|
|
|
|
নন্দীগ্রাম কাণ্ডে সিবিআই তদন্ত |
নিচুতলার পুলিশদের শাস্তি চান না মমতা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নন্দীগ্রাম-কাণ্ডে তাঁর সরকার যে নিচু তলার পুলিশকর্মীদের বিরুদ্ধে কার্যত কোনও ব্যবস্থা নিতে চায় না, শনিবার বিধানসভায় তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রাম-কাণ্ডের তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবার আদালতে সিবিআই অভিযোগ করেছে, রাজ্য অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত চালানোর ব্যাপারে সম্মতি দিচ্ছে না। উল্টে নানা শর্ত চাপাচ্ছে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “নন্দীগ্রামের ঘটনা যারা ঘটিয়েছে, সিবিআই তাদের ছাড়তে চায়! আর নিচু তলার পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়!” সিবিআই-কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, “নিচু তলার কর্মীদের ফাঁসিয়ে দেব, আর যারা প্রকৃতই ওই ঘটনা ঘটিয়েছে, তাদের ছেড়ে দেব?” নাম না করলেও মমতার ইঙ্গিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে। তৃণমূল চায়, ওই ঘটনায় বুদ্ধবাবুকেও অভিযুক্ত করা হোক। কারণ, তাদের মতে বুদ্ধবাবুর নির্দেশেই নন্দীগ্রামে গুলি চালানো হয়েছিল। কিন্তু বুদ্ধবাবু বার বার দাবি করেছেন, গুলি চালনার কথা তিনি পরে জানতে পারেন।
২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশ গুলি চালায়। অভিযোগ, সেই ঘটনায় ১৪ জন গ্রামবাসী নিহত হন। তা নিয়ে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিবিআই চার্জশিটও পেশ করেছে। কিন্তু মামলা শুরু হয়নি। |
|
সে দিন নন্দীগ্রামে। —ফাইল চিত্র |
আদালতে সিবিআইয়ের আইনজীবী আসরফ আলি অভিযোগ করেছিলেন, নির্দিষ্ট কয়েক জন পুলিশ অফিসারের নাম অভিযুক্তদের তালিকায় ঢোকাতে বলছে রাজ্য সরকার। আবার কয়েক জন নেতার নাম কেন চার্জশিটে রাখা হয়নি, সে প্রশ্নও তুলছে তারা। যে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাতে চাইছে, শর্ত চাপিয়ে রাজ্য সরকার সেই ফাইলে সই করছে না।
সিবিআইয়ের অভিযোগ যে অনেক অংশে সত্য, মমতার কথায় তা স্পষ্ট হয়ে গেল। মমতা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “নন্দীগ্রামে এখনও ১০ জন নিখোঁজ! মৃতদেহ পাওয়া যায়নি। তাপসী মালিক, নন্দীগ্রামের ঘটনায় তো সিবিআই হয়েছে! কী লাভ হয়েছে, যে সবটাতেই সিবিআই করতে হবে!” মমতার মতে, বাম জমানায় সিপিএমের যে সব নেতা বিভিন্ন সন্ত্রাসের ঘটনায় জড়িত ছিলেন, তাঁদের শাস্তি হয়নি। তিনি বলেন, “যারা সন্ত্রাসের মদতদাতা, তারা সন্ত্রাস বলে চেঁচাচ্ছে! গণশক্তির কোষাধ্যক্ষ সুশীল চৌধুরী মারা গিয়েছেন। কেন মারা গিয়েছেন, কেউ জানতে পেরেছেন? কেউ জানতে পেরেছেন, কেন উনি খুন হয়েছেন? মনীষা ফিরেছে? নাট্যকর্মী বিমান কি আজও ফিরে এসেছেন?”
সুশীলবাবু প্রসঙ্গে মমতার মন্তব্যের প্রেক্ষিতে সূর্যকান্ত মিশ্র বলেন, “উনি অতীতের ঘটনা নিয়ে তদন্ত করছেন। করুন। কিন্তু বর্তমানে যা ঘটছে, তা নিয়ে কেন তদন্ত করছেন না?” আর কংগ্রেস নেতা মানস ভুঁইয়া বলেন, “উনি বিরোধী থাকার সময়ে গাছ থেকে পড়ে মানুষ মরলেও সিবিআই চাইতেন। এখন বলছেন, সিবিআই খারাপ। সিআইডি ভাল।” |
পুরনো খবর: শর্ত চাপিয়ে রাজ্য পিছিয়ে দিচ্ছে নন্দীগ্রাম-বিচার, বলল সিবিআই |
|
|
|
|
|