|
|
|
|
ছাত্রীদের উত্ত্যক্ত করায় অবরোধ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
টিউশন পড়তে আসার পথে চার স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা ঘিরে শনিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় খড়্গপুর শহরের মালঞ্চ এলাকায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দাদের একাংশ মালঞ্চ- নিমপুরা রাস্তায় দীর্ঘক্ষণ অবরোধ করেন। ফলে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
অবরোধকারীদের অভিযোগ, দুষ্কৃতীদের ধরতে গড়িমসি করা হচ্ছে। অভিযোগ উড়িয়ে দিয়ে খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বরুণচন্দ্র শেখর লিখিত অভিযোগ হলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কলাইকুণ্ডা এলাকা থেকে দ্বাদশ শ্রেণির চার ছাত্রী টিউশন পড়তে মালঞ্চ আসছিল। তখন বিকেল চারটে। তারা কলাইকুণ্ডা থেকে অটোয় করে এসে মালঞ্চয় নামে। অভিযোগ, এরপর যখন তারা হেঁটে গৃহশিক্ষকের কাছে যখন যাচ্ছিল, তখন তিন জন যুবক তাদের উত্ত্যক্ত করে। গৃহশিক্ষকের কাছে গিয়ে পুরো ঘটনার কথা জানায় ছাত্রীরা। এরপর টিউশন শেষে ওই ছাত্রীরা যখন তাদের অভিভাবকদের সঙ্গে বাড়ি ফিরছিলেন, তখন ফের তাদের পথ আটকানো হয়। ওই তিন যুবকই পথ আটকায় বলে অভিযোগ। যুবকেরা অভিভাবকদের মারধর করে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ মালঞ্চ- নিমপুরা রাস্তায় অবরোধ শুরু করেন। পুলিশ জানিয়েছে, প্রয়োজনে নজরদারি আরও বাড়ানো হবে। |
|
|
|
|
|