটিশন সেকশনে। “মোনিকা আলির ‘ব্রিক লেন’ ছবিটি করার পরে ইংল্যান্ডের একটি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলাম। সেই একই পুরস্কারের জন্য ডেম জুডি ডেঞ্চও মনোনীত হয়েছিলেন। অভিনেতা হিসেবে আমার কাছে ওঁর সঙ্গে মনোনয়ন পাওয়াটাই ছিল একটা বড় পুরস্কার। আজকে ভেনিসে ওঁর ছবি কম্পিটিশনে রয়েছে। ‘সিদ্ধার্থ’ অবশ্য আউট অব কম্পিটিশন সেকশনে,” বলছেন তিনি।
আর দেখতে চান কিম-কি-দুকের বিতর্কিত ছবি— ‘মোবিয়াস’, যেটি দেখানো হচ্ছে আউট অব কম্পিটিশন সেকশনে। ছবিটি সাউথ কোরিয়াতে মুক্তি পাওয়া নিয়ে বেশ ঝামেলা হয়েছে। মা-ছেলের যৌন সম্পর্ক নিয়ে তৈরি এই ছবি কোরিয়াতে এক রকম নিষিদ্ধ করা হয়েছে বললেই চলে। একুশটা অংশ কাটার পরে ছবিটিকে ‘রেস্ট্রিক্টেড রেটিং’ দেওয়া হয়েছে যার মানে হল সেটি কিছু ‘স্পেশালিটি থিয়েটার’য়েই কেবল মাত্র দেখানো যাবে। আর সাউথ কোরিয়াতে এ রকম কোনও ভেন্যু নেই। “সেন্সরশিপের সমস্যা সারা বিশ্বজুড়েই রয়েছে। শুধুমাত্র ভারতে নয়। ইচ্ছে আছে কিম-কি-দুকের এই ছবিটা ভেনিসে গিয়ে দেখার,” বলছেন অভিনেত্রী।
ভেনিস থেকে ফিরেই, তন্নিষ্ঠা শ্যুটিং করবেন ‘ফিস্ট অব বেনারসি’ বলে একটি ক্রাইম থ্রিলারের। তাতে তিনি পুলিশের ভূমিকায়। পরিচালক ইংল্যান্ডে থাকেন। নাম রাজন কুমার পটেল। “দিল্লিতে আসার আগে একটা ইন্দো-ফ্রেঞ্চ প্রজেক্টের শ্যুটিং শেষ করেছি। নাম ‘সানরাইজ’। পরিচালক পার্থ সেনগুপ্ত। ‘ফিস্ট অব বেনারসি’র পরে রুচিকা ওবেরয়ের ‘আইল্যান্ড’ করব। গত বছর এটার স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের জন্য এনএফডিসি রুচিরাকে ভেনিসে পাঠিয়েছিল।”
মাঝখানে শোনা যাচ্ছিল যে তন্নিষ্ঠা কলকাতাতে আসবেন আবার বাংলা ছবি করতে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার কথা হয়েছিল তাঁর। “না, সেটা এখন হচ্ছে না। পরে ছবিটি হলে আমার যদি হাতে ডেট থাকে তা হলে নিশ্চয়ই ভেবে দেখব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.